পঞ্চগড়ে বিএনপি–জামায়াতসহ সবার তৎপরতা নির্বাচনমুখী
Published: 12th, April 2025 GMT
পঞ্চগড়ের পাঁচ উপজেলা নিয়ে সংসদীয় আসন আছে দুটি। এর মধ্যে পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে পঞ্চগড়-১ আসন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন ও গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই জেলায় আওয়ামী লীগের কোনো তৎপরতা নেই। নির্বাচনের প্রস্তুতি হিসেবে নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল। এ ছাড়া নতুন গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চালিয়ে যাচ্ছে তাদের কর্মসূচি।
চলমান পরিস্থিতিতে দেশীয় ও আন্তর্জাতিক নানা বিষয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো। তবে গত রমজান মাসে ইফতার মাহফিলসহ ঈদের আগে-পরে বিভিন্ন কর্মসূচিতে তাদের বেশ সরব দেখা গেছে।
জুলাই অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে যুক্ত হয়েছে নতুন রাজনৈতিক দল এনসিপি। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায়। নতুন দলের দায়িত্ব পাওয়ার পর তিনি গত ২৪ মার্চ প্রথমবারের মতো এসেছিলেন নিজ জেলায়। ঢাকা থেকে উড়োজাহাজে করে সৈয়দপুরে আসার পর তিনি সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আসেন। সেখান থেকে শতাধিক গাড়িবহর (কার-মাইক্রোবাস) নিয়ে পঞ্চগড় পাঁচ উপজেলায় ‘শোডাউন’ করেছিলেন তিনি। তাঁর এই গাড়িবহর নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছিল নানা আলোচনা-সমালোচনা। সারজিস আলম ঈদের শুভেচ্ছা জানিয়ে জেলাজুড়ে পোস্টার ও ফেস্টুন সাঁটিয়েছেন। ইফতার মাহফিল করার পাশাপাশি ঈদের আগে ও পরে গ্রামে এবং বিভিন্ন হাটবাজারে গিয়ে করেছেন জনসংযোগ।
গত ৩০ মার্চ এনসিপি পঞ্চগড় জেলা শাখার ব্যানারে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে সারজিস আলম আয়োজন করেছিলেন ইফতার মাহফিলের। বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেন। সেখানে সাংবাদিকদের উদ্দেশে নির্বাচন বিষয়ে তিনি বলেছিলেন, ‘কোন জেলার কোন আসনে কে নির্বাচন করবে, এটা নির্বাচনের পূর্বে আমাদের দলীয় যে ফোরাম, সেই ফোরাম নির্ধারণ করবে। সেই ফোরাম যদি আমাকে পঞ্চগড়-১–এর (পঞ্চগড়-১ আসন) জন্য নির্ধারণ করে, তাহলে সেটা; যদি অন্য কোথাও নির্ধারণ করে, তাহলে সেটা।’
এদিকে আগামী নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে দল গোছানোর পাশাপাশি জনসংযোগসহ সাধারণ মানুষকে নিয়ে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। পৌরসভার ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনসহ উপজেলা ও জেলা সম্মেলনেরও প্রস্তুতি নিচ্ছে বিএনপি। গত রমজানে দলটির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় কর্মিসভাসহ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক–বিষয়ক সম্পাদক নওশাদ জমির ঢাকা থেকে পঞ্চগড়ে এসে পঞ্চগড়-১ আসনের তিনটি উপজেলায় (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) নানা আয়োজনে অংশ নিয়েছেন।
তবে পঞ্চগড় পৌর বিএনপির ব্যানারে দুটি ইফতার মাহফিল ঘিরে বিএনপির দুটি পক্ষের মধ্যে ‘বিরোধ’ দেখা গেছে। গত ২১ মার্চ পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় পঞ্চগড় পৌর বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক–বিষয়ক সম্পাদক নওশাদ জমির। তবে পৌর বিএনপির আহ্বায়ক ও পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলামসহ তাঁর অনুসারীরা ওই ইফতার মাহফিলে যাননি।
এরপর গত ২৯ মার্চ পঞ্চগড় পৌর বিএনপির ব্যানারে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে আরেকটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ওই ইফতার মাহফিলে বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। তবে সেখানে নওশাদ জমিরের অনুসারী নেতাদের দেখা যায়নি।
নির্বাচনকে সামনে রেখে পিছিয়ে নেই বাংলাদেশ জামায়াতে ইসলামীও। ইতিমধ্যে দলটির পক্ষ থেকে গত ৫ ফেব্রুয়ারি পঞ্চগড়-১ আসনের জন্য জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনকে আগামী সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি পঞ্চগড় চিনিকল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা আয়োজিত এক জনসভায় বক্তব্য দিয়েছেন দলের আমির শফিকুর রহমান।
এ ছাড়া গত রমজানে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে সাত দিনব্যাপী গণ ইফতারের আয়োজন করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গত ঈদুল ফিতরের আগে ও পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইফতার মাহফিল ও ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছিল। নিয়মিত বিভিন্ন এলাকায় কর্মিসভা ও জনসংযোগ করছেন দলটির নেতারা।
সম্প্রতি পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় দলের লক্ষ্য ও উদ্দেশ্য লেখাসংবলিত পোস্টার সাঁটিয়েছেন বাংলাদেশ জাসদের (আম্বিয়া-নাজমুল) সাধারণ সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান। ঈদের আগে ও পরে তিনিও জেলার বিভিন্ন এলাকায় ইফতার মাহফিলে অংশ নিয়েছেন এবং জনসংযোগ করেছেন।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টিকেও (জাগপা) দেশের ও আন্তর্জাতিক নানা ইস্যুতে জেলায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেখা গেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ভ ন ন র জন ত ক ব ভ ন ন এল ক য় প র ব এনপ র জনস য গ উপজ ল য় ইসল ম এনস প
এছাড়াও পড়ুন:
মসজিদে ঢুকে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ
শেরপুরের নালিতাবাড়ীতে একটি মসজিদে ঢুকে ভাঙচুর ও মুসল্লিদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার (২ নভেম্বর) সকালে মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার এলাকার উত্তর বাতকুচি ফরেস্ট অফিস সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদে হামলা ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনাটি ঘটে।
আরো পড়ুন:
মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত
লাকসামে অস্ত্রের মুখে এতিমখানার ৫ গরু লুট, আহত ৮
লিখিত অভিযোগে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার উত্তর বাতকুচি গ্রামের জহুর উদ্দিনের তিন ছেলে ফরহাদ মিয়া, রুবেল মিয়া ও ফারুক মিয়া নেশাগ্রস্ত অবস্থায় মসজিদে প্রবেশ করেন। তারা ইমাম শফিকুল ইসলামের উদ্দেশ্যে বলেন, ‘আজ থেকে এই মসজিদে আর আযান দেওয়া যাবে না। আমাদের অনুমতি ছাড়া আর আযান হবে না।’ ইমাম এই কথার প্রতিবাদ করলে তারা তাকে ভয়ভীতি দেখান। আত্মরক্ষার্থে ইমাম পালিয়ে গেলে অভিযুক্তরা মসজিদের মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়াসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেন।
এসময় হাবিবুর রহমান ও কাজল মিয়া নামে দুই মুসল্লি বাঁধা দিতে গেলে তাদেরকেও মারধর করেন নেশাগ্রস্তরা। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মসজিদ কমিটির সভাপতি মো. আশরাফ আলী বলেন, “এই ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি এবং এ নিয়ে থানায় একটি লখিত অভিযোগ দায়ের করেছি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, “মসজিদে ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/তারিকুল/মাসুদ