জাতীয় লিগের বেতনভুক্ত ১০০ ক্রিকেটারের তালিকায় রাখা হয়নি আল আমিন জুনিয়রকে। ৩১ বছর বয়সী এ ক্রিকেটার চুক্তি থেকে বাদ পড়ার কারণ বুঝতে পারছেন না। এক সাবেক ক্রিকেটারের পরামর্শে সাবেক নির্বাচক হান্নান সরকারের কাছে বাদ পড়ার কারণটা জানতে চান আল আমিন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ মিলিয়ে একটা ব্যাখ্যা দেন তিনি। সব শুনে আল আমিন উদাস দৃষ্টিতে দূরে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। এর পর চলে গেলেন একাডেমি মাঠে অনুশীলনের জন্য।

প্রথম শ্রেণির ক্রিকেটারদের চেয়েও বেশি হতাশ কেন্দ্রীয় চুক্তি পাওয়া কয়েকজন ক্রিকেটার। সৌম্য সরকার যেমন হতাশ হয়েছেন নিজেকে ‘সি’ গ্রেডে দেখে। মন খারাপ জাকের আলীরও। শামীম হোসেন পাটোয়ারিকে ভবিষ্যৎ বিবেচনায় রাখা হয়নি। কারও কারও মতে এবারের কেন্দ্রীয় চুক্তি বৈষম্যমূলক।

বিসিবির কেন্দ্রীয় চুক্তির একটি কাঠামো ছিল। অভিজ্ঞতা, বর্তমান পারফরম্যান্স ও ভবিষ্যৎ মাথায় রেখে মার্কিং করে কেন্দ্রীয় চুক্তির তালিকা করা হতো পয়েন্টের ভিত্তিতে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বর্তমান নির্বাচক কমিটি বৈজ্ঞানিক সে পদ্ধতি অনুসরণ করেনি।

গাজী আশরাফ হোসেন লিপু নিজেদের মতামতের ভিত্তিতে ক্রিকেটারদের ক্যাটেগরি নির্ধারণ করেছেন বলে অভিযোগ। কেন্দ্রীয় চুক্তিতে থাকা এক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পেস বোলারদের মূল্যায়ন করছে, সেটা খুবই ভালো। কারণ তারা সব ম্যাচ খেলার সুযোগ পাবে না। তাদের ভালো গ্রেডে রাখা নিয়ে কোনো আপত্তি নেই। সমস্যা হলো কেউ কেউ জাতীয় দলকে ভালো সার্ভিস দেওয়ার পরও তাদের নিচের গ্রেডে রাখা হয়েছে। এটা তো বৈষম্য তৈরি করবে।’

এ অভিযোগের ব্যাপারে জানার চেষ্টা করেও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে ফোনে পাওয়া যায়নি। নির্বাচক আব্দুর রাজ্জাকও ফোন ধরেননি। তবে হান্নান সরকার একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন এভাবে, ‘এ চুক্তিতে আমার স্বাক্ষর আছে। দেশের ক্রিকেটের স্বার্থের কথা বিবেচনা করে গ্রেডিং করা হয়েছে। নাহিদ রানা দেশের সেরা একজন ফাস্ট বোলার। সে তিন সংস্করণে খেলবে। এ কারণে তাকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।’

নাহিদ রানা টেস্ট ও ওয়ানডে খেলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ দলে থাকলেও অভিষেক হয়নি। তাঁর তুলনায় জাকের আলীর পয়েন্ট বেশি হওয়ার কথা। তিন সংস্করণে খেলা উইকেটরক্ষক এ ব্যাটারের পারফরম্যান্সও ভালো।

লিপুদের নির্বাচিত জাতীয় দল যে বর্তমানে ভালো ক্রিকেট খেলছে না, তা ফলের দিকে তাকালেই বোঝা যায়। পারফরম্যান্সের দোহাই দিয়ে অভিজ্ঞ লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে ভালো করতে পারছে না লিপুর নির্বাচিত দল। আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ৫০ ওভারের খেলায়। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে একটি টেস্ট জিতেছে ও লিটনের নেতৃত্বে টি২০ সিরিজ।

এ পরিস্থিতিতে ২০২৬ সালের টি২০ আর ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে বিসিবি যখন জাতীয় দল গড়ার পরিকল্পনা বা গাইডলাইন তৈরি করার উদ্যোগ নিয়েছে, সে মুহূর্তে কেন্দ্রীয় চুক্তি জাতীয় দল নির্বাচক প্যানেলের পছন্দে হয়েছে বলে অভিযোগ।

সাবেক এক নির্বাচক বলেন, ‘এখন থেকে নির্বাচকদের সমীহ করে চলতে হবে  ক্রিকেটারদের। কারণ কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার নির্বাচিত হবেন নির্বাচকদের পছন্দে; এবার যেটা হয়েছে। আগের গাইডলাইন ফেলে দিয়ে তারা নিজেরা যাকে যেখানে নেবেন বলে ঠিক করেছেন, তারই প্রতিফলন ঘটেছে গ্রেডিংয়ে।’ এ অভিযোগের সত্যতাও যাচাই করা যায়নি নির্বাচকরা ফোন না ধরায়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ম য সরক র জ ত য় দল

এছাড়াও পড়ুন:

ধোনি কেন আইপিএল ছাড়তে পারছেন না: পেছনে হাজার কোটি টাকার খেলা

বয়স ৪৪, শরীরও আর আগের মতো চলছে না। তবু মহেন্দ্র সিং ধোনি আইপিএল ছাড়েননি। সর্বশেষ মৌসুমে খেলেছেন, শোনা যাচ্ছে, পরের মৌসুমেও খেলবেন। অথচ তাঁর মাঠের পারফরম্যান্স বলছে, সময় ফুরিয়েছে। তবু তিনি খেলে যাচ্ছেন কেন? ক্রিকেট ছাড়তে পারছেন না তাই? নাকি খ্যাতির মোহ? সত্যিটা এসবের চেয়েও বড়—ধোনি এখন শুধুই একজন ক্রিকেটার নন, তিনি একটি বিশাল অর্থনৈতিক ইকোসিস্টেমের মূল স্তম্ভ, যাঁর বিদায় মানে অনেক কিছুর ধস।

চলুন দেখা যাক, কীভাবে ধোনির একটুখানি মাঠে থাকা বদলে দেয় বিশাল অঙ্কের হিসাব।২৩ কোটি ৫০ লাখ ডলারের ব্র্যান্ড ভ্যালু

২০২৫ আইপিএল ছিল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) জন্য ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসেই সবচেয়ে বাজে মৌসুম। পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে থেকে মৌসুম শেষ করেছে তারা। কিন্তু অবাক হওয়ার মতো ব্যাপার, এর কোনো প্রভাবই পড়েনি সিএসকের ব্র্যান্ড ভ্যালুতে; বরং সামান্য বেড়েছে!
হুলিহ্যান লোকির ‘আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি ২০২৫’ প্রতিবেদন বলছে, ২০২৫ সালে সিএসকের ব্র্যান্ড ভ্যালু বেড়ে হয়েছে ২৩ কোটি ৫০ লাখ ডলার, যা ২০২৪ সালে ছিল ২৩ কোটি ১০ লাখ ডলার। যদিও আইপিএলের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজির র‍্যাঙ্কিংয়ে চেন্নাই ১ নম্বর থেকে তিনে নেমে গেছে, কিন্তু সেটা পুরোপুরি মাঠের পারফরম্যান্সের কারণে নয়।
তুলনা করে দেখা যাক—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) প্রথমবার আইপিএল জেতায় তাদের ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে ২৬ কোটি ৯০ লাখ ডলারে, উঠে এসেছে ১ নম্বরে। অথচ সিএসকে কিছু না করেই সেরা তিনে আছে শুধু একজনের জন্য—ঠিক ধরেছেন, এম এস ধোনি!

আরও পড়ুনফিক্সিং, বিদ্রোহ এবং ষড়যন্ত্রে ভরা ড্রেসিংরুম: পাকিস্তান ক্রিকেটের অস্থির অধ্যায়২৭ জুলাই ২০২৫দর্শকসংখ্যায় ‘ধোনি ইফেক্ট’

২০২৩ আইপিএলের একটি মুহূর্তই বলে দেয়, ধোনির উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র ৩ বল খেলেছিলেন ধোনি, করেছিলেন ১২ রান। তাতেই ওটিটি প্ল্যাটফর্মে ভিউয়ারশিপ পৌঁছায় ১ কোটি ৭০ লাখে, যা ছিল সে মৌসুমের সর্বোচ্চ। এমনকি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ১ কোটি ৬০ লাখ ভিউয়ারকেও ছাপিয়ে গিয়েছিল ধোনির সেই ৩ বল স্থায়ী ইনিংসটা!
টিএএম মিডিয়া রিসার্চ বলছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ধোনি দিনে গড়ে বিভিন্ন প্লাটফর্মে ১৪ ঘণ্টা স্ক্রিন টাইম ধরে রেখেছেন। ২০২৪ সালে তিনি ৪২টি ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন, যা অমিতাভ বচ্চন (৪১) ও শাহরুখ খানের (৩৪) চেয়েও বেশি।

মহেন্দ্র সিং ধোনি

সম্পর্কিত নিবন্ধ

  • স্বপ্নের দোরগোড়ায় দাঁড়িয়ে জুয়েল, অর্থাভাবে অনিশ্চিত ভুটান যাত্রা
  • রোনালদোর অদম্য ক্ষুধা, দুর্দান্ত পারফরম্যান্সে জেতালেন আল-নাসরকে
  • ৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা
  • অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ 
  • ধোনি কেন আইপিএল ছাড়তে পারছেন না: পেছনে হাজার কোটি টাকার খেলা