বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়াচ্ছে জলবায়ু পরিবর্তন
Published: 10th, July 2025 GMT
বরগুনায় গত বছরের (২০২৪) জুন মাস পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২১২। দেশের দক্ষিণাঞ্চলের এ জেলায় চলতি বছরের ৯ জুলাই পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৪৬৩ জন। গত বছর এ সময়ে যত রোগী ছিল, এবার উপকূলীয় এ জেলায় সেই তুলনায় রোগী বেড়েছে ১৬ গুণের বেশি। দেশের মোট ডেঙ্গু আক্রান্তের ২৫ ভাগ এখন এই এক জেলায়। বরগুনার ডেঙ্গুর বিস্তার দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে।
জেলার এ পরিস্থিতিকে ‘প্রবল ঘূর্ণিঝড়ের’ সঙ্গে তুলনা করলেন বরগুনার সিভিল সার্জন ডা.
বরগুনায় এবার ডেঙ্গুর ব্যাপক বিস্তার কি একেবারে আকস্মিক ঘটনা? তথ্য–উপাত্ত এমন কথা বলে না। গত বছর বরগুনায় ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৪৩৪ জন। দেশের পঞ্চম সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত জেলা ছিল বরগুনা। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে সর্বোচ্চ সংক্রমণের এলাকা ছিল কক্সবাজার। এটিও উপকূলের একটি জেলা। উপকূলের জেলাগুলোতে সাম্প্রতিক সময়ে ডেঙ্গু বাড়ছে। দেশের অন্য জনপদের তুলনায় উপকূলের জেলায় ডেঙ্গুর সংক্রমণ বেশি—এটা বৈজ্ঞানিক গবেষণায় দেখা যাচ্ছে।
দক্ষিণের এই জনপদে ঘূর্ণিঝড় প্রায় প্রতিবছর হয়। তবে সেই ঘূর্ণিঝড়ের আগে থেকে আমরা আবহাওয়ার বার্তা পাই। সেই অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয়। প্রস্তুতির কারণে জানমালের ক্ষতি কমে। কিন্তু এবার এই ডেঙ্গুর ঘূর্ণিঝড় এল আগাম বার্তা ছাড়া। আমাদের একেবারে পর্যুদস্ত করে দিয়েছে।বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহউষ্ণায়ন, লবণাক্ততার বিস্তার, বৃষ্টিপাতের হেরফের, তাপমাত্রার পরিবর্তন—এসবের সঙ্গে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বিস্তারের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পর্ক আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শুধু উপকূলই নয়, পুরো বাংলাদেশের সর্বত্র ডেঙ্গুর বিস্তারের সঙ্গে এসবের সম্পর্ক উঠে এসেছে নানা গবেষণায়। জলবায়ুর পরিবর্তনের পাশাপাশি অবশ্য অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাও এই পরিস্থিতির জন্য দায়ী।
এসব কারণে এবার দেশের প্রত্যন্ত অঞ্চলে যেভাবে ডেঙ্গু ছড়িয়েছে, তা আগে দেখা যায়নি। গত জুন মাসে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) বরগুনায় এডিস মশার জরিপ করেছে। সেখানে দেখা গেছে, বরগুনা পৌর শহরের তুলনায় গ্রামাঞ্চলে এডিস মশার লার্ভা বা শূককীটের উপস্থিতি দ্বিগুণের বেশি। ওই গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট গবেষকেরা বলছেন, ঘরে ঘরে এখন এডিস ছড়িয়ে পড়েছে।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুর সঙ্গে অভিভাবকউৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস ত ত ঘ র ণ ঝড় বরগ ন য় উপক ল
এছাড়াও পড়ুন:
সনদে সই করব কি না অনুষ্ঠানে গেলে দেখতে পারবেন: তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তাঁরা দাওয়াত পেয়েছেন এবং আশা করছেন অনুষ্ঠানে উপস্থিত হবেন। সনদে সই করবেন কি না, সেটা অনুষ্ঠানের দিন সবাই দেখতে পারবেন।
আজ বুধবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনের অতি জরুরি বৈঠক শেষে বের হয়ে জামায়াতের নায়েবে আমির সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সনদে স্বাক্ষর করবেন কি না, এমন প্রশ্নের জবাবে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘১৭ তারিখে (শুক্রবার) আমরা আশা করি, যাব। মাত্র এক দিন বাকি আছে, ওই দিন গেলেই ইনশা আল্লাহ দেখে ফেলবেন।’ কোনো অনিশ্চয়তা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে রকম অনিশ্চয়তা আমরা দেখি না।’
আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণভোট আগে হতে হবে। তারা নভেম্বর মাসে গণভোটের প্রস্তাব করেছে। নভেম্বরে গণভোট হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এটা তারা চায়।
আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে তাতে ভোট পড়ার হার কম হবে। কারণ, রাজনৈতিক দলের কর্মী–সমর্থকরা তাঁদের পছন্দের মার্কায় ভোট দিতে বেশি আগ্রহী থাকবেন। তখন গণভোটের গুরুত্বই থাকবে না। সে জন্য তাঁরা গণভোট নভেম্বরে করার জন্য প্রস্তাব দিয়েছেন।
আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঐকমত্য কমিশনকে তাঁরা বলেছেন, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত দিয়েছে, সেগুলো একটি প্যাকেজ করে একটি প্যাকেজেই গণভোট হতে হবে।
গণভোটের জন্য রাজি হওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানান জামায়াতে ইসলামীর ওই নেতা। তবে গণভোটের সময় নিয়ে ভিন্নতা থেকে গেছে উল্লেখ করে তাহের বলেন, গণভোট হবে সংস্কার কমিশনের জন্য। জাতীয় নির্বাচন আলাদা বিষয়। গণভোটের এমন কিছু বিষয় আছে, যেগুলো নির্বাচনী আচরণে কিছু পরিবর্তন আনবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, উচ্চকক্ষ এবং ‘পিআর সিস্টেম বাই ভোটার নট বাই দি এমপিস’ এ ব্যাপারে সবাই একমত হয়েছেন। সুতরাং নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছাতে হবে এবং সেই অনুযায়ী উচ্চকক্ষের ভোট হবে। যদি এটা নির্বাচনের দিনই হয়, তাহলে উচ্চকক্ষ তো পাস হলো না। তাহলে কি আবার একটা নির্বাচন হবে?