ইংল্যান্ড থেকে চ্যাম্পিয়নস লিগে খেলবে কারা
Published: 24th, April 2025 GMT
গোধূলিবেলা পার করছে ২০২৪–২৫ মৌসুম। শেষ মুহূর্তে লিগ শিরোপা লড়াইয়ের পাশাপাশি চলছে নানা হিসাব–নিকাশও। যেখানে সবচেয়ে বেশি আলোচনা আগামী মৌসুমে কারা চ্যাম্পিয়নস লিগে খেলবে তা নিয়ে। ইংল্যান্ড থেকে ৫টি দল চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাবে।
মূলত ইউরোপের শীর্ষ দুটি লিগ থেকে পাঁচটি করে দল চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ক্লাবগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হয় সেই সেরা দুটি লিগ, যে পারফরম্যান্সের ভিত্তিতে এবার শীর্ষ দুই লিগ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগা। চলতি মৌসুমে এই সুযোগ পেয়েছিল ইতালি ও জার্মানি; সেটি তারা এবার আর ধরে রাখতে পারেনি।
ইংল্যান্ড থেকে এরই মধ্যে চ্যাম্পিয়ন হতে যাওয়া লিভারপুলের পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত। লিভারপুলের পাশাপাশি দুই নম্বরে থাকা আর্সেনালের চ্যাম্পিয়নস লিগে খেলাও প্রায় নিশ্চিত।
আরও পড়ুনসিটি কি আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে, গার্দিওলা শঙ্কায়২৬ ডিসেম্বর ২০২৪৩৩ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৯। আর আর্সেনালের পয়েন্ট ৩৪ ম্যাচে ৬৭। এখানে লড়াইটা হবে মূলত পরের তিনটি স্থান নিয়ে, যেখানে আগামী কদিন লড়াই করবে অন্তত পাঁচটি দল—ম্যানচেস্টার সিটি, নটিংহাম ফরেস্ট, নিউক্যাসল, চেলসি ও অ্যাস্টন ভিলা।
কদিন আগেও চ্যাম্পিয়নস লিগে সিটি শেষ পর্যন্ত থাকবে কি না, তা নিয়ে ছিল সন্দেহ। তবে সেই শঙ্কা উড়িয়ে এখন বেশ ভালোভাবেই সেরা পাঁচে থাকার লড়াইয়ে আছে পেপ গার্দিওলার দল।
সেরা পাঁচের দৌড়ে আছে নটিংহামও.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ
এছাড়াও পড়ুন:
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম।
এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।
আরো পড়ুন:
ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে
রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা।
বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।
ঢাকা/শান্ত