ফটকের সামনে মাটির স্তূপ। সেখানে পড়ে আছে ময়লা–আবর্জনা ও বৈদ্যুতিক তার। ভেতরে দুটি শৌচাগারের কমোড ভেঙে পড়েছে। বাইরে বেসিন ও বসার চেয়ার ভাঙা। বাতি ও সীমানাপ্রাচীরের ওপরে থাকা পূর্ব দিকের লোহার রেলিং চুরি হয়েছে। এটি একটি স্মৃতিসৌধের অবস্থা। দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে আছে স্মৃতিসৌধটি।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধটির অবস্থান। ‘মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্প’–এর অধীন স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। তবে জাদুঘর নির্মাণ করা হয়নি।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সোহাগপুর গ্রামে গিয়ে দেখা যায়, স্মৃতিসৌধটি রাস্তা থেকে চার–পাঁচ ফুট উঁচু। স্মৃতিসৌধের সামনে মাটির স্তূপ। সেখান আবর্জনা ও বৈদ্যুতিক তার পড়ে রয়েছে। কিছু গাছপালা আছে। প্রধান ফটকে তালা ঝুলছে। দুই থেকে তিন ফুট উচ্চতার সীমানাপ্রাচীর টপকে ভেতরে গিয়ে প্রধান ফটকের দুই পাশে অতিথিদের বসার জন্য চারটি আসন রয়েছে। কিন্তু আসন চারটির পেছনের হেলান দেওয়ার অংশটি নেই। দুই পাশে দুটি শৌচাগার থাকলেও দরজা নেই, কমোড ভেঙে পড়ে আছে, ভেতরে ময়লা–আবর্জনার স্তূপ। বাইরে থাকা দুটি বেসিন, বাতি, বৈদ্যুতিক তারের বক্স ও প্রধান ফটক থেকে স্মৃতিসৌধ পর্যন্ত যেতে রাস্তার দুই পাশে চারটি দুই থেকে আড়াই ফুট উচ্চতার স্টিলের পাইপ রয়েছে। সেখান বৈদ্যুতিক তার থাকলেও চারটি বাতির একটিও নেই। সীমানাপ্রাচীরের ওপরের উত্তর–পূর্ব দিকের লোহার রেলিংয়ের কিছু অংশ কেউ খুলে নিয়ে গেছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের’ আওতায় ব্রাহ্মণবাড়িয়ায় চারটি প্রকল্প বাস্তবায়ন করার কথা। প্রতিটির নির্মাণে ব্যয় ৩৫ লাখ টাকা নির্ধারণ করা হয়। চারটি প্রকল্পের মধ্যে আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর ও আশুলিয়া স্মৃতি মেমোরিয়াল, নবীনগরের বড়াইল ইউনিয়নের খা’র ঘাট ও বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের কৃষ্ণনগরে। চারটির মধ্যে আশুগঞ্জের আশুলিয়া স্মৃতি মেমোরিয়াল প্রকল্পের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই নামে কোনো প্রকল্প উপজেলায় নেই বলে দাবি করে স্থানীয় এলজিইডি।

এলজিইডির আশুগঞ্জ উপজেলা প্রকৌশলী পৃথুল ভৌমিক প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় আশুগঞ্জে মুক্তিযুদ্ধের একটি স্মৃতিসৌধ নির্মাণ হয়েছে।

আশুগঞ্জ উপজেলার সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মো.

হাশেম প্রথম আলোকে বলেন, ‘উপজেলার বাহাদুরপুর থেকে সোহাগপুর হয়ে ওয়াপদা পর্যন্ত পাকিস্তানিদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমি সোহাগপুরে যুদ্ধ করেছিলাম। এখানে জায়গা না পাওয়ায় একটি প্রকল্প ফিরে গেছে। মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ অযত্ন ও অবহেলার কারণ—বাজেট না থাকা।’

মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে নেই কোনো আয়োজন। গতকাল মঙ্গলবার

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ দ ঘর ন র ম ণ প রকল প র উপজ ল র

এছাড়াও পড়ুন:

হস্তক্ষেপ নয়, পর্যবেক্ষণ ও সহযোগিতায় বিশ্বাসী টিম ডিরেক্টর রাজ্জা

সংবাদ সম্মেলন তখন শেষ। আব্দুর রাজ্জাককে মনে করিয়ে দেওয়া হলো, ‘‘বাংলাদেশ দলের টিম ডিরেক্টর কিন্তু টসেও ইনপুট দিতেন। আপনি কি…?’’ রাজ্জাক মুখে হাসি আটকে রাখেন। এই পদে আসন্ন আয়ারল‌্যান্ড সিরিজে দায়িত্ব পাওয়া রাজ্জাক স্রেফ এতোটুকুই বলতে পারেন, ‘‘আমাদের থেকে এমন কিছু কখনোই দেখতে পারবেন না। আমরা নতুন কিছু নিয়ে ভাববো।’’ 

জাতীয় দলকে নিয়ে সেই ভাবনা থেকেই ‍আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড একজনকে টিম ডিরেক্টর নিয়োগ দিয়েছে। সাম্প্রতিক সময়ের জাতীয় পুরুষ দলের ব‌্যর্থতার কারণে আলোচনা হচ্ছিল, ক্রিকেট পরিচালনা বিভাগের ওপরে একটি ছায়া বিভাগ থাকবে যারা সরাসরি জাতীয় দল পর্যবেক্ষণ করবে।

সেই ছায়া বিভাগে সাবেক ক্রিকেটাররাই থাকবেন। প্রথম টিম ডিরেক্টর হিসেবে রাজ্জাক পেলেন দায়িত্ব। কেন টিম ডিরেক্টর নিয়োগ দেওয়ার প্রয়োজন অনুভব হলো সেই প্রশ্ন করা হয় তাকে। নাজমুল হাসান বোর্ড সভাপতির দায়িত্বে থাকার সময় টিম ডিরেক্টর পদটি বেশ আলোচনার জন্ম দিয়েছিল। সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ এই দায়িত্ব পালন করেছেন বিশ্বকাপসহ বেশ কয়েকটি সিরিজে। দলের সঙ্গে গভীরভাবে মিশে যেতেন তিনি। টস থেকে শুরু করে টিম মিটিংয়ে দিতেন ইনপুট। যা নিয়ে পরবর্তীতে অভিযোগ করেছিলেন কোচ ও অধিনায়ক।

তবে রাজ্জাক নিজের কাজ, পরিধি এবং দায়িত্ব সম্পর্কে সচেতন বলেই নিশ্চিত করলেন,"অন্যান্য যে কোনো টিম ডিরেক্টরের মতোই হবে আমার কাজ। আমি সব কিছু পর্যবেক্ষণ করব, সব কিছুতে নজর রাখব। আর কখনও যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমার কোনো সহযোগিতা প্রয়োজন, তাহলে সেটিও দেওয়ার চেষ্টা করব। তাদের সাহায্য প্রয়োজন হলে আমি করব।"

"ক্রিকেট বোর্ডের মনে হয়েছে, দলের সঙ্গে একজন টিম ডিরেক্টর থাকলে ভালো হবে। এই পদটি কিন্তু আগেও ছিল। অনেক দিন ধরেই ছিল। সাম্প্রতিক সময়ে বোর্ড পরিচালকের সংখ্যা কম থাকায় হয়তো দলের সঙ্গে কেউ যায়নি। তবে এর আগে প্রায় সিরিজেই দলের সঙ্গে টিম ডিরেক্টর থাকত।" - যোগ করেন তিনি।

ঢাকা/ইয়াসিন 

সম্পর্কিত নিবন্ধ