ইউক্রেনে আবারও রাশিয়ার হামলা জোরদার করায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন।

বৃহস্পতিবার মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে রুবিও-লাভরভ বৈঠক অনুষ্ঠিত হবে। খরব: এএফপি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই রুবিওর প্রথম এশিয়া সফর। এমন এক সময়ে তিনি এ সফর করছেন, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়াসহ বিশ্বজুড়েই বাণিজ্যযুদ্ধ আরও জোরদার করছেন এবং ইতিমধ্যে ২২টি দেশের ওপর পাল্টা অতিরিক্ত শুল্কারোপ করেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক রুবিও কুয়ালালামপুরে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে লাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে বুধবার রাতে রাশিয়ার হামলায় কিয়েভে অন্তত সাতজন আহত হয়েছেন। নগরের সামরিক প্রশাসন আজ সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 
ট্রাম্পের অভিযোগ, পুতিন ইউক্রেন নিয়ে আজেবাজে কথা বলছেন। তিনি ইউক্রেনকে আত্মরক্ষার জন্য আরও অস্ত্র দেওয়ার কথাও বলেছেন।

রুবিও ও লাভরভ সর্বশেষ মুখোমুখি সাক্ষাৎ করেছিলেন গত ফেব্রুয়ারিতে সৌদি আরবে। এই দুই শীর্ষ কূটনীতিক ফোনে একাধিকবার কথা বলেছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউক র ন য ক তর ষ ট র পরর ষ ট রমন ত র য ক তর ষ ট র পরর ষ ট র ইউক র ন ল ভরভ

এছাড়াও পড়ুন:

ঢাকায় এসিসি সভা, আসতে রাজী নয় ভারত

আগামী ২৪ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। তবে, বাংলাদেশে এসে এসিসি সভায় যোগ দিতে রাজি নয় ভারতের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। এরই মধ্যে তারা এসিসিকে বিষয়টি জানিয়েছে। বাংলাদেশ থেকে সভা সরিয়ে নিলে কিংবা অনলাইনে করলেই ভারত যোগ দিতে পারবে বলে জানিয়েছে।

ভারতের ‘স্পোর্টস তক’ এক প্রতিবেদনে বলেছে, ‘‘বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা চলছে, সেই প্রেক্ষাপটে সেখানে ভ্রমণ করা উপযুক্ত নয়। আমরা আনুষ্ঠানিকভাবে এসিসিকে জানিয়ে দিয়েছি যেন পরবর্তী বৈঠকের ভেন্যু সরিয়ে নেওয়া হয়।’’

সম্প্রতি ভারত বাংলাদেশেও দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে তাদের আসার কথা ছিল। কিন্তু, আগামী বছরের সেপ্টেম্বরে তাদের সফর পিছিয়ে গেছে।

আরো পড়ুন:

শূন্য থেকে শুরু বিপিএলের প্রস্তুতি

লর্ডস টেস্টে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড

এসিসির চেয়ারম্যান মহসীন নাকভি এসিসির সদস‌্যভুক্ত দেশগুলোকে এরই মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া সভার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ওই সময়ে বাংলাদেশ-পাকিস্তান সিরিজও অনুষ্ঠিত হবে। সব ম্যাচ হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

নানা কারণে এসিসির এবারের সভাটি গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ভারতে। কিন্তু, পাকিস্তান ভারত সফর করবে না; তা আগে থেকেই জানা। ফলে এই টুর্নামেন্ট হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। ৫-২১ সেপ্টেম্বর চলবে এই প্রতিযোগিতা।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ