Samakal:
2025-08-01@02:08:17 GMT

গণহত্যার দোসর ৬ মাস পর ‘বীর’

Published: 2nd, March 2025 GMT

গণহত্যার দোসর ৬ মাস পর ‘বীর’

‘গুলি করি। মরে একটা। আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না।’ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে এভাবে জুলাই গণহত্যার পরিস্থিতি বর্ণনা করেন এক পুলিশ কর্মকর্তা। এ ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। গত ৫ আগস্টের পর ওই ভিডিওর ঘটনাস্থলে থাকা প্রায় সবাই গ্রেপ্তার হয়েছেন। কিন্তু মন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. আলমগীর হোসেনের হদিস ছিল না গত ছয় মাস।

কর্মস্থলে না এসে ও মন্ত্রীর পিএস পদে না থেকেও তিনি নিয়মিত বেতন তুলেছেন। এই সময়ে তথ্য অধিকার আইন অনুযায়ী তাঁর সম্পর্কে জানতে দুই মন্ত্রণালয়ে আবেদন করেও কিছু জানতে পারেনি সমকাল। অথচ গত ৯ ফেব্রুয়ারি তাঁকে মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপপরিচালক করে প্রেষণে পদায়ন করা হয়। এর পর গত ১৫ ফেব্রুয়ারি তাঁকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালক পদে বদলি করা হয়েছে।

ঘটনাস্থলে যারা ছিলেন, তারা কোথায়?
ভিডিওটি যখন করা হয়, সেখানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন, মন্ত্রীর পিএস মো.

আলমগীরসহ বেশ কয়েকজন। ‘গুলি করি। মরে একটা...’– এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগে উপকমিশনার মোহাম্মাদ ইকবাল।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আসাদুজ্জামান ভারতে পালিয়ে গেছেন। সচিব, আইজিপি ও ভিডিওতে কথা বলা পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। 
জানা যায়, গত ৫ আগস্ট দুপুরে রাজধানীর নাখালপাড়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িটি স্থানীয় জনতা ঘিরে ফেলে। ওই বাড়িতে থাকা মন্ত্রীর পিএস আলমগীর দেয়াল টপকে পালান। এর পর থেকে তাঁর খোঁজ মেলেনি। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন।

মন্ত্রী না থাকলে পিএস থাকেন কি?
স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস আলমগীর হোসেনের নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, মন্ত্রী/প্রতিমন্ত্রী যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়নকৃত পিএস ওই পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে। এর পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার বিলুপ্ত হওয়ায় প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী পিএসের নিয়োগ বাতিল হয়।
গত ৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার পিএস হিসেবে মোহাম্মদ মনিরুজ্জামান বকাউলকে গত বছরের ২০ আগস্ট নিয়োগ দেওয়া হয়েছে। অথচ সরকারি কর্মচারী বাতায়নে মো. আলমগীরকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মন্ত্রীর পিএস হিসেবে দেখানো হয়েছে। কর্মস্থলে উপস্থিত না হলেও ছয় মাস স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হিসেবে বেতন তুলেছেন। গত ৬ আগস্ট থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তাঁর হদিস পাওয়া যায়নি।

জনপ্রশাসনের বিরুদ্ধে অভিযোগ
তথ্য অধিকার আইন অনুযায়ী, গত ১৯ জানুয়ারি এই প্রতিবেদক আলমগীরের বিষয়ে জানতে চেয়ে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেন। এর উত্তরে ২৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগের পরামর্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৫ ফেব্রুয়ারি চিঠি দিয়ে জানায়, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত হওয়ায় তথ্য প্রদান করা যায়নি।’
গত ৯ ফেব্রুয়ারি আলমগীরকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপপরিচালক করে প্রেষণে পদায়নের প্রজ্ঞাপনে তাঁর নামের নিচে লেখা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়া। ফলে মন্ত্রণালয় তাঁর বিষয়ে তথ্য গোপনের চেষ্টা চালিয়েছে– তা স্পষ্ট।

পিএসকে ৬ মাসের বিরতি ভেঙে প্রেষণে নিয়োগ দেওয়া এবং সপ্তাহ না পেরোতে আরেক জায়গায় বদলি করা হয়। বড় অঙ্কের টাকার বিনিময়ে এসব হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্র জানিয়েছে, টাকার বিনিময়ে পদায়ন পাওয়া কর্মকর্তাদের ইদানীং কয়েকবার বদলি করা হচ্ছে, যাতে তার বিষয়ে খোঁজ নেওয়া কঠিন হয়ে পড়ে।

ছিলেন ডিসি ফিট লিস্টের তালিকায়ও
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকার জেলা প্রশাসক (ডিসি) পদে নতুনদের বসাতে ফিট লিস্ট তৈরির উদ্যোগ নেয়। গত ২৯ আগস্ট সাক্ষাৎকার নেওয়ার জন্য যে তালিকা করা হয়, তাতে ১ নম্বরে ছিল আলমগীর হোসেনের নাম। পরে অবশ্য সেই তালিকা অনুযায়ী এগোয়নি সরকার।

সংশ্লিষ্টদের বক্তব্য
এ বিষয়ে প্রশাসন ক্যাডারের ২৪ ব্যাচের কর্মকর্তা উপসচিব আলমগীর হোসেন সমকালকে বলেন, ‘আমি নিরিবিলি মানুষ, পিএস হতে চাইনি কখনোই। পিএসগিরি করে তো আমার লাভ নেই।’ ছয় মাস পিএস হিসেবে বেতন নেওয়া এবং সরকারি বাতায়নে তথ্য হালনাগাদ না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘৫ আগস্টের সরকার পতনের পরপর তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিয়েছি। জনপ্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা নতুন সরকারের গুরুত্বপূর্ণ অন্য অনেক কাজে থাকায় হয়তো এ বিষয়ে কাজ করার সুযোগ পাননি। এ জন্য হালনাগাদ করা হয়ে ওঠেনি। এভাবে এতদিন চলেছে।’
দুই মন্ত্রণালয়ের একে অন্যের দিকে ঠেলে দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান সমকালকে বলেন, ‘এখানে তথ্য গোপনের চেষ্টা হয়নি।’ জুলাই অভ্যুত্থানের পর থেকে সরকারের শীর্ষ কর্মকর্তারা বলে আসছেন, প্রশাসনে নিরপেক্ষতা ফিরিয়ে আনাসহ জনপ্রশাসনে কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। এ অবস্থায় ছয় মাস কর্মস্থলে অনুপস্থিত এবং কোনো ব্যবস্থা না নিয়ে পদায়ন অভ্যুত্থানের চেতনার সঙ্গে যায় কিনা– এমন প্রশ্নের জবাবে কিছু বলতে চাননি তিনি।

জানতে চাইলে জনপ্রশাসন বিশেষজ্ঞ এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় যে বলেছে, তার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তাই তথ্য দেওয়া যায়নি, তারা ঠিক বলেনি। মন্ত্রিত্ব যখন চলে গেছে, তখন তার আর স্বরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক থাকার কথা নয়। কাজেই জনপ্রশাসনের এটি বলার সুযোগ থাকে না। আর স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হিসেবে বেতন নিয়ে থাকলে সেটিও সঠিক হয়নি।’

উৎস: Samakal

কীওয়ার্ড: গণহত য আলমগ র হ স ন র প এস হ স ব কর মকর ত ন মন ত র ৫ আগস ট ন র পর ছয় ম স অন য য় সরক র

এছাড়াও পড়ুন:

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে পরিপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

আজ বুধবার ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসরায়েল এ পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করে গণহত্যা অব্যাহত রেখেছে। তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী সকলকে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

আরো পড়ুন:

ইসরায়েলি মানবাধিকার সংগঠনই বলছে, ‘গাজায় গণহত্যা চলছে’

ফিলিস্তিন সংকট সমাধান: সবার দৃষ্টি জাতিসংঘের বিশ্ব সম্মেলনে

পররাষ্ট্র উপদেষ্টা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুর্নব্যক্ত করে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের একমাত্র পথ হিসেবে ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। 

গাজা পুনর্গঠনে আরব পরিকল্পনাকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে গাজা পুনর্গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে প্রস্তত রয়েছে। তিনি গাজায় জাতিসংঘের ত্রাণ বিতরণ কার্যক্রম বাধা দেয়ার যেকোনো প্রচেষ্টা সর্বাত্বকভাবে প্রতিরোধ করার আহ্বান জানান।

২০২৩ সালের অক্টোবরের পর হতে গাজায় অব্যাহত ইসরায়েলি আক্রমণের প্রেক্ষাপটে ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি একাত্মতা প্রকাশ এবং একটি স্থায়ী সমাধানের পথ সুগম করতে জাতিসংঘের সদস্যদের সমর্থন পুনর্ব্যক্ত করার জন্য ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ‘জাতিসংঘ হাইলেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর দ্য পিসফুল সেটেলমেন্ট অব দ্য কোয়েশ্চেন অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু-স্টেট সল্যুশন’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের এই সম্মেলন আয়োজন করা হয়।

এতে বাংলাদেশসহ ১১৮টি দেশের প্রতিনিধিদল অংশগ্রহণ করছে।

ঢাকা/হাসান/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • আমাদের কাছে এসে সমস্যার কথা বলছে মানুষ: মির্জা ফখরুল
  • ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষায় পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
  • ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
  • গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬০ হাজার ছাড়াল
  • গণহত্যার বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি রেজাউল করীমের
  • শেখ হাসিনা যে অপরাধ করেছে, পাকিস্তানি সেনাবাহিনীও তা করে নাই: আসিফ নজরুল
  • মানুষের প্রয়োজনে না এলে সেই সংস্কার কাজে আসবে না: মির্জা ফখরুল