রাজনীতিতে মতপার্থক্য থাকুক, যেন মতবিরোধে রূপ না নেয়
Published: 17th, April 2025 GMT
‘‘রাজনীতিতে আমরা চাই মতপার্থক্য থাকুক। মতপার্থক্য না থাকলে রাজনীতিবিদরা অন্ধ হয়ে যাবে। বন্ধ চোখ খুলে দেওয়ার জন্যই প্রয়োজন মতপার্থক্য। তবে আমরা এটাও প্রত্যাশা করি যে, এই মতপার্থক্য যেন মতবিরোধে রূপ না নেয়। পার্থক্য পর্যন্তই থাকুক।’’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ইইউ সফর শেষে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সঙ্গে রাজনৈতিক বিরোধ নিয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘‘যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচন দেখেন, তাহলে এটা কোনো বিরোধই নয়। সেখানে তো বাকযুদ্ধ হয়েছে অনেক। ওই নির্বাচনের পর হ্যান্ডশেক। একদল সরকারে, আরেক দল বিরোধী দলে। এখন তারা মিলেমিশে দেশ চালাবে, এটাই স্বাভাবিক।’’
আরো পড়ুন:
খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে জামায়াত আমিরের সাক্ষাৎ, ছিলেন তারেক রহমানও
‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের পরিবর্তে নতুন সংঘ গঠিত হতে পারে’
‘‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় এটা খেয়াল করেন না। এটা করতে হবে। যদি আমরা দেশকে ভালোবাসি, তাহলে ভালোবাসা ও শ্রদ্ধার জায়গা থেকে আমাদের পারস্পরিক সম্মানের জায়গায় আসতে হবে। আমার মতামত আমি দেব। কিন্তু আমি এটা বলতে পারবো না যে এটিই করতে হবে। বরং আমি মতামত দেব যে এটি করলে জাতি উপকৃত হবে। আর এটা আমি করতে দেবো না, যে যাই হোক, এটা কিন্তু গণতন্ত্র বা রাজনীতির ভাষা নয়। করতেই হবে, যেমন ভাষা নয়, তেমনি করতে দেব না সেটাও ভাষা নয়। অনেক সময় আমরা এই সীমানাটা মানি না, আমাদের এটা মানতে হবে’’ বলেন তিনি।
বেগম জিয়ার সঙ্গে বৈঠক সুনির্দিষ্ট ইস্যু নয়
ডা.
তিনি বলেন, ‘‘দেশ থেকে যাওয়ার আগে যে কোনো কারণে তার সঙ্গে সাক্ষাৎ হয়ে উঠেনি। ইউরোপ সফরে গিয়েছি। ইউকের কাছের দেশ বেলজিয়াম। আমরা ব্রিটেনে গিয়ে লন্ডনে ঢুকেই প্রথমে তার (বেগম জিয়া) সঙ্গে সাক্ষাৎ করেছি। তারা অত্যন্ত ভালোবাসা ও সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন। আমাদের মূল উদ্দেশ্য ছিল তাকে দেখা। তিনি অবস্থান করছেন তার বড় সন্তান ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায়। সঙ্গত কারণে ওই সাক্ষাতে তিনিও থাকবেন, এটিই স্বাভাবিক।’’
জামায়াতের আমির বলেন, ‘‘দুজন বাংলাদেশি মানুষ পরিচয় ছাড়াই চা খেতে গিয়েও রাজনৈতিক আলাপ শুরু করে দেন। সেখানে আমরা দুটি দলের দায়িত্বশীল নেতারা একসঙ্গে বসবো আর রাজনৈতিক কথাবার্তা হবে না, তা তো বাস্তব নয়।’’
‘‘যেহেতু এটা ফরমাল কোনো মিটিং ছিল না, সেজন্য বিএনপিও জানায়নি, আমরাও দরকার মনে করিনি। আমাদের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল একজন অসুস্থ সম্মানিত সহকর্মীকে দেখা। এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তবে মিডিয়াগুলো যে বিশ্লেষণধর্মী আলোচনা করছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের পাওয়ার অনেক কিছু আছে। আমরা এগুলোকে স্বাগত জানাই। মিডিয়ার এই চর্চাগুলো চলতে থাকুক’’ যোগ করেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও অনেক সঙ্গী-সাথী হারিয়েছে। আমরা আয়নাঘরের শিকার হয়েছি। তারাও হয়েছে। লাখে লাখে জেলে গেছে। ব্যক্তি হিসেবে খালেদা জিয়াও জুলুমের শিকারে পরিণত হয়েছিলেন। তিনি একদিকে মজলুম, অন্যদিকে অসুস্থ।’’
তিনি বলেন, ‘‘বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের আমলে সব রাজনৈতিক দল ও জনগণই নির্যাতিত হয়েছে। নির্যাতিত দল হিসেবে প্রথম আঘাত ও শেষ আঘাত জামায়াতে ইসলামীর ওপরে এসেছে। প্রথমে মিথ্যে মামলায় জড়িয়ে ট্রাইব্যুনালে নিয়ে জুডিশিয়াল কিলিং করা হয়। ব্রিটেনের একটি এপেক্স কোর্ট এ সংক্রান্ত একটি রায় দিয়ে বলেছে, এটা ছিল বিচারের গণহত্যা। এটা কোনো বিচার ছিল না। শেষ আঘাতটা ছিল আমাদের নিষিদ্ধ করা, যা অন্য কোনো দলকে করা হয়নি। আমরা মজলুম। আমরা আমাদের অনেক নেতা সঙ্গী হারিয়েছি। অনেকে পঙ্গু হয়েছেন।’’
জামায়াতের আমির বলেন, ‘‘তিনি (খালেদা জিয়া) দেশে কবে ফিরবেন, সে ব্যাপারে কথাবার্তা হয়নি। তবে ধারণা করি, তিনি হয়তো আগামী মাসে ফিরবেন। তার ফেরাই উচিত, এই দেশ তো তার।’’
জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে তিনটি শর্ত পূরণ করার উপর জোর দেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘‘জুলাই গণঅভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এ অবস্থায় দেশে নির্বাচন হওয়ার আগে তিনটি শর্ত পূরণ হতে হবে। মৌলিক সংস্কার, সহাবস্থানসহ নির্বাচনের শর্ত পূরণ করতে হবে। তা নাহলে নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কি না তা আল্লাহই জানেন।’’
জামায়াত আমির আরো বলেন, ‘‘অনেক কষ্টে যা এসেছে এতে তিনটি জিনিস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর প্রধান হচ্ছে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। আমরা তা সংস্কার কমিশনের কাছে দিয়েছি। এসব পরিবর্তন ছাড়া কোনো নির্বাচন হলে তা গণতন্ত্রের কোনো ভিত্তি গঠন হবে না। এ নির্বাচনও তাহলে পূর্বের মতো খারাপ হবে। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে বিজয় এসেছে সেখানে এই পরিবর্তন খুবই জরুরি।’’
তিনি বলেন, ‘‘প্রথমত সংস্কারের প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো। এতে যদি তারা সহযোগিতা করে তাহলে দ্রুত নির্বাচনে পরিবেশ হবে। তারা যদি সহযোগিতা না করে যদি গতানুগতিক নির্বাচন হয় তাহলে আগের মতো নির্বাচন হবে। যার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। দ্বিতীয়ত গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার করতে হবে। যাতে মানুষের আস্থা ফিরে আসে। শহীদের আত্মা যাতে প্রশান্তি পায়।’’
‘‘তৃতীয়ত রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে। যাতে এমন না হয়, আমি জিতে গেলেই নির্বাচন সুষ্ঠু, না জিতলে দুষ্ট- এমন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এর জন্য সবার এনগেজমেন্ট প্রয়োজন। এটি সরকারের তরফ থেকেই হতে পারে, রাজনৈতিক দলগুলোর উদ্যোগে হতে পারে, সিভিল সোসাইটির উদ্যোগেও হতে পারে।’’
জামায়াত আমির বলেন, ‘‘নির্বাচনের আগে এই তিন শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ ছাড়া মার্চ ফেব্রুয়ারি কোনো কিছু ঠিক থাকবে কি না নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কি না তা আল্লাহই জানে।’’
সংবাদ সম্মেলনে জামায়াত আমির ইইউ সফরের ফিরিস্তি তুলে ধরেন ও নানা প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন দলটির সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, অধ্যাপক ইজ্জত উল্লাহ, নুরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ম য় ত আম র ফ ক র রহম ন আম দ র আম র ব র আম র ব এনপ ইসল ম সরক র
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ