ঝালকাঠির কাঁঠালিয়ায় পুর্ব শক্রতার জেরে গোলাম রাব্বি হাওলাদার (১৯) নামের এক দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের বড় ভাই মো. আবদুর রহিম সমকালকে জানান, তার ছোট ভাই গোলাম রাব্বি হাওলাদার উত্তর চেঁচরী এমএ খালেক দাখিল মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষা দিচ্ছে। রোববার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষে কাঁঠালিয়া সদর সিনিয়র ফাযিল মাদ্রাসা কেন্দ্র থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল। পথে উত্তর চেঁচরী গ্রামের বালির খালের ব্রিজের কাছে পৌঁছালে ২০-২৫ জন দুর্বৃত্ত অটোরিকশা থামায়। এসময় অটোতে থাকা গোলাম রাব্বিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতের বড় ভাই আরও জানান, দুর্বৃত্তরা পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেওয়ারীপুর ও গৌরিপুরে গ্রামের বাসিন্দা।

উত্তর চেঁচরী এমএ খালেক দাখিল মাদ্রাসা সুপার মো.

খলিলুর রহমান জানান, একজন পরীক্ষার্থীকে এভাবে কুপিয়ে জখম করা দুঃখজনক। ওই পরীক্ষার্থীর পরবর্তী পরীক্ষা দেওয়াও অনিশ্চিত হয়ে পরেছে।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ওসি তদন্ত হারান চন্দ্র সমকালকে জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ক প য় জখম পর ক ষ র থ

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ