এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখতে নির্দেশনা
Published: 21st, April 2025 GMT
দেশের বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপর রাখার জন্য নির্দেশনা দিয়েছে। গত ফেব্রুয়ারি মাসে সরকারের পক্ষ থেকে এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছিল, যাতে এসির তাপমাত্রা কমানোর মাধ্যমে বিদ্যুতের ব্যবহার নিয়ন্ত্রণ করা যায়।
বাংলাদেশ ব্যাংক সোমবার (২১ এপ্রিল) একটি সার্কুলার জারি করে জানায়, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫° সেলসিয়াসে রাখার সিদ্ধান্তটি মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার অনুসরণে নেওয়া হয়েছে। এই পদক্ষেপটি বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি সামনের গ্রীষ্মকাল, রমজান ও সেচ মৌসুমের বিদ্যুৎ চাহিদা বৃদ্ধি ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ করে অফিস ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ খরচ কমানোর জন্য এই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। এর ফলে সরকারের সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্যে আর্থিক খাতের সহযোগিতা নিশ্চিত হবে, যা দেশের বিদ্যুৎ সংকট কাটাতে সহায়ক ভূমিকা পালন করবে।
সরকারের পক্ষ থেকে এই উদ্যোগটি শুধু আর্থিক প্রতিষ্ঠানে নয়, বরং সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে বাস্তবায়নের জন্য আগেই অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/এনএফ/এনএইচ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আর থ ক সরক র
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ