বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) নিরাপত্তাঝুঁকিতে আছে বলে মত দিয়েছে এ–সংক্রান্ত কেপিআই কমিটি। কমিটির সদস্যরা সম্প্রতি পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের সাঙ্গে দেখা করে তাঁকে বিষয়ে অবহিত করেছেন। এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠিও দেওয়ার কথা বলা হয় কমিটি থেকে। এই চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন চেয়ারম্যান।

সরকার ঘোষিত কি–পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) সংস্থাগুলোতে ব্যক্তি প্রবেশাধিকার, নিরাপত্তা প্রহরীর কার্যবিধি ও অন্য সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে। কি–পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) ঘোষণা ও ব্যবস্থাপনার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত।

পিএসসির সূত্র জানায়, কেপিআই কমিটির সদস্যরা চেয়ারম্যানের কার্যালয়ে বলেন, পিএসসির ভেতরে যে সোনালী ব্যাংক আছে, তা নিরাপত্তাঝুঁকি তৈরি করছে। এখন যেহেতু সব চাকরির ফি অনলাইনে দেওয়া যায়, তাই সেভাবে এই ব্যাংক কাজে আসার কথা নয়। এই ব্যংকের অজুহাতে বাইরের লোক পিএসসির মতো গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশ করে নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। তাই এটি বিবেচনা করতে হবে। এ ছাড়া পিএসসির ভেতরে ডে–কেয়ার সেন্টারে মানুষের অবাধ প্রবেশ। বাইরের মানুষও এখানে প্রবেশ করতে পারে। সেটি নিরাপত্তায় ব্যাঘাত ঘটাচ্ছে। এটি অন্যত্র সরিয়ে নেওয়ার পক্ষে মত আসে। এ ছাড়া পিএসসি লাগোয়া বস্তি–দোকান, এখান থেকেও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা জানায় কমিটি। কমিটির সদস্যরা অনানুষ্ঠানিকভাবে ওসব উদ্বেগের কথা তুলে ধরে শিগগিরই আনুষ্ঠানিক চিঠি দেবেন বলে জানান।

আরও পড়ুন৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুনের মধ্যে০৮ এপ্রিল ২০২৫

মোবাশ্বের মোনেম কমিটির সদস্যদের বলেন, ব্যাংকের বিষয়টি তিনি কমিশনের সভায় অন্য সদস্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। ডে–কেয়ার সেন্টার তিনি তুলে দেওয়ার পক্ষে নন। তবে এতে প্রবেশ নিয়ন্ত্রণ, নজরদারি বাড়ানোর উদ্যোগ তিনি নেবেন। আর বস্তির বিষয়ে মানবিকতা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তবে এসবই আনুষ্ঠানিক চিঠি পেলে তাঁর কাজের সুবিধা হবে বলে জানান তিনি।

আরও পড়ুনবাংলাদেশী শিক্ষকদের জন্য যুক্তরাষ্ট্রের ফেলোশিপ টিইএ, করুন আবেদন২ মিনিট আগে

গত বছরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর পিএসসির নিরাপত্তা নিয়ন্ত্রণের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এতে কর্মকর্তা, কর্মচারীসহ অনেকে গ্রেপ্তার হন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ও পিএসসির নতুন কমিশন গঠনের পর কেপিআই কমিটি এ ধরনের উদ্বেগের কথা জানাল।

আরও পড়ুনচার বিসিএসের জট কাটিয়ে এক বছরে পরীক্ষা শেষ করার চিন্তা পিএসসির০৮ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কম ট র সদস ব যবস থ প এসস র প রব শ ক প আই

এছাড়াও পড়ুন:

পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও আইএসআই প্রধান মালিক

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। 

গত মঙ্গলবার মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জেনারেল মালিক আইএসআই মহাপরিচালক হিসেবে তার বর্তমান পদেও বহাল থাকবেন।২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তিনি এই পদে রয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন আইএসআই প্রধান একই সঙ্গে এনএসএ'র দায়িত্ব পেলেন। সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক উত্তেজনার মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক নতুন দায়িত্ব পাওয়ার খবর এলো। 

২০২২ সালের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের এনএসএ পদটি শূন্য ছিল। সে সময় মঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সম্পর্কিত নিবন্ধ