ওয়াক্‌ফ বিল নিয়ে বিজেপির চিন্তা কিছুটা বাড়িয়ে দিল শরিক দল তেলুগু দেশম পার্টি (টিডিপি)। অন্ধ্র প্রদেশের এই গুরুত্বপূর্ণ শরিক দলের নেতা চন্দ্রবাবু নাইডু গতকাল শুক্রবার মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে জানিয়েছেন, ওয়াক্‌ফ সম্পত্তি রক্ষায় তিনি দায়বদ্ধ। রাজ্যের ওয়াক্‌ফ সম্পত্তির চরিত্র নষ্ট হয়, এমন কিছু তিনি হতে দেবেন না।

কেন্দ্রীয় মোদি সরকারের অস্তিত্ব রক্ষায় টিডিপির সমর্থন জরুরি। সেই দলের সর্বময় কর্তার এমন মন্তব্য বিজেপিকে কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে। সরকার আগেই তার ইচ্ছার কথা জানিয়ে বলেছিল, ঈদের পর সংসদের যে চার দিন অধিবেশন বাকি থাকবে, সেখানে ওয়াক্‌ফ বিল পেশ ও পাস করা হবে। আগামী শুক্রবার সংসদের বাজেট অধিবেশন শেষ হচ্ছে।

যেসব স্থাবর ও অস্থাবর সম্পত্তি আল্লাহর নামে নিবেদিত, সেগুলোকে ওয়াক্‌ফ সম্পত্তি বলা হয়। সেই সম্পত্তি হস্তান্তরযোগ্য নয়। রাজ্য ও কেন্দ্রের ওয়াক্‌ফ বোর্ড সেসব সম্পদ নিয়ন্ত্রণ করে। ভারতে ৯ দশমিক ৪০ লাখ একরজুড়ে থাকা ৮ দশমিক ৭০ লাখ সম্পত্তি নিয়ন্ত্রণ করে ওয়াক্‌ফ বোর্ড। এই বিপুল সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ কোটি রুপি।

ওয়াক্‌ফ বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের অভিযোগ শোনা গেছে। অভিযোগ নিরসনে কেন্দ্রীয় সরকার ওয়াক্‌ফ (সংশোধনী) বিল আনে। খসড়া বিলটি বিবেচিত হয় সংসদের দুই কক্ষের সদস্যদের নিয়ে গঠিত যুগ্ম সংসদীয় কমিটিতে (জেপিসি)। বিরোধীদের আপত্তি অগ্রাহ্য করে শুধু সরকার পক্ষের সদস্যদের আনা ১৪টি সংশোধনী গ্রহণ করে এই অধিবেশনে সরকার তা পেশ ও পাস করাতে চাইছে।

সরকারের আনা বিলে দেশের সর্বত্র ওয়াক্‌ফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় সরকারের ভূমিকা রাখা হয়েছে। বিরোধীদের অভিযোগ, বিলটি অসাংবিধানিক। এর মাধ্যমে সরকার মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে।

গত বছরের আগস্টে এই বিল সরকার সংসদে পেশ করেছিল। সেই সময় টিডিপি কিছু প্রশ্নও তুলেছিল। তবে বিজেপির সদস্য জগদম্বিকা পালকে চেয়ারম্যান করে গঠিত জেপিসিতে বিলটি নিয়ে আলোচনার সময় টিডিপি তেমন একটা আপত্তি জানায়নি। এখন চূড়ান্ত বিল পেশ হওয়ার সময় টিডিপি মুসলিমদের পাশে থাকার বার্তা দিচ্ছে রাজনৈতিক কারণে।

জনগণনার পর জনসংখ্যার নিরিখে লোকসভার আসন বৃদ্ধি হলে দক্ষিণের ক্ষতি হওয়ার বিষয়টি তুলে ধরে বিরোধীরা জোটবদ্ধ হয়েছে। অন্ধ্র প্রদেশ একমাত্র দক্ষিণি রাজ্য, যারা ওই প্রচেষ্টার সরাসরি বিরোধিতা করেনি। এতে রাজ্যে টিডিপি কিছুটা কোণঠাসা। সেই কারণে মনে করা হচ্ছে, মুসলিম সমাজ যাতে দলের বিরোধিতা না করে, সে জন্য চন্দ্রবাবু নাইডু এই ভূমিকা নিতে চাইছেন। এক ইফতার অনুষ্ঠানে ওয়াক্‌ফ সম্পত্তি নিয়ে দলের দায়বদ্ধতার কথা জানানোর পাশাপাশি মুসলিমদের জন্য তিনি কী কী করেছেন, সে তথ্যও বিস্তারে বলেছেন।

টিডিপির এই ভূমিকা বিরোধীদের কিছুটা স্বস্তি দিয়েছে। কংগ্রেস মনে করছে, চন্দ্রবাবু সম্ভবত রাজনৈতিক বিপদটা বুঝতে পেরেছেন। বিজেপিও বোঝার চেষ্টা করছে, নাইডুর বাধ্যবাধকতা কতটা।

পাশাপাশি বিজেপি বিহারের অবস্থাও বোঝার চেষ্টা করছে। নাইডু বিরোধিতার রাস্তায় গেলে বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা নীতীশ কুমারও সেই পথ ধরতে পারেন। সে ক্ষেত্রে বিলটি রাজ্যসভায় মুখ থুবড়ে পড়বে। তাতে বিজেপির সম্মানহানি হবে।

চলতি বছরের শেষে বিহার বিধানসভার ভোট। ওয়াক্‌ফ প্রসঙ্গে মুসলিম ভোট বিজেপি ও তার শরিকদের বিরুদ্ধে একজোট হলে বিজেপির কাছে সেটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিহারে শুধু নীতীশের দল জেডিইউ নয়, এলজেপি নেতা চিরাগ পাসোয়ানও মুসলিমদের সমর্থনের জন্য ওয়াক্ফ বিলের বিরোধিতা করতে পারেন। ভোটের আগে ওয়াক্‌ফ বিল পাস করানোর মতো এত বড় একটা ঝুঁকি বিজেপি কি নেবে?

ওয়াক্‌ফ বিলের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ ঈদের আগে শেষ শুক্রবার জুম্মার নামাজে মুসলিমদের কালো ব্যাজ পরার অনুরোধ করেছিলেন অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মহম্মদ ফজলুর রহিম মুজাদ্দিদি। বিজেপির প্রতি ভারতের মুসলিম সমাজ এমনিতেই সদয় নয়। তবু সেই সমাজের অনগ্রসর ‘পসমন্দা’ শ্রেণির মুসলিমদের কাছে টানতে বিজেপি বেশ কিছু দিন ধরেই সক্রিয়।

তবে বিজেপির একাংশের ধারণা, ওয়াক্‌ফ বিল পাস হলে গোটা মুসলিম সমাজই বিরূপ হবে। বিরোধিতার রাস্তায় নামবে। কারণ, তারা মনে করবে, সেটা হবে তাদের স্বাধীন ধর্মাচরণে কেন্দ্রীয় সরকারের সরাসরি হস্তক্ষেপ। এই হস্তক্ষেপ দেশের অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় সংগঠনের ক্ষেত্রে নেই।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র র

এছাড়াও পড়ুন:

শিপন ও শাওনের মায়ের মৃত্যু এনইউজের দোয়া 

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য শিপন আহমেদ ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওনের মমতাময়ী মা মৌলুদা খান মজলিস এর মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কোরান খতম এবং বাদ মাগরিব দোয়া মাহফিল ও শোকসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শরিফউদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকসদুল আলম খন্দকার খোরশেদ, জাতীয় নাগরিক পার্টির নির্বাহী কমিটির সদস্য আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ট্রেজারার আনিসুর রহমান জুয়েল, সময় টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি শওকত এ সৈকত, প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মুজিবুল হক পলাশ, প্রনব রায়, পাপ্পু ভট্রাচার্য, হাবিবুর রহমান শ্যামল, শাহাদাৎ হোসেন স্বপন, প্রবীন সাংবাদিক ইউসুফ আলী এটম, নাহিদ আজাদ, স্বপন চৌধুরী, তানভীর হোসেন, কামাল হোসেন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম প্রমুখ।

পরে দোয়া ও মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফেজ মোহাম্মদ আতিকুল ইসলাম।

সম্পর্কিত নিবন্ধ