দুই প্রধানের এই ম্যাচটার দিকে তাকিয়ে ছিল গোটা ফুটবল অঙ্গনই। মোহামেডান জিতলে এই প্রথম পেশাদার লিগের শিরোপা অনেকটা হেলে যেত তাদের দিকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনীর চেয়ে সাদা–কালোরা এগিয়ে যেত সাত পয়েন্ট। ছয় ম্যাচ হাতে রেখে সাত পয়েন্ট এগিয়ে যাওয়া মানে উৎসবের প্রস্তুতি শুরু করতে পারতেন সমর্থকেরা। আবাহনী জিতলে সাদা–কালোর সঙ্গে তাদের ব্যবধান দাঁড়াত মাত্র এক পয়েন্ট।

কিন্তু মোহামেডান-আবাহনী কোনো দলই মেলাতে পারেনি জয়ের সমীকরণ। কুমিল্লায় আজ ৪৮ মিনিট ১০ জন নিয়ে খেলেছে মোহামেডান। তারপরও আবাহনীর সঙ্গে গুরুত্বপর্ণ লিগ ম্যাচটিতে গোলশূন্য ড্র করতে পেরছে সাদা–কালোরা।

এই ড্রয়ের ফলে দুই দলের পয়েন্টের পার্থক্যে কোনো পরিবর্তন হলো না। ম্যাচের আগে দুদলের মধ্যে থাকা চার পয়েন্টের ব্যবধান ম্যাচ শেষেও একই থাকল। ১৮ ম্যাচের লিগে ১২ ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট ৩১। আবাহনীর ২৭।

আরও পড়ুনআবাহনী-কিংস ফাইনালে ঝড়ে উড়ে গেল ডাগআউট, লন্ডভন্ড প্রেসবক্স২২ এপ্রিল ২০২৫

এই দুদলের পেছনে থাকা বসুন্ধরা কিংসও ময়মনসিংহে আজ ১২তম ম্যাচটা ড্র করেছে পয়েন্ট তালিকার চতুর্থ দল রহমতগঞ্জের সঙ্গে। মোহামেডানের সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান কমিয়ে ৭-এ আনার সুযোগটা তাই হারিয়েছে কিংস। ব্যবধান রয়ে গেছে ১০-ই।

মোহামেডান আজ শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলছিল। প্রথম ১৫-১৬ মিনিট খেলেছে বেশ প্রাধান্য নিয়ে। কিন্তু সময়ের সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পারেনি মোজাফফরভ, দিয়াবাতেরা। ৪২ মিনিটে তো সাদা–কালোরা হয়ে যায় ১০ জনের দল।

আবাহনীর এক খেলোয়াড়কে কনুইয়ের গুতো মেরে সরাসরি লাল কার্ড দেখেন মোহামেডানের ডিফেন্ডার মাহবুব আলম। ৪৫ মিনিটে কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের গ্যালারিতে দেখা দেয় উত্তেজনা। ক্ষুব্ধ মোহামেডান–সমর্থকেরা বোতল, স্মোক ফ্লেয়ার ছুড়ে মারেন। মাঠ ধোঁয়াময় হয়ে থাকে কিছু সময়। মিনিট দশেক বন্ধও ছিল খেলা।

১০ জনের দল নিয়ে এমন ম্যাচে জেত অনেক কঠিন। ড্র করতে পারাও কৃতিত্ব। মোহামেডানের এই ড্রটা তাদের কাছে আসলে জয়েই সমান। ম্যাচ শেষে মোহামেডানের ডাগআউট দেখেই সেটা বোঝা গেছে। কোচ আলফাজ আহমেদের কথায়ও বোঝা যাচ্ছে তা। কুমিল্লা থেকে ফোনে বললেন, ‘১০ জন নিয়ে আবাহনীর মতো দলের সঙ্গে জেতা কঠিন। লাল কার্ডটা পিছিয়ে দেয় আমাদের। এ অবস্থায় এক পয়েন্ট পেয়ে আমি অখুশি না। তবে জিতলে বেশি খুশি হতাম।’

আবাহনীর কাছে এই ড্রটা হারের মতোই। ৭০ মিনিটের পর আবাহনী চাপ তৈরি করেছে মোহামেডানের রক্ষণে। ৮০ মিনিটে পর তো ব্যতিব্যস্তই ছিলেন মোহামেডান গোলকিপার সুজন। এই সময় টানা তিনটি কর্নার পায় আবাহনী। মোহামেডান রক্ষণেও চিড় ধরছিল বারবার। কিন্তু সুমন রেজা, ইব্রাহিম, রাফায়েলদের ফিনিশিংয়ের অভাবে গোল আসেনি। চলতি প্রিমিয়ার লিগে মোহামেডানের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনার একটা সুযোগই হারাল আবাহনী।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ব যবধ ন ১০ জন

এছাড়াও পড়ুন:

বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু

রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।  

তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।

এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।

সম্পর্কিত নিবন্ধ