কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: সিকৃবিতে উপস্থিতির হার ৬৬ শতাংশ
Published: 12th, April 2025 GMT
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ (সিকৃবি) দেশের নয়টি কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সিকৃবি কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৬৬.৪৫ শতাংশ।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে ৩টা থেকে ৪টা পর্যন্ত এ গুচ্ছ পদ্ধতিতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সিকৃবিতে এ বছরের ভর্তি পরীক্ষায় ৬ হাজার ৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী অংশ নেন। সে হিসাবে সিকৃবি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৬৬.
এদিকে, পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন সিকৃবি উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলাম।
এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, “বিশ্ববিদ্যালয়ের সবার সার্বিক সহযোগিতায় খুবই সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ন্যায় এ বছরও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের এখানে ১১টি অঞ্চলে ১৩৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, সিকৃবিতে ছয়টি অনুষদে গত বছর আসন সংখ্যা ছিল ৪৩১টি। সেটা বেড়ে এ বছর ৫৮০টি করা হয়েছে।”
এ বছর নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০ জন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫ জন।
এছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
ঢাকা/আইনুল/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ এ বছর
এছাড়াও পড়ুন:
১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।