ডিএসইতে শেয়ার দর বাড়ার শীর্ষে হাইডেলবার্গ সিমেন্ট
Published: 12th, April 2025 GMT
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৬ থেকে ১০ এপ্রিল) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্য সিমেন্ট খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (১২ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে হাইডেলবার্গ সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২৬.
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়ার ফান্ডের ২৩.৫৩ শতাংশ, এবিবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২০.০০ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ১৮.০৬ শতাংশ, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ানের ১৭.১৪ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ১৬.৩৩ শতাংশ, এমবি ফার্মার ১৪.৯১ শতাংশ, বিডি ল্যাম্পসের ১৭.৪০ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৪.০৫ ও জেএমআই সিরিঞ্জের ১৩.৬১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ঢাকা/এনটি/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সূচকের উত্থানে মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। তবে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। বৃহস্পতিবার সকাল থেকেই ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেনের শুরু হয়। আর লেনদেনের শেষ মুহূর্ত পর্যন্ত তা অব্যাহত ছিল। তবে গত কয়েক মাসের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন অনেক কমে গেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১২২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৭.৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.৯৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৪১টি কোম্পানির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত আছে ৭২টির।
এদিন, ডিএসইতে মোট ৪৭৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫০৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৪.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮১১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১২.৫৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৮৬ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.৯৬ পয়েন্ট বেড়ে ৮৯৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩০.৭৪ পয়েন্ট কমে ১২ হাজার ৬৫১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৯টি কোম্পানির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত আছে ৩২টির।
সিএসইতে ১৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/ইভা