১৮ বছর আগে রাজধানীর পল্লবীতে ব্যবসায়ী মনসুর মল্লিক হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড এবং ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ আবু তাহের এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি হলেন মো. জহিরুল ইসলাম জহির ও মো. আ. রহিম ওরফে চঞ্চল। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন মো.

আ. করিম, বাবু ওরফে হাতী বাবু, মো. মোফাজ্জল হোসেন এবং ও মো. সফিউদ্দিন আদনান ওরফে তারেক। দণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০০৭ সালের ১২ মে রাত ১০টার দিকে ডেইরি ফার্ম ব্যবসায়ী মনসুর মল্লিক তার পল্লবী থানাধীন প্যারিস রোডের ডি ব্লকে অবস্থিত খামারে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মিসেস তাসলিমা বেগম রাজধানীর পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০০৭ সালের ২০ আগস্ট ৬ জনকে অভিযুক্ত করে রাজধানীর পল্লবী থানার উপপরিদর্শক মো. আসলাম হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ঢাকা/মামুন/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে ট্রাক উল্টে ১ জন নিহত, আহত ৩

খাগড়াছড়ির দীঘিনালায় একটি ট্রাক উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকটির চালকসহ তিনজন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বড়াদম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম খোকন চন্দ্র দাস (৫০)। তিনি দীঘিনালা উপজেলার থানাপাড়া এলাকার সুকুমার দাসের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এলাকায় থাকা নিজের বাগান থেকে ট্রাকটিতে কাঠ বোঝাই করে দীঘিনালা সদরে নিয়ে যাচ্ছিলেন খোকন চন্দ্র দাস। ট্রাকটিতে তিনি ছাড়াও চালক ও দুজন গাছ কাটার শ্রমিক ছিলেন। উপজেলার বড়াদম এলাকায় এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা চারজনই আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত খোকন চন্দ্র দাসকে সেখান থেকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া দুর্ঘটনায় হতাহত হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ