জুলাই গণ–অভ্যুত্থানে নারীরাই সামনের সারিতে ছিলেন। এখন সেই নারীদের বেঁচে থাকাই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিবাদ করলে মবের শিকার হতে হচ্ছে। গোষ্ঠীবদ্ধ হয়ে নারীদের হয়রানি করা হচ্ছে। নারীর প্রতি এই বিদ্বেষের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারও নীরব। বাংলাদেশকে পরিবর্তনের জায়গায় নিতে হলে নারীদের আরও সক্রিয় ও সোচ্চার হতে হবে।

আজ ৮ মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সংহতি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।

রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘নারীমুক্তির আকাঙ্ক্ষা: গণ–অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা’ শিরোনামে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে সবাই এক হয়েছিল। এখন নারী বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়ানো গেছে, কিন্তু ফ্যাসিজম রয়ে গেছে। একটি শক্তিশালী গোষ্ঠী নারীদের সক্রিয় উপস্থিতি সহ্য করতে পারে না। সম্প্রতি লালমাটিয়ায় ধূমপান করাকে কেন্দ্র করে মব (উচ্ছৃঙ্খল জনতার দল) সৃষ্টি করে দুই নারীকে মারধর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওড়না নিয়ে এক ছাত্রীকে হেনস্তা, মাগুরার শিশু ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনা উল্লেখ করে নারীর নিরাপত্তাহীনতা ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

মতবিনিময় সভায় অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, পোশাক, ধূমপান হচ্ছে উসিলা। অনেক বড় শক্তিশালী একটি গোষ্ঠী আছে, যারা নারীদের স্বাধীনতা, সক্রিয় উপস্থিতি সহ্য করতে পারে না। তারা চায় নারী নির্জীব ও অধীনস্থ থাকবে। তাই যেসব কাজে ওই গোষ্ঠীগুলোর আপত্তি আছে—যেমন খেলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, রাজনীতি, সেসব বিষয়ে নারীদের আরও সক্রিয় হতে হবে। গণ–অভ্যুত্থানের পর যে পরিস্থিতি হয়েছে, তা নিয়ে অনেকের হতাশা রয়েছে, যা যুক্তিযুক্ত নয়। স্বৈরাচার পতনের লক্ষ্য নিয়ে ঐক্য ছিল, স্বৈরাচার পতনের মধ্য দিয়ে সেই লক্ষ্য অর্জিত হয়েছে। কাঠামোগত পরিবর্তনের কোনো লক্ষ্য ছিল না। নারীর বিষয়কে সামনে এনে সেই ঐক্য তৈরি করতে হবে।

নারী নিপীড়নের অভিযোগ প্রসঙ্গে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, এসব অভিযোগের বিরুদ্ধে সরকারের সরব ভূমিকা দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের সময় বলা হতো, বিএনপি–জামায়াত চক্রান্ত করছে। তাহলে সরকারে ছিল কী কারণে? অন্তর্বর্তী সরকারের জন্যও এটা প্রযোজ্য। চক্রান্ত হলে তারা কী করছে?

অভ্যুত্থানের সময় দেয়াললিখন—গ্রাফিতিতে লিঙ্গীয়, জাতিগত, শ্রেণিগত বৈষম্য নিরসনের আকাঙ্ক্ষার প্রকাশ ছিল উল্লেখ করে সে আকাঙ্ক্ষা ধরে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নারী সংহতির সভাপতি শ্যামলী শীল বলেন, সংঘবদ্ধ নারীবিদ্বেষী তৎপরতা দেখা যাচ্ছে। ব্যক্তিগত নিপীড়ন থেকে ঘটনার শুরু হচ্ছে। নারী যখন প্রতিবাদ করছে, তখন তার বিরুদ্ধে সংঘবদ্ধ চক্র জুটে যাচ্ছে। যেভাবে নিপীড়ন ও হয়রানি করা হচ্ছে, তা রীতিমতো ভীতিকর। এ ধরনের পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তা গ্রহণযোগ্য নয়। পুরোনো সরকারের মতোই তাঁর বক্তব্য। প্রতিবাদী নারীদের নানাভাবে ‘ট্যাগিং’ করা হচ্ছে। রাষ্ট্র সেখানে নীরব ভূমিকা পালন করছে।

সভায় অংশ নিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সীমা আক্তার বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে নারীরাই সামনের সারিতে ছিলেন। ৫–৬ আগস্টের পর থেকেই একটু একটু করে নারীদের স্বপ্ন ভাঙতে শুরু করে। নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় এসেছে। এখন নারীদের বেঁচে থাকাই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিবাদ করলে মবের শিকার হতে হচ্ছে, গোষ্ঠীবদ্ধ হয়ে হয়রানি করা হচ্ছে।

কণ্ঠশিল্পী কৃষ্ণকলি ইসলাম বলেন, আন্দোলনে সাংস্কৃতিক কর্মকাণ্ড সাহসী উপকরণ হিসেবে কাজ করে। রাজনৈতিকভাবে সংস্কৃতি কর্মীদের বাজেভাবে ব্যবহার করা হয় ও পরে ছুড়ে ফেলা হয়। এবারও তাই হয়েছে। চারপাশে বৈষম্যের কোনো ঘাটতি নেই। ছাত্রদের যে রাজনৈতিক দল হয়েছে, সেখানে অন্য ধর্মের মানুষের উপস্থিতি নেই, নারীদের উপস্থিতি কম।

অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান নারীগ্রন্থ–প্রবর্তনার পরিচালক সীমা দাস সীমু। তিনি বলেন, নারী নির্যাতন বন্ধে এ সরকার ব্যর্থ হয়েছে। তাঁর প্রশ্ন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এই সরকারকে পরাজিত শক্তি ব্যর্থ দেখাতে চাইছে কি না।

সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোশাহিদা সুলতানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাতেমা সুলতানা শুভ্রা, শৈশব–এর প্রতিষ্ঠাতা ফারহানা মান্নান, জাসদ-রবের সহসভাপতি তানিয়া ফেরদৌসী, সমাজতান্ত্রিক নারী জোটের সহসভাপতি ফারজানা জামান, সংস্কৃতি কর্মী ঋতু সাত্তার, আইনজীবী সাদিয়া আরমান, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা প্রমুখ।

সভা সঞ্চালনা করেন নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ।

সভায় নারীর সমান মজুরি, রাজনীতিতে অংশগ্রহণ বাড়ানো, গৃহকর্মীদের নিরাপত্তা এবং তৃণমূল থেকে শুরু সব পর্যায়ের নারীদের ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র র উপস থ ত র জন ত

এছাড়াও পড়ুন:

সাজেকে নিহত খুবি শিক্ষার্থী রিংকীর মরদেহ নেওয়া হবে গাইবান্ধা

খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সেশনাল ট্যুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী মোছা. রুবিনা আফসানা রিংকীর মরদেহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তার বাড়ি গাইবান্ধায় নেওয়া হবে।

এছাড়া শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছে। একই সাথে এদিন সকল ক্লাস-পরীক্ষাও বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘‘খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সেশনাল ট্যুরের সময় রাঙামাটির সাজেক যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী মোছা. রুবিনা আফসানা রিংকী নিহত হন। দুর্ঘটনায় নিহত রুবিনা আফসানা রিংকির মরদেহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের বাড়ি গাইবান্ধায় নেওয়া হবে। এই দুর্ঘটনায় আরো কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদেরকে দ্রুত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তিনজনকে চট্টগ্রামে স্থানান্তর করা হচ্ছে ।”

তিনি বলেন, “এই শোকাবহ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছে, সকল ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি এবং বান্দরবানের সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ছাত্রদের সঙ্গে শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। তিনি নিজে এবং সহকারী পরিচালকসহ কর্মকর্তারা খাগড়াছড়ি রওনা হয়েছেন।”

খুলনা বিশ্ববিদ্যালয়ের মসজিদসহ সকল উপাসনালয়ে নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন তিনি। 

এদিকে, সাজেকে শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের সেশনাল ট্যুর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার কাকলি রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ ৪র্থ বর্ষ টার্ম-২ এর সেশনাল ট্যুরে অংশগ্রহণরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময়ে আরো কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। শিক্ষার্থীর এই অকাল মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল দূরপাল্লার সেশনাল ট্যুর স্থগিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে চান্দের গাড়ি পাহাড়ের খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন। এসময় আহত হয়েছেন আরো ১১ জন। বুধবার দুপুর ১২টার দিকে সাজেকের হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুবিনা আফসানা রিংকী খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতরা সবাই একই বিভাগের শিক্ষার্থী।

ঢাকা/নুরুজ্জামান/এস

সম্পর্কিত নিবন্ধ