সোমবার প্রথম আলো অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা ও পাম তেলের দাম ১২ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকে সিদ্ধান্ত হবে। অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে, রোববার থেকে কার্যকর হয়েছে।
দুটো খবরের মর্মার্থে খুব ফারাক নেই। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮ টাকা এবং খোলা সয়াবিন ও পাম তেলের দাম ১৩ টাকা বাড়াতে চেয়ে ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি গত ২৭ মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দেয়। ভোজ্যতেলের আমদানি পর্যায়ে শুল্ক-কর অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে গত ৩১ মার্চ। দাম বাড়াতে চাওয়ার কারণ এটাই।
বিষয়টি নিয়ে ৬ এপ্রিল ও ৮ এপ্রিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পরিশোধন কারখানার মালিকদের সঙ্গে বৈঠক করলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। পরবর্তী বৈঠক আজ হওয়ার কথা।
৮ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান প্রথম আলোকে বলেছিলেন, ছয় মাস ধরে ভোজ্যতেলের আমদানি পর্যায়ে শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে। লম্বা সময় এ ধরনের সুযোগ বজায় রাখার বাস্তবতা এনবিআরের নেই।
এই পটভূমিতে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন রোববার ট্যারিফ কমিশনে চিঠি পাঠিয়ে নতুন দর নির্ধারণের কথা জানিয়েছে। তারা বলেছে, বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম বেড়ে ১৮৯ টাকা হচ্ছে, যা এত দিন ১৭৫ টাকা ছিল। আর পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা ছিল। এ ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম ১৬৯ টাকা, যা ছিল ১৫৭ টাকা।
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম স্থিতিশীল আছে। মার্চ মাসে সয়াবিন তেলের দাম কিছুটা কমেছে। এমন সময়ে দেশীয় বাজারে মূল্যবৃদ্ধির কারণ হিসেবে শুল্কছাড় প্রত্যাহারের কথা বলা হচ্ছে। অন্যদিকে এনবিআরের দাবি, অনির্দিষ্ট সময় পর্যন্ত কর রেয়াত দেওয়ার সুযোগ নেই। অবস্থা দাঁড়িয়েছে, এনবিআর আমদানি কর বাড়াবে আর ব্যবসায়ীরা সেই কর বৃদ্ধির বোঝা চাপাবেন ভোক্তাদের ওপর।
উল্লেখ করা প্রয়োজন যে রোজার আগে সরবরাহ সংকটের অজুহাতে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৬–১৭ টাকা বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা। বোতলের তেলও নির্ধারিত দামে পাওয়া যায়নি।
চাল, ডাল, আটার মতো ভোজ্যতেল ও চিনি অপরিহার্য খাদ্যপণ্য। এ ধরনের পণ্যকে রাজস্ব আদায়ের হাতিয়ার করা সমীচীন নয়। সরকারের রাজস্ব বাড়ানোর প্রয়োজন হলে বিত্তবানদের কাছ থেকে আরও বেশি বেশি আয়কর নিতে পারে। বিভিন্ন মহল থেকে আয়করের সীমা বাড়ানোর কথাও বলা হচ্ছিল। এনবিআর সেদিকে না গিয়ে আমদানি পণ্যের ওপর কর বাড়ানোর সহজ পথ বেছে নিয়েছে।
রাজস্ব আয়ের ক্ষেত্রে আমদানি পর্যায়ে শুল্ক–করের ওপর নির্ভরতা কমাতে হবে। প্রত্যক্ষ কর, অর্থাৎ আয়কর বাড়াতে হবে। বাংলাদেশে আমদানি পর্যায়ে শুল্ক–করের হার বেশি। অন্তর্বর্তী সরকারের উচিত শুল্ক ও করনীতির পুনর্মূল্যায়ন করা। যেসব পণ্যের দাম বাড়ালে গরিব ভোক্তাসাধারণের ওপর বেশি চাপ পড়ে, সেসব পণ্য শুল্ক–করমুক্ত রাখতে হবে। কারণ, এখনো মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসেনি। অন্যদিকে মজুরি বৃদ্ধির হার কম এবং কর্মসংস্থান যথেষ্ট তৈরি হচ্ছে না। মানুষের আয়রোজগার পরিস্থিতি ভালো নয়।
সিদ্ধান্তের আগে ভোজ্যতেলের দাম বাড়ানোর আগাম ঘোষণা দেওয়া ঠিক হয়নি বলে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা যে মন্তব্য করেছেন, (প্রথম আলোর প্রতিবেদনে), আমরা তার সঙ্গে পুরোপুরি একমত। এ ধরনের আগাম ঘোষণা বাজারকে কেবল অস্থিতিশীলই করবে না, কৃত্রিম সংকটও তৈরি করতে পারে।
আমরা আশা করব, আজকের বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হবে না, যাতে ভোক্তাদের ওপর বাড়তি চাপ পড়ে। আশা করি, এনবিআর তথা সরকার ভোক্তাসাধারণের স্বার্থকেই অগ্রাধিকার দেবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভ জ যত ল র শ ল ক কর পর য য় র ওপর আমদ ন
এছাড়াও পড়ুন:
৩০ নভেম্বরের মধ্যে করদাতাদের ই-রিটার্ন জমা দিতে বলেছে এনবিআর
চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ১০ লাখের বেশি করদাতা অনলাইনে তাঁদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে সব ব্যক্তি করদাতাদের প্রতি অনুরোধ জানিয়েছে এনবিআর। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায় সংস্থাটি।
গত বছর নির্দিষ্ট এলাকার অধিক্ষেত্রের ব্যক্তি করদাতা, সারা দেশে ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়। তাতে ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেন।
দেশে বর্তমানে ১ কোটি ১২ লাখের মতো কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাঁদের মধ্যে প্রতিবছর মাত্র ৪০ লাখ টিআইএনধারী রিটার্ন দাখিল করেন।
এনবিআর জানায়, এক বিশেষ আদেশের মাধ্যমে চলতি বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
চলতি ২০২৫-২৬ করবর্ষে যেসব করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছেন, তাঁরাও চাইলে অনলাইনে ই-রিটার্ন জমা দিতে পারবেন। অন্যদিকে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আবেদন করলে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে কাগুজে রিটার্ন জমা দিতে পারবেন। এই সময়সীমা ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা থাকলেও তা ১৫ দিন বাড়ানো হয়েছে।
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করদাতার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও অনলাইনে ই-রিটার্ন জমা দিতে পারছেন। এ ছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা না থাকলেও তাঁদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের নম্বর, ই-মেইল ইত্যাদি তথ্য দিয়ে ই-মেইল করলে ই-রিটার্নের নিবন্ধন লিংক পাঠানো হয়। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন। কোনো ধরনের কাগজপত্র বা দলিল আপলোড না করেই করদাতারা তাঁদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের প্রকৃত তথ্য ই-রিটার্ন সিস্টেমে এন্ট্রি করে ঝামেলাহীনভাবে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন। ই-রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে জমা স্লিপ পাওয়া যাচ্ছে। এমনকি প্রয়োজনীয় তথ্য দিয়ে আয়কর সনদও প্রিন্ট করে নিতে পারছেন করদাতারা।
এনবিআর সূত্রে জানা গেছে, ই-রিটার্ন জমা সহজ করার জন্য গত বছরের মতো এবারও করদাতাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ই-রিটার্নসংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তা দিতে একটি কল সেন্টার স্থাপন করা হয়েছে। আবার ওয়েবসাইটে ই-রিটার্নসংক্রান্ত যেকোনো সমস্যা লিখিতভাবে জানালেও তার সমাধান পাচ্ছেন করদাতারা। কোনো করদাতা সশরীর নিজ নিজ কর অঞ্চলে গিয়েও ই-রিটার্ন জমা দেওয়াসংক্রান্ত সেবা নিতে পারছেন।