Samakal:
2025-09-18@00:38:34 GMT

গণহত্যার দোসর ৬ মাস পর ‘বীর’

Published: 2nd, March 2025 GMT

গণহত্যার দোসর ৬ মাস পর ‘বীর’

‘গুলি করি। মরে একটা। আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না।’ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে এভাবে জুলাই গণহত্যার পরিস্থিতি বর্ণনা করেন এক পুলিশ কর্মকর্তা। এ ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। গত ৫ আগস্টের পর ওই ভিডিওর ঘটনাস্থলে থাকা প্রায় সবাই গ্রেপ্তার হয়েছেন। কিন্তু মন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. আলমগীর হোসেনের হদিস ছিল না গত ছয় মাস।

কর্মস্থলে না এসে ও মন্ত্রীর পিএস পদে না থেকেও তিনি নিয়মিত বেতন তুলেছেন। এই সময়ে তথ্য অধিকার আইন অনুযায়ী তাঁর সম্পর্কে জানতে দুই মন্ত্রণালয়ে আবেদন করেও কিছু জানতে পারেনি সমকাল। অথচ গত ৯ ফেব্রুয়ারি তাঁকে মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপপরিচালক করে প্রেষণে পদায়ন করা হয়। এর পর গত ১৫ ফেব্রুয়ারি তাঁকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালক পদে বদলি করা হয়েছে।

ঘটনাস্থলে যারা ছিলেন, তারা কোথায়?
ভিডিওটি যখন করা হয়, সেখানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন, মন্ত্রীর পিএস মো.

আলমগীরসহ বেশ কয়েকজন। ‘গুলি করি। মরে একটা...’– এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগে উপকমিশনার মোহাম্মাদ ইকবাল।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আসাদুজ্জামান ভারতে পালিয়ে গেছেন। সচিব, আইজিপি ও ভিডিওতে কথা বলা পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। 
জানা যায়, গত ৫ আগস্ট দুপুরে রাজধানীর নাখালপাড়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িটি স্থানীয় জনতা ঘিরে ফেলে। ওই বাড়িতে থাকা মন্ত্রীর পিএস আলমগীর দেয়াল টপকে পালান। এর পর থেকে তাঁর খোঁজ মেলেনি। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন।

মন্ত্রী না থাকলে পিএস থাকেন কি?
স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস আলমগীর হোসেনের নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, মন্ত্রী/প্রতিমন্ত্রী যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়নকৃত পিএস ওই পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে। এর পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার বিলুপ্ত হওয়ায় প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী পিএসের নিয়োগ বাতিল হয়।
গত ৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার পিএস হিসেবে মোহাম্মদ মনিরুজ্জামান বকাউলকে গত বছরের ২০ আগস্ট নিয়োগ দেওয়া হয়েছে। অথচ সরকারি কর্মচারী বাতায়নে মো. আলমগীরকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মন্ত্রীর পিএস হিসেবে দেখানো হয়েছে। কর্মস্থলে উপস্থিত না হলেও ছয় মাস স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হিসেবে বেতন তুলেছেন। গত ৬ আগস্ট থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তাঁর হদিস পাওয়া যায়নি।

জনপ্রশাসনের বিরুদ্ধে অভিযোগ
তথ্য অধিকার আইন অনুযায়ী, গত ১৯ জানুয়ারি এই প্রতিবেদক আলমগীরের বিষয়ে জানতে চেয়ে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেন। এর উত্তরে ২৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগের পরামর্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৫ ফেব্রুয়ারি চিঠি দিয়ে জানায়, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত হওয়ায় তথ্য প্রদান করা যায়নি।’
গত ৯ ফেব্রুয়ারি আলমগীরকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপপরিচালক করে প্রেষণে পদায়নের প্রজ্ঞাপনে তাঁর নামের নিচে লেখা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়া। ফলে মন্ত্রণালয় তাঁর বিষয়ে তথ্য গোপনের চেষ্টা চালিয়েছে– তা স্পষ্ট।

পিএসকে ৬ মাসের বিরতি ভেঙে প্রেষণে নিয়োগ দেওয়া এবং সপ্তাহ না পেরোতে আরেক জায়গায় বদলি করা হয়। বড় অঙ্কের টাকার বিনিময়ে এসব হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্র জানিয়েছে, টাকার বিনিময়ে পদায়ন পাওয়া কর্মকর্তাদের ইদানীং কয়েকবার বদলি করা হচ্ছে, যাতে তার বিষয়ে খোঁজ নেওয়া কঠিন হয়ে পড়ে।

ছিলেন ডিসি ফিট লিস্টের তালিকায়ও
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকার জেলা প্রশাসক (ডিসি) পদে নতুনদের বসাতে ফিট লিস্ট তৈরির উদ্যোগ নেয়। গত ২৯ আগস্ট সাক্ষাৎকার নেওয়ার জন্য যে তালিকা করা হয়, তাতে ১ নম্বরে ছিল আলমগীর হোসেনের নাম। পরে অবশ্য সেই তালিকা অনুযায়ী এগোয়নি সরকার।

সংশ্লিষ্টদের বক্তব্য
এ বিষয়ে প্রশাসন ক্যাডারের ২৪ ব্যাচের কর্মকর্তা উপসচিব আলমগীর হোসেন সমকালকে বলেন, ‘আমি নিরিবিলি মানুষ, পিএস হতে চাইনি কখনোই। পিএসগিরি করে তো আমার লাভ নেই।’ ছয় মাস পিএস হিসেবে বেতন নেওয়া এবং সরকারি বাতায়নে তথ্য হালনাগাদ না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘৫ আগস্টের সরকার পতনের পরপর তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিয়েছি। জনপ্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা নতুন সরকারের গুরুত্বপূর্ণ অন্য অনেক কাজে থাকায় হয়তো এ বিষয়ে কাজ করার সুযোগ পাননি। এ জন্য হালনাগাদ করা হয়ে ওঠেনি। এভাবে এতদিন চলেছে।’
দুই মন্ত্রণালয়ের একে অন্যের দিকে ঠেলে দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান সমকালকে বলেন, ‘এখানে তথ্য গোপনের চেষ্টা হয়নি।’ জুলাই অভ্যুত্থানের পর থেকে সরকারের শীর্ষ কর্মকর্তারা বলে আসছেন, প্রশাসনে নিরপেক্ষতা ফিরিয়ে আনাসহ জনপ্রশাসনে কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। এ অবস্থায় ছয় মাস কর্মস্থলে অনুপস্থিত এবং কোনো ব্যবস্থা না নিয়ে পদায়ন অভ্যুত্থানের চেতনার সঙ্গে যায় কিনা– এমন প্রশ্নের জবাবে কিছু বলতে চাননি তিনি।

জানতে চাইলে জনপ্রশাসন বিশেষজ্ঞ এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় যে বলেছে, তার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তাই তথ্য দেওয়া যায়নি, তারা ঠিক বলেনি। মন্ত্রিত্ব যখন চলে গেছে, তখন তার আর স্বরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক থাকার কথা নয়। কাজেই জনপ্রশাসনের এটি বলার সুযোগ থাকে না। আর স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হিসেবে বেতন নিয়ে থাকলে সেটিও সঠিক হয়নি।’

উৎস: Samakal

কীওয়ার্ড: গণহত য আলমগ র হ স ন র প এস হ স ব কর মকর ত ন মন ত র ৫ আগস ট ন র পর ছয় ম স অন য য় সরক র

এছাড়াও পড়ুন:

হাইতিতে গ্যাং হামলায় ৫০ জনের বেশি নিহত

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতিতে গত সপ্তাহে একাধিক গ্যাং হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। জাতীয় মানবাধিকার প্রতিরক্ষা নেটওয়ার্কের (আরএনডিডিএইচ) তথ্যানুসারে, সংকটে জর্জরিত দেশটিতে সর্বশেষ ভয়াবহ গণহত্যার ঘটনা এটি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্যারন’স। 

গতকাল সোমবার এএফপিকে পাঠানো এক প্রতিবেদনে আরএনডিডিএইচ জানায়, গত ১১ ও ১২ সেপ্টেম্বর রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তর এলাকায় এই হামলাগুলো ঘটে।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিহত হওয়া বহু মানুষের লাশ এখনও পাওয়া যায়নি। লাশগুলো এখনও ঝোপের মধ্যে পড়ে আছে এবং কুকুর লাশগুলো খেয়ে ফেলেছে।’

পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ হাইতি। দেশটির একটি অংশ ও রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বেশিরভাগ এলাকা সশস্ত্র গ্যাংগুলোর নিয়ন্ত্রণে থাকায় সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

২০২৪ সালের শুরুর দিকে গ্যাংগুলোর একটি জোট লাগাতার হামলা শুরু করলে পরিস্থিতির চরম অবনতি হয়। যার ফলে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেন এবং প্রেসিডেন্টের অন্তর্বর্তীকালীন পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

হাইতির পুলিশকে সমর্থন করার জন্য কেনিয়ার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী মোতায়েন করার পরও সহিংসতা দমন করা সম্ভব হয়নি।

আরএনডিডিএইচ জানিয়েছে, ভিভ আনসানম গ্যাং জোট, যারা ২০২৪ সালের মার্চ মাস থেকে ক্যাবারেট শহরের নিয়ন্ত্রণে রয়েছে, তারা গত সপ্তাহে নিকটবর্তী ল্যাবোডেরি শহরে বেসামরিক জনগণের বিরুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর গণহত্যা চালিয়েছে। শহরটি রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।

সংস্থাটি আরো জানায়, ‘তারা ৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।’

প্রতিবেদনে আরো বলা হয়, ‘বেঁচে থাকা কয়েকজন পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যেতে সক্ষম হন। অন্যান্যরা আক্রমণকারীদের হাত থেকে বাঁচতে নৌকায় করে সমুদ্রে পালিয়ে যায়।’ 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত মাসে সতর্ক করে বলেছেন, হাইতিতে ‘রাষ্ট্রীয় কর্তৃত্ব ভেঙে পড়ছে।’

তিনি নিরাপত্তা পরিষদকে সতর্ক করে বলেন, হাইতির রাজধানীর বাইরেও সহিংসতা ছড়িয়ে পড়ছে। সেখানকার ৯০ শতাংশ অঞ্চলের ওপর গ্যাংগুলোর নিয়ন্ত্রণ রয়েছে।

রবিবার, তিনি ক্যাবারে কমিউনে হামলার নিন্দা জানিয়েছেন এবং দেশগুলোকে প্রয়োজনীয় ‘সরবরাহ, কর্মী ও তহবিল দিয়ে বহুজাতিক নিরাপত্তা সহায়তা মিশনকে শক্তিশালী করার প্রচেষ্টা ত্বরান্বিত করার’ আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের তথ্যানুসারে, চলতি বছরের প্রথমার্ধে হাইতিতে কমপক্ষে ৩ হাজার ১৪১ জন নিহত হয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • গাজায় ইসরায়েলি অভিযানের ‘কঠোরতম ভাষায়’ নিন্দা জানিয়েছে সৌদি আরব
  • যারা জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ চায়, তারা আদালতে অভিযোগ দিতে পারে: সালাহউদ্দিন আহমদ
  • গাজায় ইসরায়েলের গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন
  • হাইতিতে গ্যাং হামলায় ৫০ জনের বেশি নিহত
  • ‘গাজায় গণহত্যা চলছে, আমি সেই গণহত্যার নিন্দা করছি’
  • আসামিদের হুমকিতে অসহায় মা, নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি