বিশ্বকাপ বাছাইপর্বে মেয়েদের ম্যাচ কবে, কোথায়
Published: 14th, March 2025 GMT
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে জয় না পাওয়ায় নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। আগামী ৯ এপ্রিল লাহোরে পর্দা উঠবে বাছাইপর্বের লড়াইয়ের। তবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল মাঠে নামবে টুর্নামেন্টের দ্বিতীয় দিন, ১০ এপ্রিল। ওই দিন লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ থাইল্যান্ড।
দলের দ্বিতীয় ম্যাচ ১৩ এপ্রিল, আয়ারল্যান্ডের বিপক্ষে। দিবারাত্রির ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এরপর ১৫ এপ্রিল একই ভেন্যুতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৭ এপ্রিল লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচও হবে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে। মূল লড়াইয়ের আগে ৫ ও ৭ এপ্রিল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।
ছয় দলের অংশগ্রহণে রাউন্ড রবিন পদ্ধতিতে হবে বাছাইপর্ব। পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল পাবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার টিকিট। ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। তবে পাকিস্তান যদি বিশ্বকাপে জায়গা করে নেয়, তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব শ বক প ব ছ ই ব ছ ইপর ব
এছাড়াও পড়ুন:
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।
পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।