কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত ৩ জনই পথশিশু
Published: 23rd, April 2025 GMT
ঘড়ির কাঁটা তখন বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা ছুঁই ছুঁই। কুমিল্লা রেলস্টেশনের এক কোণায় বসে এক ব্যক্তি ছেলের মরদেহ জড়িয়ে আহাজারি করছেন। টপ টপ করে তার অশ্রু ঝরছে। সাদা কাফনের কাপড়ে মোড়ানো ছিল সাইফুল ইসলামের মরদেহ। বয়স মাত্র ১৮ বছর। জীবিকার তাড়নায় রেলস্টেশনের প্ল্যাটফর্মে নেমেছিলেন। যেখান থেকে প্রতিদিন শুরু হতো তাঁর বোতল কুড়ানো। সেই পথেই থেমে গেল তার জীবন।
কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে বুধবার (২৩ এপ্রিল) ভোররাতে ট্রেনে কাটা পড়ে তিন কিশোর-তরুণ প্রাণ হারায়। কুমিল্লা রেলওয়ে পুলিশ বলছে, তারা সবাই টোকাই। বিভিন্ন স্টেশনে ঘুরে ঘুরে বোতল ও পরিত্যক্ত সামগ্রী কুড়াত।
রেলওয়ে পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন সাইফুল ইসলাম। তিনি কুমিল্লা রেলস্টেশনে মা-বাবার সঙ্গে বসবাস করতেন। মা-বাবা উভয়ে পরিচ্ছন্নতা কর্মী ও বোতল কুড়িয়ে সংসার চালান। আরেকজনের নাম তুহিন। তুহিনও টোকাই। আর তৃতীয় জনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আরো পড়ুন:
রাজশাহীতে পথশিশুদের সমাজের মূল স্রোতে সম্পৃক্তের দাবি
পথশিশুদের কষ্ট বুঝতে লিডো’র পথে রাত্রিযাপন
রেলস্টেশনের এক পাশে বসে সাইফুলের বাবা মোখলেছুর রহমান বলেন, ‘‘আমার তিনটা পুত। এর মইধ্যে সাইফুলডা বড়। গতকাল দুপুরে আমি সাত প্লেট ভাত আনছি হোটেল থাইক্কা। পুতে কইলো, ‘আব্বা, কসবা স্টেশনে যাইয়াম, বোতল টোকানোর লাইগ্যা’। আমি কইছিলাম, ‘পুত, তুই ভাত খাইয়া যা’। পুতে আমার কথা না হুইন্যা চইল্যা গেল। রাইতে ফিরল না.
মোখলেছুর জানান, তিনি দেবীদ্বার উপজেলার বাসিন্দা ছিলেন। ভিটেমাটি না থাকায় স্ত্রী-সন্তানসহ কুমিল্লা রেলস্টেশনের প্ল্যাটফর্মে বসবাস করেন। তিনি জানান, ছেলের লাশ দাফনের জায়গা নেই। রেলওয়ে পুলিশকে জানিয়েছেন, লাশটা যেন সরকারিভাবে দাফন করা হয়।
রেলওয়ে পুলিশ জানায়, নিহতরা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে করে আখাউড়া যাচ্ছিল। তাদের সঙ্গে আরো কয়েকজন পথশিশু ছিল।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সোহেল মোল্লা বলেন, তাঁদের মৃত্যু ঠিক কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। হয়ত মাদক সেবন করে অসাবধানতায় দুর্ঘটনার শিকার হয়েছে।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত পরিচয়ের দুজনের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় না মিললে তাঁদের লাশ দাফনের দায়িত্ব নিতে পারে আঞ্জুমান মফিদুল ইসলাম।
ঢাকা/রুবেল/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পথশ শ ন হত র লওয় পথশ শ
এছাড়াও পড়ুন:
৪৫তম বিসিএসে ষষ্ঠ পর্যায়ে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা, ১১ প্রার্থীর স্থগিত
৪৫তম বিসিএসের ষষ্ঠ পর্যায়ের মৌখিক ও লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
গতকাল বুধবার পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৮৯৭ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৩৩ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের ষষ্ঠ পর্যায়ের মৌখিক পরীক্ষা ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সকাল ১০টায় শুরু হবে মৌখিক পরীক্ষা। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের ১০৫ জনের, ২৪ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের ১০৫ জন, ২৫ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের ১৩৫ জনের, ২৮ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের ১৩৫ জনের, ২৯ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের ২২৫ জনের, ৩০ সেপ্টেম্বর সাধারণ ক্যাডারের ১৯২ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৩৩ জনের ভাইভা হবে।
৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষা স্থগিত যাঁদের৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২ লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ কারিগরি বা পেশাগত ১১ প্রার্থীর মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন৪৭তম বিসিএস: প্রিলি পরীক্ষার আগের রাত ও পরীক্ষার দিন করণীয়১৬ সেপ্টেম্বর ২০২৫বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৪৫তম বিসিএস পরীক্ষার এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থগিত করা ১১ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। কারিগরি বা পেশাগত ক্যাডার-11023570, 11026667, 11029561, 11033100, 11039725, 11052206, 11054907, 11153867, 11171820, 12004882, 16003128—এই ১১ প্রার্থীর মৌখিক পরীক্ষা স্থগিত।
আরও পড়ুন৪৭তম বিসিএস প্রিলি: পরীক্ষার হলে কোন ভুলে পিছিয়ে পড়েন চাকরিপ্রার্থীরা ১৭ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ২ ঘণ্টা আগে