শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মো. গোলাম জাকারিয়া (বাদল) হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো তিনজন হলেন সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর ভূইয়ারচর গ্রামের লালন মিয়া (২৮), সৌরভ মিয়া (২৬) ও খুনুয়া চরপাড়া গ্রামের মাজাহারুল ইসলাম মুরাদ (২৮)। তাঁরা বিএনপি নেতা গোলাম জাকারিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো.

নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ অভিযান চালিয়ে শনিবার বিকেলে ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার রাজপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। পরে রোববার সকালে তাঁদের শেরপুর সদর থানা হেফাজতে আনা হয়। ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাঁদের শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাঁদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গোলাম জাকারিয়া হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম।

এলাকায় আধিপত্য বিস্তার ও দলীয় দ্বন্দ্বের জেরে গত ২৫ ফেব্রুয়ারি প্রতিপক্ষের হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া নিহত হন। তিনি উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।

এ ঘটনায় নিহত গোলাম জাকারিয়ার স্ত্রী পপি বেগম বাদী হয়ে গত শুক্রবার রাতে সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নূরে আলম সিদ্দিকী, কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. লুৎফর রহমানসহ ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০ থেকে ১৫ জনকে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদর থ ন উপজ ল ব এনপ

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ