Samakal:
2025-09-17@23:16:54 GMT

নতজানু বিসিবির ‘নৈতিক’ পরাজয়

Published: 26th, April 2025 GMT

নতজানু বিসিবির ‘নৈতিক’ পরাজয়

জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের পারফরম্যান্স ভালো হয়নি। সিলেটে প্রথম টেস্ট হেরে সমালোচনার মুখে ক্রিকেটাররা। জাতীয় দলের বাজে পারফরম্যান্স নিয়ে যখন কাটাছেঁড়া হওয়ার কথা, তখন তা আড়াল করতে কিছু বিতর্কিত সিদ্ধান্তের জন্ম দিয়েছে বিসিবি।

মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে চলছে নাটক। ঢাকা প্রিমিয়ার লিগের বাইলজ পরিবর্তন করে হৃদয়কে খেলার সুযোগ করে দিয়ে মোহামেডানকে অন্যায় সুবিধা দেওয়া হয়েছে। আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমানের এ অনিয়মের প্রতিবাদে টেকনিক্যাল কমিটির প্রধান এনামুল হক মনি পদত্যাগ করেছেন। প্রতিবাদস্বরূপ আইসিসির এলিট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও বিসিবির চাকরি ছেড়েছেন।

এ দুই ঘটনায় সমালোচনার মুখে হৃদয়ের শাস্তি পুনর্বহালের সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার। ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সেখান থেকেও সরে এসেছে বিসিবি। তামিম ইকবালদের চাপে হৃদয়ের শাস্তি এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে!

আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু জানান, আগামী ডিপিএলে কার্যকর হবে হৃদয়ের এক ম্যাচ নিষেধাজ্ঞা। মোহামেডান ও হৃদয়কে সুবিধা দিতে গিয়ে বিশ্বে নজিরবিহীন ঘটনার জন্ম দিল বিসিবি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে গতকাল সকাল থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জড়ো হতে থাকেন ক্রিকেটাররা। বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে প্রতিবাদ ও নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে একজোট হন তারা। সভায় ফারুকের সঙ্গে উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগ ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার। 

ফাহিম জানান, সভায় উপস্থিত ক্রিকেটারদের দাবি-দাওয়া ছিল– তাওহীদ হৃদয়ের শাস্তি সুপার লিগে পুনর্বহাল করার বিরুদ্ধে। তামিম ও হৃদয় মোহামেডানের ক্রিকেটার। সুপার লিগে হৃদয়কে মোহামেডানের হয়ে বাকি দুই ম্যাচ খেলার সুযোগ করে দিতেই ‘প্রেশার গ্রুপ’ হিসেবে মিটিং করেন। বিসিবি কর্তাদের ওপর চাপ প্রয়োগ করে সফলও হন তারা।

মোহামেডানের পর ক্রিকেটারদের চাপে নতিস্বীকার বিসিবির নৈতিক পরাজয় কিনা জানতে চাওয়া হলে ফাহিম বলেন, ‘যে সিদ্ধান্ত লিখিত নিয়মের বাইরে যায়, সেটা নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক। আগের ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হলো। পরপর দুটি ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকরের যে বাধ্যবাধকতা ছিল, সেটা না করে ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া ছিল ভুল এবং অনিয়ম। আবার সেখান থেকে সরে এলে ক্রিকেটাররাও সুযোগ পেয়েছে বিসিবির ভুল ধরার। আমাদের ব্যর্থতার কারণেই এতকিছু হতে পেরেছে।’

বিসিবি সভাপতির সঙ্গে সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘তার (হৃদয়ের) যে শাস্তিটা ছিল, সেটা কিন্তু সে ভোগ করেছে। এখন দুটি ম্যাচ খেলার পর কাল (বৃহস্পতিবার) শুনলাম, তাকে আবার বহিষ্কার করেছে। এটা কোন আইনে, কীভাবে করেছে, এটা আমার জানা নেই। এটা খুবই হাস্যকর, কোনোভাবেই সে আবার বহিষ্কার হতে পারে না। যাকে বিসিবি দুই ম্যাচ খেলতে দিয়েছে, তাকে আবার কীভাবে বহিষ্কার করে?’

মোহামেডানকে অনৈতিক সুবিধা দিতে গিয়ে হযবরল করে ফেলে আম্পায়ার্স বিভাগ। বিসিবির জন্য যেটা নৈতিক পরাজয় বলে মনে করেন ফাহিম, ‘কিছুটা তো বটেই। এ রকম একট পরিবেশ তৈরি হয়েছে যে, কোনো কোনো স্টেকহোল্ডার চাপ প্রয়োগ করে যার যার কাজ আদায় করে নিতে পারে। এটা খুবই দুঃখজনক, এমন একটা পরিবেশের মধ্য আমাদের যেতে হচ্ছে। আমাদের চেষ্টা করতে হবে এখান থেকে বেরিয়া আসার।’  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ র ক আহম দ আম প য় র স কম ট র য গ কর

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা