সারা বছর বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকে। তাদের সহায়তার জন্য নিয়মিত এ আয়োজন।

১. বর্তমান বিশ্বে স্বল্পোন্নত দেশের (এলডিসি) সংখ্যা—৪৪টি।

২. বিশ্বে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়— ১৯৭১ সালে ।

৩. বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি)  তালিকায় যুক্ত হয়—১৯৭৪ সালে।

৪. বাংলাদেশ বিশ্বব্যাংকের ‘নিম্ন আয়ের দেশ’ পর্যায় থেকে ‘নিম্ন মধ্যম আয়ের দেশ’–এ উত্তীর্ণ হয়—১ জুলাই ২০২৫।

৫.

২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও দুটি দেশ— লাওস ও নেপাল।

৬. বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের দিন নির্ধারণ করা হয়েছে—২০২৬ সালের ২৪ নভেম্বর।

৭. বিশ্বে গত পাঁচ দশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি)  থেকে বের হয়েছে মাত্র—৮টি দেশ। দেশগুলো হলো: ভুটান, বতসোয়ানা, কেপ ভার্দে, ইকুইটোরিয়াল, গিনি, মালদ্বীপ, সামোয়া, ভানুয়াতু, সাও টোমো অ্যান্ড প্রিন্সেপ।

৮. জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত —ইউক্রেনে ।

৯.  ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের  ‘রাজু ভাস্কর্য’এর ভাস্করের নাম—শ্যামল চৌধুরী।

১০. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা রেল সেতুতে ট্রেন চালানো যাবে ঘণ্টায় সর্বোচ্চ— ২৫০ কিমি গতিতে।

১১. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা রেল সেতুর দৈর্ঘ্য—৪.৮ কিলোমিটার।

১২. দেশের সবচেয়ে বড় রেল সেতু রূপসা রেল সেতু (দৈর্ঘ্য ৫ দশমিক ১৩ কিমি) চালু হয়—৬ সেপ্টেম্বর ২০২২ সালে।

১৩. বাংলাদেশে বর্তমানে ‘পরিবেশবান্ধব’ সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা—১৪০টি।

১৪. বিশ্বে শীর্ষ ১০০টি পরিবেশবন্ধব কারখানার মধ্যে বাংলাদেশের সংখ্যা—৬৬টি।

১৫. বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ  ই–কমার্স প্রতিষ্ঠান—আমাজন ।

১৬. ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর ছিল—২০২৪ সাল।

১৭. বিশ্বে ২০২৪ সালের সবচেয়ে শীর্ষস্থানীয় সুখী দেশ—ফিনল্যান্ড।

১৮. সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১০ ফেব্রুয়ারি ২০২৫ চালু হয়—রেল বাস।

১৯. ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী  ‘বিশ্ব সরকার সম্মেলন’ অনুষ্ঠিত হয়— আরব আমিরাতে দুবাই ।

২০. USAID–এর পূর্ণ নাম—United States Agency For International Development.    

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এলড স

এছাড়াও পড়ুন:

মাতারবাড়ি কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ট্যারিফ অনুমোদন  

বাস্তবায়নাধীন মাতারবাড়ি ১ হাজার ২০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের  বিদ্যুতের ট্যারিফ নির্ধারণ করা হয়েছে। প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম পড়বে ৮.৪৪৭৫ টাকা। এ কেন্দ্র থেকে ৩০ বছর মেয়াদে বিদ্যুৎ কিনতে মোট ব্যয় হবে ২ লাখ ১৭ হাজার ৪ কোটি ৪০ লাখ টাকা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানিয়েছে, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩১ হাজার ৫৮৬ কোটি ৮৭ লাখ ৫৬ হাজার টাকা।

মাতারবাড়ি ৬০০¬X২ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদুৎকেন্দ্র ইতোমধ্যে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। এ কেন্দ্র থেকে উৎপাদিত সম্পূর্ণ বিদ্যুৎ কিনবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)। বাবিউবোর বোর্ড সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ কেনার জন্য সিপিজিসিবিএল ও বাবিউবোর মধ্যে ৩০ বছর মেয়াদে স্বাক্ষরিতব্য পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ট্যারিফ স্ট্রাকচার ও লেভেলাইজড ট্যারিফ কিলোওয়াট ঘণ্টা ৮.৪৪৭৫ টাকায় কেনার চুক্তি সম্পাদনের প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ কেনা হলে প্রতি বছর প্রায় ৭ হাজার ২৩৩ কোটি ৪৮ লাখ টাকা হিসাবে ৩০ বছর মেয়াদে সিপিজিসিবিএল-কে আনুমানিক ২ লাখ ১৭ হাজার ৪ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

বর্তমান ট্যারিফ কিলোওয়াট ঘণ্টা ৮.৪৪৭৫ টাকা। প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষে চূড়ান্ত ব্যয় হিসাব করে পুনরায় ট্যারিফ নির্ধারণ করা হবে।

সিপিজিসিবিএল সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। এর উৎপাদিত বিদ্যুৎ থেকে যে পরিমাণ লাভ হবে, তা সরকারের লাভ হিসেবে বিবেচিত হবে। 

প্রথম সংশোধিত ডিপিপি একনেকে অনুমোদিত হয় ২০২১ সালের  ২৩ নভম্বর। প্রকল্পের মেয়াদ ২০১৪ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রকল্পটি বাংলাদেশ সরকার ও সংস্থার নিজস্ব অর্থায়ন এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণে বাস্তবায়ন করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান জাপানের সুমিতোমো কর্পোরেশন, তোশিবা কর্পোরেশন ও আইএইচআই কর্পোরেশন।

ঢাকা/হাসনাত/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • সামাজিক মাধ্যমে ভুল তথ্যের ৪৫% রাজনৈতিক
  • ২০২৬ এশিয়ান গেমসেও থাকছে ক্রিকেট
  • ২০২৬ এশিয়ান গেমসেও থাকছে ক্রিকেট
  • ৩ বিমা কোম্পানির লভ্যাংশ ঘোষণা
  • ৪ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
  • প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ইউনিলিভার কনজ্যুমারের
  • ঢাবির ৪০ শতাংশ শিক্ষক আন্তর্জাতিক মানের: উপাচার্য
  • আনচেলত্তি ব্রাজিলের ডাগ আউটেই, চুক্তি চূড়ান্ত সই বাকি
  • মাতারবাড়ি কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ট্যারিফ অনুমোদন  
  • ৯ মাসে ওয়ালটনের মুনাফা হয়েছে ৬৯৬.৪৪ কোটি টাকা