বার্সেলোনা ও পিএসজি ছাড়া যে কীর্তি গড়ার সুযোগ নেই এবার আর কারও
Published: 28th, April 2025 GMT
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুম এখন শেষ ভাগে এসে দাঁড়িয়েছে। ধীরে ধীরে মৌসুমজুড়ে দলগুলোর পারফরম্যান্সের ফলও বেরোতে শুরু করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফরাসি লিগ আঁর শিরোপা নিশ্চিত হয়ে গেছে। প্রায় নিশ্চিত জার্মান বুন্দেসলিগার শিরোপাও। তবে শেষ মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান লিগ সিরি আয়।
এই দুই লিগে যেকোনো দিকে মোড় নিতে পারে শিরোপা লড়াই। তবে এসব মূল লড়াইয়ের আড়ালে আরও নানা ধরনের লড়াই এই চলছে ক্লাবগুলোর মধ্যে। যেখানে আছে ট্রেবল জেতার লড়াইও। যে লড়াইয়ে এখন আছে দুটি ক্লাব বার্সেলোনা ও পিএসজি। এর আগে ইন্টার মিলানও ছিল এই লড়াইয়ে।
কিন্তু ইতালিয়ান কাপের সেমিফাইনালে এসি মিলানের কাছে হেরে বিদায় নেওয়ার পর ইন্টারের সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে। এখন তাই ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগের মধ্যে লিগ-কাপ-চ্যাম্পিয়নস লিগ এই তিন ট্রফি জয়ের সুযোগ আছে শুধু বার্সেলানা ও পিএসজির।
আরও পড়ুনসেজনি: অবসর ভেঙে ফিরে বার্সার হয়ে ইতিহাস লিখছেন যিনি৭ ঘণ্টা আগেবার্সা চলতি মৌসুমে অসাধারণ ফুটবল খেলছে। এরই মধ্যে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের ট্রফি ঘরে তুলেছে তারা। চ্যাম্পিয়নস লিগেও হান্সি ফ্লিকের দল পৌঁছে গেছে সেমিফাইনালে।
সাম্প্রতিক পারফরম্যান্স ও ধারাবাহিকতার কারণে চ্যাম্পিয়নস লিগেও ফেবারিট বার্সা। পাশাপাশি সেমিতে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলানের সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না। ফলে বার্সার সুযোগ আছে ফাইনালে গিয়ে শিরোপা জিতে নেওয়ার।
পিএসজি কি ট্রেবল জিততে পারেব.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এসজ
এছাড়াও পড়ুন:
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম।
এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।
আরো পড়ুন:
ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে
রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা।
বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।
ঢাকা/শান্ত