প‌বিত্র রমজান উপল‌ক্ষে সুলভমূ‌ল্যে চালুকৃত মাংস, ডিম, দুধের বিক্রয় মূল্য সমন্বয় ও প‌রি‌ধি বৃ‌দ্ধি ক‌রে‌ছে সরকার। এখন‌ থে‌কে সারাদেশে ডিম (প্রতি ডজন) ১০৮ টাকার স্থলে ১০০ টাকা, ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা এবং গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা মূল্যে বিক্রয় করা হবে।

তাছাড়া বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা শহরে অতিরিক্ত ২৩টি, নারায়ণগঞ্জ শহরে ৩টি এবং ৭টি বিভাগীয় দপ্তরে ১৪টি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রয় কার্যক্রমের পরিধি বৃদ্ধি করা হয়েছে।

শ‌নিবার মৎস ও প্রা‌ণিসম্পদ মন্ত্রণাল‌য়ের এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উ‌দ্যো‌গে পবিত্র রমজান মাসে মাংস, ডিম, দুধ ইত্যাদি সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারাদেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

১৯ মার্চ ২০২৫ পর্যন্ত ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সারাদেশের ৩,৯৬,৫৮৬ জন পুরুষ, ২,১২,৮৪৪ জন মহিলা মোট ৬,০৯,৪৩০ ক্রেতার মাঝে সুলভ মূল্যে ১৯ কোটি ৮৩ লক্ষ ৫৪ হাজার ৭৬৮ টাকা মূল্যের দুধ, ডিম, ড্রেসড ব্রয়লার, গরু ও খাসীর মাংস বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ফলশ্রুতিতে সারাদেশে মাংস, ডিম, দুধ ইত্যাদির সরবরাহ ও মূল্য স্থিতিশীল রয়েছে।

যে সকল স্থানে জুলাই বিপ্লবের সময় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সে সকল স্থানকে অগ্রাধিকার প্রদান করে ১ রমজান থেকে ঢাকা শহরের ২৫টি স্থানে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চালু রয়েছে।

চলমান বিক্রয় কেন্দ্র ২৫টিঃ

সচিবালয়ের পাশে, খামারবাড়ী (ফার্মগেট), ষাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন (আজিমপুর),  নয়াবাজার (পুরান ঢাকা), বনশ্রী, হাজারীবাগ (সেকশন), আরামবাগ (মতিঝিল),  মোহাম্মদপুর (বাবর রোড), কালশী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিকনগর),  শাহাজাদপুর (বাড্ডা),  কড়াইল বস্তি, বনানী,  কামরাঙ্গীর চর,  খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে),  নাখাল পাড়া (লুকাস মোড়),  সেগুন বাগিচা (কাঁচা বাজার), বসিলা (মোহাম্মদপুর),  উত্তরা (হাউজ বিল্ডিং), রামপুরা (বাজার),  মিরপুর ১০, কল্যাণপুর (ঝিলপাড়), তেজগাঁও,  পুরান ঢাকা (বঙ্গবাজার) এবং কাকরাইল।

ঢাকা মহানগর এবং নারায়ণগঞ্জে অতিরিক্ত ২৬টি স্থানের তালিকাঃ

ঢাকা মহানগরঃ আসাদ গেট (টাউন হল),  লালমাটিয়া মহিলা কলেজ,  শংকর প্লাজা, জিগাতলা (কায়সার সুইটমিট), আজিমপুর (তিন নং গেট), নিউ পল্টন, এ্যালিফেন্ট রোড (ইস্টার্ন মল্লিকার সামনে),  জুরাইন কাঁচা বাজার,  আটিবাজার,  গাবতলী মাজার রোড,  মিরপুর ৬ নং বাজার, শেওড়াপাড়া,  কচুক্ষেত বাজার, উত্তরা আজমপুর কাঁচা বাজার, মেরুল বাড্ডা,  মগবাজার মোড়,  গ্রীন রোড, বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের পিছনে, বাসাবো বৌদ্ধ মন্দির, মধ্যবাড্ডা লিং রোড, জোয়ার সাহারা,  উত্তরা খালপাড়, রামপুরা হাজীপাড়া এবং লালবাগ এতিমখানা।

নারায়ণগঞ্জঃ ডিসি অফিস চাঁনমারি,  চাষাড়া চত্ত্বর এবং তারকার মাঠ কুতুবপুর।

ঢাকা/নঈমুদ্দীন/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর রমজ ন

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ডাঃ মাসুদ করিমের মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দপ্তর সম্পাদক ও ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ মাসুদ করিমের মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বাদজুম্মা সিদ্ধিরগঞ্জের ৩নং ওর্য়াডের বটতলা রসুলবাগ এলাকায় এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির সকল স্তরের নেতাকর্মীসহ এলাকাবসী অংশগ্রহণ করে।

বিএনপি নেতা ডাঃ মাসুদ করিমের মায়ের জানাজায় অংশগ্রহণ করেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়েতে ইসলামীর প্রার্থী ডা. ইকবাল হোসাইন ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ডি,এইচ,বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, সহ-সভাপতি কাজী শাকিল, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনিসহ সর্বস্তরের জনগণ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপরে হামলার প্রতিবাদে মহানগর বিএনপির মিছিল
  • হত্যার মিশন নিয়ে ভারতে বসে কর্মকাণ্ড চালাচ্ছেন শেখ হাসিনা : সজল
  • নাসিক ৬নং ওয়ার্ড বিএনপিকে বিতর্কিত করছে আওয়ামী দোসর সামাদ ও রনি
  • কেপিএমে চার দিন বাদে ফের ‌‘ব্যালটের কাগজ’ ছাপা শুরু
  • সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ডাঃ মাসুদ করিমের মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত
  • নতুন মাদক এমডিএমবি জব্দ, চক্রের হোতাসহ গ্রেপ্তার ৪
  • কমেছে সবজির দাম, বেড়েছে মাছের দাম
  • বাজারে বাড়তি পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার বসার দাবি উচ্ছেদ হওয়া হকারদের
  • কম্পিউটার বাজারে র‍্যামের সরবরাহে ঘাটতি