সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ (সিকৃবি) দেশের নয়টি কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সিকৃবি কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৬৬.৪৫ শতাংশ।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে ৩টা থেকে ৪টা পর্যন্ত এ গুচ্ছ পদ্ধতিতে এ ভর্তি পরীক্ষা  অনুষ্ঠিত হয়েছে।

সিকৃবিতে এ বছরের ভর্তি পরীক্ষায় ৬ হাজার ৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী অংশ নেন। সে হিসাবে সিকৃবি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৬৬.

৪৫ শতাংশ। ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ১৬ এপ্রিল প্রকাশিত হবে বলে জানা গেছে।

এদিকে, পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন সিকৃবি উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলাম।

এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, “বিশ্ববিদ্যালয়ের সবার সার্বিক সহযোগিতায় খুবই সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ন্যায় এ বছরও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের এখানে ১১টি অঞ্চলে ১৩৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, সিকৃবিতে ছয়টি অনুষদে গত বছর  আসন সংখ্যা ছিল ৪৩১টি। সেটা বেড়ে এ বছর ৫৮০টি করা হয়েছে।”

এ বছর নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০ জন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫ জন।

এছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

ঢাকা/আইনুল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ এ বছর

এছাড়াও পড়ুন:

বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের ব্যাটারি তৈরি করছে ফোর্ড

কম খরচে দীর্ঘ পথ যেতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ (এলএমআর) সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। নতুন এ ব্যাটারি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফোর্ডের ইলেকট্রিফাইড প্রপালশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক চার্লস পুন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের রোমুলাসে অবস্থিত আয়ন পার্ক ব্যাটারি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলএমআর ব্যাটারি তৈরি করা হচ্ছে।

ফোর্ডের তথ্যমতে, এলএমআর ব্যাটারির শক্তির ঘনত্ব নিকেল ব্যাটারির তুলনায় বেশি। তাই নতুন ব্যাটারি কাজে লাগিয়ে দীর্ঘ পথ চলতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারির বিষয়ে চার্লস পুন বলেছেন, ‘ফোর্ড প্রথমে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি তৈরি করেছে। এরপর ২০২৩ সালে তৈরি করেছে লিথিয়াম-আয়রন-ফসফেট এলএফপি ব্যাটারি। এবার আসছে এলএমআর ব্যাটারি। আমরা এই দশকের মধ্যেই এলএমআর ব্যাটারির উৎপাদন বাড়াতে চাই। ফোর্ডের ভবিষ্যৎ মডেলের গাড়িতে এই ব্যাটারি ব্যবহারের জন্য কাজ চলছে।’

সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লিথিয়াম-সমৃদ্ধ ম্যাঙ্গানিজভিত্তিক ক্যাথোড উপকরণ ৩০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। নিকেল ও কোবাল্টের অনুপস্থিতির কারণে এসব ব্যাটারির শক্তির ঘনত্ব বেশি।

সূত্র: ইনসাইড ইভিস

সম্পর্কিত নিবন্ধ