আইপিএলের সময়ে সিরিজ, পাকিস্তানের বিপক্ষে কাদের নিয়ে খেলতে নামছে নিউজিল্যান্ড
Published: 11th, March 2025 GMT
এবারের আইপিএল শুরু ২২ মার্চ। এর ৬ দিন আগে শুরু পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, শেষ হবে ২৬ মার্চ। সাংঘর্ষিক সূচির কারণে পাকিস্তান সিরিজে খেলবেন না কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।
স্যান্টনারের অবর্তমানে পাকিস্তান সিরিজে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। গত বছর এপ্রিলে এই পাকিস্তানের বিপক্ষেই দলকে প্রথমবার নেতৃত্ব দেন ব্রেসওয়েল।
শুধু স্যান্টনার নয়, এই সিরিজে থাকছেন না লকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপসও। বলা যায় দ্বিতীয় সারির দল নিয়েই পাকিস্তানের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড।
নিজ দেশকে নেতৃত্ব দেওয়া সত্যিই বড় সম্মান এবং গর্বের বিষয়।মাইকেল ব্রেসওয়েলব্রেসওয়েলসহ চ্যাম্পিয়নস ট্রফি খেলা ৭ জন ক্রিকেটার আছেন পাকিস্তান সিরিজের নিউজিল্যান্ড দলে। দলে ফিরেছেন স্পিনার ইশ সোধি। চোটের সঙ্গে লড়াই করা পেসার বেন সিয়ার্সকেও দলে রাখা হয়েছে।
তিনি চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামতে পারেননি। ফিরেছেন ফিন অ্যালেন, জিমি নিশাম এবং টিম সাইফার্ট। কাইল জেমিসন ও উইল ও'রুর্ককে সিরিজের প্রথম তিনটি ম্যাচের জন্য দলে রাখা হয়েছে। পেসার ম্যাট হেনরি থাকবেন শেষ দুই ম্যাচের জন্য।
আরও পড়ুনহার্দিকের মুখে ‘ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং’১ ঘণ্টা আগেঘরের মাঠে প্রথমবার নেতৃত্ব দিতে যাওয়া ব্রেসওয়েল বলেছেন, ‘নিজ দেশকে নেতৃত্ব দেওয়া সত্যিই বড় সম্মান এবং গর্বের বিষয়। আমি গত বছর পাকিস্তানে দলকে নেতৃত্ব দিতে দারুণ উপভোগ করেছিলাম, এবং সেই সফরের অনেক খেলোয়াড় এবারও দলে থাকছেন, সত্যিই ভালো লাগছে।’
বাবর–রিজওয়ান নেই পাকিস্তান দলে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব র সওয় ল
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা