কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের বেশ অবনতি হয়েছে। প্রতিবেশী দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপে ‍উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে। 

এমন পরিস্থিতির মধ্যেই ভারতীয় যুদ্ধজাহাজগুলো আরব সাগরে একাধিক অ্যান্টি-শিপ (জাহাজ বিধ্বংসী) ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। রবিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় যুদ্ধজাহাজগুলো এই পরীক্ষার মাধ্যমে দূরপাল্লার নির্ভুল আক্রমণের জন্য তাদের প্রস্তুতি প্রদর্শন করেছে। ভারতীয় নৌবাহিনী দাবি করেছে, তারা জাতির স্বার্থ রক্ষার জন্য যুদ্ধের জন্য প্রস্তুত।

আরো পড়ুন:

কাশ্মীরে আবার ভারত-পাকিস্তান গোলাগুলি

গাছ থেকে লাফিয়ে বিজয়ের গাড়ির ওপরে ভক্ত (ভিডিও)

আরব সাগরে যুদ্ধজাহাজ থেকে ব্রহ্মোস জাহাজ-বিধ্বংসী এবং ভূমি-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একাধিক দৃশ্য সামাাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে নৌবাহিনী। যুদ্ধজাহাজগুলির কলকাতা-ক্লাস ডেস্ট্রয়ার এবং নীলগিরি ও ক্রিভাক-ক্লাস ফ্রিগেট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টের ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, “ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলো দীর্ঘ পরিসরের নির্ভুল আক্রমণের জন্য প্ল্যাটফর্ম, সিস্টেম এবং ক্রুদের প্রস্তুতি পুনরায় যাচাই এবং প্রদর্শনের জন্য একাধিক সফল জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ভারতীয় নৌবাহিনী জাতির সমুদ্র স্বার্থ রক্ষায় যেকোনো সময়, যেকোনো স্থানে, যেকোনো পরিস্থিতিতে যুদ্ধের জন্য প্রস্তুত, বিশ্বাসযোগ্য এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত।”

গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগাম এলাকায় ভয়াবহ সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। এই ঘটনায় পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে ভারত।

এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল এবং প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল, দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ এবং ভারতীয় বিমানকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) ভারতের জলশক্তিমন্ত্রী বলেছেন, সিন্ধু নদের এক ফোঁটাও যেন পাকিস্তানে না যায়, সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাল্টা হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান বলেছে, সিন্ধু পানিচুক্তিটি একতরফাভাবে স্থগিত করা যাবে না। ভারত যদি পানি প্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তবে তারা তা যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় জবাব দেবে।

এদিকে, গতকাল শনিবার (২৬ এপ্রিল) রাতে টানা তৃতীয়বারের মতো কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বিভিন্ন স্থানে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রস ত ত র জন য পর ক ষ

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ