চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় নুরুল ইসলাম তালুকদার (৭০) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটার মীরের খিল বাজারে নিজের তেলের দোকানে কুপিয়ে ও হামলায় আহত করা হয় নুরুল ইসলামকে। তিনি সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মীরের খিল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের বড় ছেলে। পেশায় ব্যবসায়ী নুরুল ইসলাম তালুকদার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে নুরুল ইসলামের দোকানে হামলা চালান সাত থেকে আটজনের একটি সন্ত্রাসী দল। সন্ত্রাসীরা তাঁকে দোকান থেকে বের করে প্রকাশ্যে বেধড়ক মারধর করেন এবং কুপিয়ে জখম করে চলে যান। সন্ত্রাসীরা চলে যাওয়ার পরও ভয়ে কেউ দীর্ঘক্ষণ কাছে যাননি। প্রায় আধা ঘণ্টা সড়কে পড়ে থাকার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা নুরুল ইসলাম তালুকদারের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে শুনেছি। তবে পারিবারিক বিরোধের বিষয়টিও শোনা যাচ্ছে।’

এদিকে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম শিফাতুল মাজদার আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ঘটনার বিষয়ে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ কিংবা মামলা পাওয়া যায়নি। পরিবার মামলা দিলে পুলিশ নেবে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র ল ইসল ম

এছাড়াও পড়ুন:

নিজ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

সাভারে তোশকে মোড়ানো যুবকের লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বকুল বেগম বাড়িতে একা বসবাস এবং ভিক্ষা করে চলতেন। দুপুরে এক প্রতিবেশী বৃদ্ধার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে ঘরের জানাল দিয়ে উঁকি দিয়ে তার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জেনেছি। তার আপনজন বলতে কেউ নেই। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/অলোক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ