এক দশকের মধ্যে শিরোপা জিতবে আফগানিস্তান, বিশ্বাস স্টেইনের
Published: 1st, March 2025 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে আফগানিস্তান। তবে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। তবু সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইনের বিশ্বাস, আগামী এক দশকের মধ্যেই কোনো আইসিসি টুর্নামেন্টের শিরোপা জিততে সক্ষম হবে আফগানরা।
স্টেইনের মতে, ধৈর্যের অভাব আফগান ক্রিকেটারদের অন্যতম বড় দুর্বলতা। তিনি বলেন, ‘আগে খেলোয়াড়রা দক্ষতা ও ধৈর্য বাড়াতে কাউন্টি বা প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলতেন। কিন্তু এখনকার যুগে মানুষ দীর্ঘসময় মনোযোগ ধরে রাখতে পারে না। আমরা ইন্সটাগ্রাম স্টোরির মতো দ্রুত কিছু দেখতে চাই, যা ক্রিকেটারদের মানসিকতায়ও প্রভাব ফেলছে।’
আফগানিস্তানের ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে চান, যা স্টেইনের দৃষ্টিতে ওয়ানডে ক্রিকেটের জন্য সমস্যার সৃষ্টি করছে। তিনি বলেন, ‘তারা খুব দ্রুত ফল পেতে চায়। ব্যাটাররা প্রথম ওভারেই ছক্কা মারার চেষ্টা করে, বোলাররা বল হাতে নিয়েই উইকেট নিতে চায়। ধৈর্য ধরার মানসিকতা তাদের মধ্যে অনুপস্থিত।’
স্টেইন আশাবাদী, যদি আফগান ক্রিকেটাররা ধৈর্য রপ্ত করতে পারে, তাহলে এক দশকের মধ্যেই তারা আইসিসির শিরোপা জয়ের সক্ষমতা অর্জন করবে। তার ভাষায়, ‘আফগান ক্রিকেটাররা বিশ্বজুড়ে টি-টোয়েন্টি খেলছে, যা আর্থিকভাবে লাভজনক এবং শেখার জন্য দারুণ। তবে টেস্ট বা চারদিনের ক্রিকেটে অংশ নিলে তারা আরও উন্নতি করবে। ওয়ানডে ক্রিকেট মূলত টেস্টের সংক্ষিপ্ত সংস্করণ, যেখানে মাঝে মাঝে টি-টোয়েন্টির কৌশল দরকার হয়, তবে ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংও আফগানিস্তানকে বাংলাদেশের চেয়ে শক্তিশালী দল বলে উল্লেখ করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে না পারলেও আফগানিস্তান সেমিফাইনালের সম্ভাবনা তৈরি করেছিল। সব ঠিক থাকলে, স্টেইনের ভবিষ্যদ্বাণী সত্যি করতেই পারে আফগানরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আফগ ন স ত ন ড ল স ট ইন আইস স আফগ ন স ত ন স ট ইন র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)
পিএসএলে আজ দুটি ম্যাচ। বাংলাদেশের রিশাদ হোসেনের দল লাহোর খেলবে কোয়েটার বিপক্ষে।
টেনিসমাদ্রিদ ওপেন
বিকেল ৫টা, সনি স্পোর্টস ৫
মুলতান-করাচি
বিকেল ৪-৩০ মি., নাগরিক টিভি
লাহোর-কোয়েটা
রাত ৯টা, নাগরিক টিভি
রাজস্থান-মুম্বাই
রাত ৮টা, টি স্পোর্টস
নটিংহাম-ব্রেন্টফোর্ড
রাত ১২-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
বিলবাও-ম্যান ইউনাইটেড
রাত ১টা, সনি স্পোর্টস ২ ও ৩
টটেনহাম-বোডো/গ্লিমট
রাত ১টা, সনি স্পোর্টস ১
জুরগার্ডেনস-চেলসি
রাত ১টা, সনি স্পোর্টস ৫