অত্যাধুনিক প্রযুক্তি এবং হেভি-ডিউটি পারফরম্যান্সের মাধ্যমে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন সুশীতল বাতাসের নিশ্চয়তায় আধুনিক প্রযুক্তির এসি ‘হায়ার’। গরমের তীব্রতায় অন্যতম ভরসা হলো শক্তিশালী, বিদ্যুৎসাশ্রয়ী ও স্বাস্থ্যকর এয়ারকন্ডিশনার। গ্লোবাল নম্বর ওয়ান মেজর অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার এবার নিয়ে এসেছে হেভি-ডিউটি পারফরম্যান্স প্রযুক্তি, যা আরও দ্রুত ও শক্তিশালী কুলিং নিশ্চিত করে, পরিবেশ রাখে স্বাস্থ্যকর এবং আপনাকে দেবে সুশীতল আরামদায়ক বাতাসের নিশ্চয়তা।

হায়ার এসির বৈশিষ্ট্য

১.

হেভি-ডিউটি পারফরম্যান্স: নতুন আপগ্রেডেড হেভি-ডিউটি পারফরম্যান্স প্রযুক্তি হায়ার এসির শীতল করার ক্ষমতা আরও বাড়িয়েছে। প্রচণ্ড গরমেও এটি দ্রুত ঠান্ডা বাতাস সরবরাহ করতে সক্ষম, ফলে যেকোনো পরিবেশে আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত হয়।

২. সুপার আইএফডি এয়ার পিউরিফায়ার: সুপার আইএফডি ফিল্টার বাতাসের পিএম ২.৫ (PM 2.5) ধূলিকণা ও অ্যালার্জেন দূর করে, ফলে ঘরের বাতাস আরও বিশুদ্ধ হয়। এই প্রযুক্তি ধুলাবালি, ধোঁয়া এবং অন্যান্য ক্ষতিকারক উপাদান ফিল্টার করে, যা শ্বাসপ্রশ্বাসের সমস্যা প্রতিরোধে সহায়ক।

৩. ইউভিসি-প্রো জেনারেটর: ইউভিসি-প্রো জেনারেটর ব্যাকটেরিয়া, ভাইরাস ও অন্যান্য জীবাণু ধ্বংস করে বিশুদ্ধ বাতাস নিশ্চিত করে। এটি বিশেষভাবে কার্যকর; কারণ এটি বাতাস বিশুদ্ধ করার পাশাপাশি জীবাণুমুক্ত পরিবেশও তৈরি করে।

৪. সেলফ ক্লিনিং প্রযুক্তি: হায়ার এসির সেলফ ক্লিনিং ফিচার স্বয়ংক্রিয়ভাবে এসির ভেতরের ধুলাবালি, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস পরিষ্কার করে। এর ফলে এসির পারফরম্যান্স আরও ভালো হয় এবং দীর্ঘদিন পরিষ্কার বাতাস নিশ্চিত করে।

৫. ওয়াই-ফাই স্মার্ট কন্ট্রোল: হায়ার এসির স্মার্ট ওয়াই-ফাই কন্ট্রোল ফিচার আপনাকে যেকোনো স্থান থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে এসি নিয়ন্ত্রণের সুবিধা দেয়। ফলে অফিসে বা বাইরে থাকলেও আপনি এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন, যা আরামের অভিজ্ঞতা আরও সহজ করে তোলে।

৬. ইনভার্টার প্রযুক্তি: হায়ার ইনভার্টার এসি শক্তিসাশ্রয়ী ও দ্রুত শীতল করার ক্ষমতাসম্পন্ন। এতে রয়েছে স্মার্ট ইনভার্টার কম্প্রেসর, যা দ্রুত কুলিং নিশ্চিত করে এবং বিদ্যুৎসাশ্রয় করে।

৭. ৪-ডি অটো সুইং: হায়ার এসির ফোর-ডি (4-D) এয়ারফ্লো ডিজাইন ঘরের প্রতিটি কোণে সমানভাবে ঠান্ডা বাতাস ছড়িয়ে দেয়। ফলে ঘর আরও দ্রুত শীতল হয় এবং দীর্ঘক্ষণ স্বাচ্ছন্দ্য বজায় থাকে।

৮. সুপার কোয়াইট অপারেশন: ঘুম বা কাজের সময় বাড়তি শব্দ একদমই পছন্দ নয়? হায়ার এসির সুপার কোয়াইট অপারেশন নিশ্চিত করে শব্দহীন কার্যক্ষমতা, যা বিশেষ করে রাতে আরামদায়ক পরিবেশ তৈরি করে।

পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত প্রযুক্তি

হায়ার এসিতে ব্যবহৃত হেপা ফিল্টার ও হাইজিন ফিল্টার ৯৯.৯৮ শতাংশ ধুলাবালি ও অ্যালার্জেন অপসারণ করে। এ ছাড়া এতে ব্যবহৃত আর-থার্টিটু (r-32) রেফ্রিজারেন্ট গ্যাস পরিবেশবান্ধব, যা ওজোনস্তরের ক্ষতি করে না এবং গ্লোবাল ওয়ার্মিং কমায়।
নিরাপত্তা ও দীর্ঘস্থায়িত্ব

হায়ার এসিতে রয়েছে অটো-ডায়াগনোসিস সিস্টেম, যা যেকোনো সমস্যা হলে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে এবং এসির ডিসপ্লেতে ত্রুটির কোড দেখায়। এতে দ্রুত সমস্যার সমাধান করা যায় এবং এসির স্থায়িত্ব বাড়ে। এ ছাড়া গোল্ড ফিন প্রযুক্তি মরিচা ও ক্ষয় প্রতিরোধ করে, ফলে এসির কার্যক্ষমতা দীর্ঘদিন বজায় থাকে।

বিদ্যুৎসাশ্রয় এবং স্মার্ট এনার্জি কন্ট্রোল

হায়ার ইনভার্টার এসি ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎসাশ্রয়ী, যা আপনার মাসিক বিদ্যুৎ বিল কমিয়ে আনবে। এতে রয়েছে ইকো মোড, যা প্রয়োজন অনুসারে বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করে।

বিক্রয়োত্তর সেবা

হায়ার এসির সঙ্গে থাকছে ১২ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি, চার বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি।

গ্লোবাল নম্বর ওয়ান মেজর অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ারের এসি এবার আরও শক্তিশালী হেভি-ডিউটি পারফরম্যান্স প্রযুক্তির মাধ্যমে এনে দিচ্ছে আরও আরামদায়ক শীতলতা।
তাই এখনই কিনুন এবং নিশ্চিত করুন শীতল, স্বাস্থ্যকর ও আরামদায়ক পরিবেশ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রফরম য ন স হ য় র এস র স স ব স থ যকর ন শ চ ত কর ইনভ র ট র পর ব শ ক ষমত

এছাড়াও পড়ুন:

তাইজুলকে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত বোলার’ বললেন তামিম

চট্টগ্রাম টেস্টে আজ প্রথম দিনে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৬০ রানে ৫ উইকেট পেয়েছেনতাইজুল ইসলাম। টেস্টে এ নিয়ে ১৬তমবার ইনিংসে ৫ উইকেট পেলেন  বাংলাদেশের বাঁহাতি স্পিনার। প্রথম দিনের খেলা শেষে তাইজুলের প্রশংসা করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তামিম ইকবাল।

আরও পড়ুনতাইজুলের মনে হয় না তারা খেলা বোঝে১ ঘণ্টা আগে

বাংলাদেশের সাবেক অধিনায়কের পেজে তাইজুলের একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত (আন্ডাররেটেড) বোলার। এখন খেলা অন্য বোলারদের পরিসংখ্যান দেখুন, তাহলে আমার কথাটা বুঝতে পারবেন। আরেকবার ৫ উইকেট নিয়ে দারুণ খেলেছ তাইজুল।’

২০১৪ সালের সেপ্টেম্বরে টেস্ট ও ডিসেম্বরে ওয়ানডে অভিষেক তাইজুলের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ২০১৯ সালে। ওয়ানডে (২০) ও টি-টোয়েন্টির (২) চেয়ে টেস্ট ম্যাচই (৫২) বেশি খেলেন তাইজুল। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টেস্টে প্রথম দিনের পারফরম্যান্সসহ মোট ৫৩ টেস্টে এ পর্যন্ত ২২৪ উইকেট নিয়েছেন তাইজুল। তাঁর টেস্ট সংস্করণের পারফরম্যান্সটা যাচাই করে দেখা যায়।

এখনো যাঁরা খেলছেন তাঁদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নাথান লায়নের। অস্ট্রেলিয়ার অফ স্পিনারের টেস্ট অভিষেক ২০১১ সালে। তাইজুলের টেস্ট অভিষেকের সময় থেকে লায়নের পারফরম্যান্স—   ১০৩ টেস্টে ২৯.৪৮ গড়ে ৪৪১ উইকেট। মোট ২৪ বার ৫ উইকেট নিলেও তাইজুলের অভিষেকের পর থেকে ১৯ বার ৫ উইকেট নেন লায়ন। তবে অস্ট্রেলিয়া দল বাংলাদেশের চেয়ে অনেক বেশি টেস্ট খেলায় লায়ন এ সময়ে তাইজুলের চেয়ে অনেক বেশি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। বোলিং গড় এবং স্ট্রাইকরেটে লায়ন ও তাইজুলের মাঝে ব্যবধান বেশি না। তাইজুলের বোলিং গড় ৩১.৫৬, স্ট্রাইক রেট ৬১.৯, যেখানে লায়নের স্ট্রাইকরেট ৬১.৬ ও গড় ৩০.১৯।

আরও পড়ুনতাইজুলের ভেলকি, শেষ সেশনে গেল ৭ উইকেট২ ঘণ্টা আগে

ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন। টেস্টে তার অভিষেক ২০১১ সালে। তাইজুলের টেস্ট অভিষেক থেকে এই সংস্করণে ৮৫ ম্যাচে ২২.৮৪ গড়ে ৪৩০ উইকেট নেন অশ্বিন। এ সময়ে ২৮ বার পেয়েছেন ৫ উইকেট। অস্ট্রেলিয়ার মতো ভারতও বেশি বেশি টেস্ট খেলায় স্বাভাবিকভাবেই এ সময়ে তাইজুলের তুলনায় বেশি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন অশ্বিন।

ভারতের আরেক স্পিনার রবীন্দ্র জাদেজার ক্ষেত্রেও একই কথা খাটে। তাইজুলের অভিষেকের দুই বছর আগে টেস্টে অভিষেক জাদেজার। তাইজুলের অভিষেকের সময় থেকে এ পর্যন্ত ৬৮ টেস্টে ২৭৮ উইকেট নিয়েছেন জাদেজা। তবে তাঁর চেয়ে এ সময়ে বেশি সংখ্যকবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। জাদেজা এ সময়ে ৫ উইকেট নিয়েছেন ১৩ বার, তাইজুল নিয়েছেন ১৬ বার।

তাইজুল ৫ উইকেট নেওয়ার পর তাঁকে জড়িয়ে ধরেন অধিনায়ক নাজমুল

সম্পর্কিত নিবন্ধ

  • মিরাজে দুর্দান্ত জয় বাংলাদেশের
  • আজিজুল হাকিমের অলরাউন্ড পারফরম্যান্স, কলম্বোয়ও হেসেছে বাংলাদেশ
  • ‘বাজপাখি’ মার্তিনেজের বাজে ফর্ম, আর্জেন্টিনার জন্য কতটা দুশ্চিন্তার
  • সমালোচকরা খেলা বোঝে না!—আক্ষেপ তাইজুলের
  • তাইজুলকে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত বোলার’ বললেন তামিম
  • বার্সেলোনা ও পিএসজি ছাড়া যে কীর্তি গড়ার সুযোগ নেই এবার আর কারও