সালটা ১৯৮৮। বরিশালের উজিরপুরের বেলায়েত হোসেন তখন সদ্য বিয়ে করেছেন। ছিলেন জাহাজের কর্মচারী। সন্ধ্যা নদীর তীরে ছিল তাঁদের বাড়ি। ’৮৮–এর বন্যায় ঘরবাড়ি সব বিলীন হয়ে যায়। জীবিকার সন্ধানে নববধূর হাত ধরে বাগেরহাটের মোংলার উদ্দেশে পাড়ি জমান তিনি।

বাগেরহাটের কয়েকটি এলাকায় উদ্বাস্তুর মতো ছিলেন তিন দশক। ২০১৯ সালে মোংলা পৌরসভার নারিকেলতলা আবাসন প্রকল্পে সরকারি একটি ঘর পান বেলায়েত। পাঁচ সদস্যের পরিবারটি ৫০০ বর্গফুটের টিনের চালার ঘরটিতে মাথা গুঁজে আছে কোনোমতে।

উপকূলীয় এলাকায় নদীভাঙন, একের পর এক ঘূর্ণিঝড়সহ জলবায়ু পরিবর্তনজনিত নানা দুর্যোগের মুখোমুখি হয়ে ভিটেমাটি, সহায়সম্বল হারাচ্ছেন বেলায়েতের মতো অনেকে। সুপেয় পানির সংকটের কারণে মরণব্যাধি, মেয়েদের গায়ের রং মলিন ও ত্বক খসখসে হওয়া, ফসলি জমিতে আবাদ না হওয়ার মতো জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েও ভিটেমাটি আঁকড়ে বাঁচতে চায় মানুষ। আর কোনো উপায় না থাকলে এক জেলা থেকে আরেক জেলা, রাজধানী অথবা দেশের বড় শহরগুলোর দিকে ছোটে মানুষ। এভাবেই বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা।

যেন গুহা থেকে বেরিয়ে আসছে মানুষগুলো। মিরপুরের ভোলা বস্তিতে ৪০-৫০টি পরিবার এমন ‘গুহা’র মধ্যে বাস করে। দিনে যেখানে থাকে ঘুটঘুটে অন্ধকার। গতকাল দুপুরে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ