সারা বছর বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকে। তাদের সহায়তার জন্য নিয়মিত এ আয়োজন।

১. বর্তমান বিশ্বে স্বল্পোন্নত দেশের (এলডিসি) সংখ্যা—৪৪টি।

২. বিশ্বে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়— ১৯৭১ সালে ।

৩. বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি)  তালিকায় যুক্ত হয়—১৯৭৪ সালে।

৪. বাংলাদেশ বিশ্বব্যাংকের ‘নিম্ন আয়ের দেশ’ পর্যায় থেকে ‘নিম্ন মধ্যম আয়ের দেশ’–এ উত্তীর্ণ হয়—১ জুলাই ২০২৫।

৫.

২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও দুটি দেশ— লাওস ও নেপাল।

৬. বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের দিন নির্ধারণ করা হয়েছে—২০২৬ সালের ২৪ নভেম্বর।

৭. বিশ্বে গত পাঁচ দশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি)  থেকে বের হয়েছে মাত্র—৮টি দেশ। দেশগুলো হলো: ভুটান, বতসোয়ানা, কেপ ভার্দে, ইকুইটোরিয়াল, গিনি, মালদ্বীপ, সামোয়া, ভানুয়াতু, সাও টোমো অ্যান্ড প্রিন্সেপ।

৮. জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত —ইউক্রেনে ।

৯.  ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের  ‘রাজু ভাস্কর্য’এর ভাস্করের নাম—শ্যামল চৌধুরী।

১০. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা রেল সেতুতে ট্রেন চালানো যাবে ঘণ্টায় সর্বোচ্চ— ২৫০ কিমি গতিতে।

১১. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা রেল সেতুর দৈর্ঘ্য—৪.৮ কিলোমিটার।

১২. দেশের সবচেয়ে বড় রেল সেতু রূপসা রেল সেতু (দৈর্ঘ্য ৫ দশমিক ১৩ কিমি) চালু হয়—৬ সেপ্টেম্বর ২০২২ সালে।

১৩. বাংলাদেশে বর্তমানে ‘পরিবেশবান্ধব’ সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা—১৪০টি।

১৪. বিশ্বে শীর্ষ ১০০টি পরিবেশবন্ধব কারখানার মধ্যে বাংলাদেশের সংখ্যা—৬৬টি।

১৫. বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ  ই–কমার্স প্রতিষ্ঠান—আমাজন ।

১৬. ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর ছিল—২০২৪ সাল।

১৭. বিশ্বে ২০২৪ সালের সবচেয়ে শীর্ষস্থানীয় সুখী দেশ—ফিনল্যান্ড।

১৮. সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১০ ফেব্রুয়ারি ২০২৫ চালু হয়—রেল বাস।

১৯. ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী  ‘বিশ্ব সরকার সম্মেলন’ অনুষ্ঠিত হয়— আরব আমিরাতে দুবাই ।

২০. USAID–এর পূর্ণ নাম—United States Agency For International Development.    

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এলড স

এছাড়াও পড়ুন:

অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে সরকারি চাকরি বিধি লঙ্ঘন, তথ্য গোপন, অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ ও বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। 

বিষয়টি নিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর গত ১৫ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের নাগরিক শাহেদ আলম নামে এক ব্যক্তি।

অভিযোগে বলা হয়েছে, গোলাম কিবরিয়া সরকারি কর্মকর্তা হয়েও তথ্য গোপন করে বেসরকারি পাসপোর্ট (নং A০১২৬৬৬১২) সংগ্রহ করেছেন, যা সরকারি চাকরি বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। ওই পাসপোর্ট ব্যবহার করে তিনি একাধিকবার কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণ করেছেন। 

অভিযোগকারী দাবি করেন, তিনি ২০২৪ ও ২০২৫ সালের বিভিন্ন সময়ে কানাডা সফর করেছেন, যার কোনো অনুমোদন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নেননি। 

অভিযোগে উল্লেখ করা হয়, সর্বশেষ ২০২৫ সালের ১৯ জুন কানাডা সফরের সময় তিনি প্রায় ৫০ হাজার মার্কিন ডলার সঙ্গে নিয়ে গিয়েছিলেন।

অভিযোগপত্রে আরো বলা হয়, গোলাম কিবরিয়া নিয়মিত বিদেশ ভ্রমণের নামে বিপুল পরিমাণ অর্থ পাচার করে কানাডায় সেকেন্ড হোম এবং ব্যবসায়িক বিনিয়োগ করেছেন। তার নামে সাড়ে ৭ হাজার কোটি টাকা পাচারের দুর্নীতির মামলাও চলমান রয়েছে। এমন অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখনো পদে বহাল থেকে প্রভাব খাটাচ্ছেন এবং যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

অভিযোগকারী বলেন, “তিনি একজন সরকারি কর্মকর্তা হয়েও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিয়মিত বিদেশে যাচ্ছেন, যা সরকারি চাকরি বিধিমালার সরাসরি লঙ্ঘন এবং গুরুতর শাস্তিযোগ্য অপরাধ।”

সূত্র জানায়, গোলাম কিবরিয়া গাজীপুর সিটি কর্পোরেশনের একজন বিতর্কিত কর্মকর্তা। তার নানা অনিয়ম ও দুর্নীতি এখন ওপেন সিক্রেট। তিনি দেশের সম্পদ বিদেশে পাচার করে কানাডায় স্থায়ী হওয়ার চেষ্টা করছেন। গাজীপুরবাসীর স্বার্থে এমন বেপরোয়া ও দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। 

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান বলেন, “লিখিত অভিযোগটি প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে। প্রশাসক মহোদয় বিষয়টি নিয়ে অবগত আছেন। তথ্য গোপন করে বিদেশ যাত্রা শাস্তিযোগ্য অপরাধ, প্রমাণ মিললে বিভাগীয় তদন্তে পাঠানো হবে।”

এ বিষয়ে জানতে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত আছি। অভিযোগ পাওয়ার পর তাকে শোকজ করা হয়েছিল এবং তিনি জবাবও দিয়েছেন। শোকজের প্রতিবেদনটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।”

এ বিষয়ে গোলাম কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা/রেজাউল/এস

সম্পর্কিত নিবন্ধ

  • অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতেই
  • নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই বইমেলার তারিখ ঘোষণা
  • যশোরে জিআই পণ্য খেজুর গুড় তৈরির রস সংগ্রহে গাছ প্রস্তুতির উদ্বোধন
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রাম, জেএসসি ছাড়াও ভর্তি
  • ইপিএফএল সামার রিসার্চ প্রোগ্রাম: আইএলটিএস ছাড়াই আবেদন
  • অনিরাপদ ওয়েবসাইটে ঢোকার আগে সতর্ক করবে গুগল ক্রোম
  • ২০২৬ সালে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম আরও ৭% কমতে পারে, বাংলাদেশে কেন কমছে না
  • ১০০ কোটি টাকার পাচারের অভিযোগ, জাহাঙ্গীরের নামে মামলা