রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের মধ্যে বৃষ্টি হয়েছে আজ সোমবার। ঢাকার আকাশে দুপুরের দিকে ঘনিয়ে আসা মেঘ বৃষ্টির আভাস দিচ্ছিল। বিকেল পৌনে চারটার দিকে দমকা হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে রাজধানীতে। ঢাকায় তেমন বৃষ্টি না ঝরলেও রাজশাহী, বগুড়াসহ দেশের পশ্চিমাঞ্চলে এক মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি হয়েছে মাদারীপুর ও কুমিল্লায়ও।

এই বৃষ্টি জনজীবনে গরম থেকে স্বস্তি দেওয়ার পাশাপাশি আমের ফলনের জন্য ভালো হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে ছালমা বলেন, আজকের বৃষ্টি আমের জন্য খুবই ভালো হয়েছে। এতে আমের গুটির বোঁটা শক্ত হবে। আম ঝরা কমে যাবে। এই মুহূর্তে এই বৃষ্টি দরকার ছিল।

কৃষকেরাও রাজশাহীতে আমের জন্য এই সামান্য বৃষ্টি ভালো লক্ষণ বলে জানিয়েছেন। রাজশাহীর পুঠিয়ার মাহবুব আলম প্রায় ১০ বিঘা জমিতে আম চাষ করেছেন। এখন তাঁর বাগানে আমের মুকুল থেকে গুটি হয়ে গেছে। তিনি বলেন, আজ সকালের বৃষ্টিতে আমের পাতায় ও আমের গুটিতে থাকা ধুলাবালু ধুয়ে গেছে। এই বৃষ্টি আমের জন্য ভালো। আম ঝরা কমবে।

ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরলেও এ সময়ে শীতল হাওয়া গরমের অনুভূতি থেকে স্বস্তি দিয়েছে। গ্রীন রোডের বাসিন্দা পাপড়ি রহমান প্রথম আলোকে বলেন, গরমের মধ্যে এ বৃষ্টিতে একটু শান্তি লাগছে। রোজার মধ্যে গরম বাড়লে কষ্ট বাড়ে। আরও কয়েকটা দিন বৃষ্টি হলে মন্দ হতো না।

চৈত্রের দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দেয় জনজীবনে। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ