‘সংসার সাজাতে গিয়ে সংসারই শেষ হয়ে গেছে’
Published: 7th, March 2025 GMT
দুই ছেলে আর দুই মেয়েকে নিয়ে ছিল আবুল হাশেম ও মোমেনা বেগমের সংসার। অসুখে মারা যান ছোট ছেলে। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। বড় ছেলে মোমিনুল ইসলামকে নিয়েই চলছিল সংসার। নাতি-নাতনিদের নিয়ে চলে যাচ্ছিল সংসার।
সংসার সাজানোর স্যানিটারি পণ্য কিনতে গুলিস্তানের সিদ্দিকবাজারে গিয়েছিলেন মোমিনুল ইসলাম এবং তার স্ত্রী নদী বেগম। কিন্তু বিস্ফোরণে দু'জনই মারা যান। তার পরিবার বলছে ‘সংসার সাজাতে গিয়ে সংসারটাই শেষ হয়ে গেছে।’
গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে এ বিস্ফোরণ ঘটে ২০২৩ সালের ৭ মার্চ। এতে ২৬ জন নিহত হন। তাদের মধ্যে মোমিনুল-নদী দম্পতিও রয়েছেন।
মোমিনুলের চাচা জয়নাল আবেদীন বলেন, “বড় ভাইয়ের ছোট ছেলে রোগে মারা গেছেন। বড় ছেলেকে আঁকড়েই বেঁচে ছিলেন। কিন্তু সেই ছেলেটাও মারা গেলো। তার স্ত্রীও মারা গেছে। তাদের দুইটা সন্তান আছে। তারা তাদের দাদা-দাদীর কাছেই বড় হচ্ছে। তাদের নিয়ে বেঁচে আছেন ভাই ও ভাবী। দুইটা ছেলেই মারা গেছেন। এতে তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।”
তিনি বলেন, “সংসার সাজানোর জন্য বাসার বেসিন, কল, বেসিনের সামনের গ্লাস কিনতে সেদিন তারা গিয়েছিলেন। সংসার সাজাতে গিয়ে তো সংসারটাই ধ্বংস হয়ে গেছে। ছেলে-মেয়েরা তাদের বাবা-মাকে হারালো। আমার ভাই তার সন্তানকে হারালো।”
সেদিনের ঘটনা উল্লেখ করে জয়নাল আবেদীন বলেন, “বিকেল ৩ টার দিকে চকবাজারের ইসলামবাগের নিজেদের বাসা থেকে তারা বের হয়। সেখানে আমার ভাগ্নের একটা দোকান আছে। তার সাথে পরামর্শ করে জিনিসপত্র কিনতে যায়। এরপর থেকে আর তাদের কোনো খবর নাই। আছরের নামাজের পর সন্ধ্যা হয়ে গেছে। সন্দেহ ঢুকে যায়। পরে মেডিকেলে লোক পাঠাই। সেখানে ওদের লাশ পাই।”
তিনি বলেন, “আছরের নামাজের পরে রাস্তায় দাঁড়িয়ে থাকি। কতজনকে দেখি দৌড়াদৌড়ি করতেছে জীবন বাঁচাতে। ধুলোয় কিছু বোঝা যায় না। সামনে দিয়েই ভাতিজা ও তার বউয়ের লাশ নিয়ে গেছে। একটু টেরও পেলাম না। বিস্ফোরণে তাদের চেহারা বিকৃত হয়ে গেছে।”
জয়নাল আবেদীন বলেন, “দুই বছর হয়ে গেলো। কত জন তাদের স্বজন হারালো আমাদের মতো। বিচার পেলাম না। দোষীদের বিচার চাই আমরা।”
২০২৩ সালের ৭ মার্চ বিকেলে বংশালের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ২৬ জন। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে ৯ মার্চ মামলা দায়ের করেন বংশাল থানার সাব-ইন্সপেক্টর পলাশ সাহা। থানা পুলিশ, ডিবি পুলিশের পর মামলার তদন্ত করছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
ঢাকা/মামুন/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৭৮০ কোটি টাকা মুনাফা করেছে পূবালী ব্যাংক
বেসরকারি খাতের পূবালী ব্যাংক ২ হাজার কোটি টাকার রেকর্ড পরিচালন মুনাফা করলেও বছর শেষে ব্যাংকটির নিট মুনাফা হাজার কোটি টাকা ছাড়ায়নি। গত বছর শেষে পূবালী ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে ৭৮০ কোটি টাকা। ২০২৩ সালে ব্যাংকটি নিট মুনাফা করেছিল ৬৯৮ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা ৮২ কোটি টাকা বা প্রায় ১২ শতাংশ বেড়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় গত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি গত বছরের জন্য লভ্যাংশও অনুমোদন করা হয় গতকালের এই সভায়। গত বছরের জন্য ব্যাংকটি ২৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। যার মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০২৩ সালেও ব্যাংকটি একই হারে শেয়ারধারীদের লভ্যাংশ দিয়েছিল।
ব্যাংকসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালে পূবালী ব্যাংক ঋণের সুদ থেকে ১ হাজার ৫১৩ কোটি টাকা আয় করেছে। বিনিয়োগ, কমিশন, মুদ্রা বিনিময় ও ব্রোকারেজ থেকে আয় করেছে ২ হাজার ৭২১ কোটি টাকা। তাতে সব মিলিয়ে আয় হয় ৪ হাজার ২৩৫ কোটি টাকা। বিদায়ী বছরে বেতন-ভাতাসহ নানা খাতে খরচ হয় ১ হাজার ৯৩৩ কোটি টাকা। ফলে পরিচালন মুনাফা হয় ২ হাজার ৩০১ কোটি টাকা। ব্যাংকটি বিদায়ী বছরে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করে ৯৬১ কোটি টাকা। এরপর কর পরিশোধের পর নিট বা প্রকৃত মুনাফা হয় ৭৮০ কোটি টাকা।
জানতে চাইলে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘ভবিষ্যতের কথা বিবেচনায় আমরা চাহিদার বেশি নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করেছি। বাংলাদেশ ব্যাংক এই পরামর্শ দিয়েছে। খেলাপির তুলনায় বেশি সঞ্চিতি রাখার মাধ্যমে ব্যাংকটির ভিত্তি মজবুত করা হয়েছে।
ব্যাংক সূত্রে জানা যায়, ২০২৪ সালে পূবালী ব্যাংকের আমানত বেড়ে হয়েছে ৭৪ হাজার ৫২৩ কোটি টাকা। এ সময়ে ঋণ বেড়ে দাঁড়ায় ৬২ হাজার ৯২৫ কোটি টাকা। আর খেলাপি ঋণের হার কমে নেমে এসেছে ২ দশমিক ৬৭ শতাংশে। ব্যাংকটির পরিশোধিত মূলধন এখন ১ হাজার ১৫৬ কোটি টাকা। আর কর্মীর সংখ্যা ১০ হাজার ৬৭৮। সারা দেশে ৫০৮টি শাখা ও ২২৭টি উপশাখা রয়েছে ব্যাংকটির। বর্তমানে বেসরকারি খাতে সবচেয়ে বেশি নেটওয়ার্ক পূবালী ব্যাংকের।