লাগাতার ইয়র্কার, কখনো ভয়ংকর বাউন্সার আবার কখনো স্লোয়ার—যশপ্রীত বুমরার বোলিং সামর্থ্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাঁর তুলনা তিনি নিজেই।

দিন যতই গড়াচ্ছে, বুমরা যেন নিজেকে আরও শাণিত করে চলছেন। গত বছর ভারতকে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় অবদান রেখেছেন, হয়েছেন টুর্নামেন্ট–সেরাও। সর্বশেষ বোর্ডার–গাভাস্কার ট্রফিতে ভারত হারলেও তিনিই হয়েছেন সিরিজ–সেরা।

বছরজুড়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে জিতেছেন ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা পুরস্কার। ‘ক্রিকেটের বাইবেল’ উইজডেনও তাঁকে দিয়েছে বর্ষসেরার স্বীকৃতি।

মাঝে পুরোনো চোট নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠায় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি বুমরা। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসনে থাকায় আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচও মিস করেছেন।

স্যার ডন ব্র্যাডম্যানকে অনেকেই সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে থাকেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রুয়ান্ডা-কঙ্গোর সঙ্গে চুক্তি করছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের পর যুক্তরাষ্ট্রের নজর এবার আফ্রিকায়। কঙ্গো ও রুয়ান্ডার মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনের পাশাপাশি তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় খনিজ সম্পদ চুক্তির জন্য তোড়জোড় করছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার এ তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফ্রিকাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মাসসাদ বৌলোস। দোহায় এক সাক্ষাৎকারে বৌলোস বলেছেন, শান্তিচুক্তি সম্পন্ন হলে সেদিনই কঙ্গোর সঙ্গে খনিজ সম্পদ চুক্তি সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র। আর রুয়ান্ডার সঙ্গে একই তবে কিছুটা ভিন্ন আকারের চুক্তি করা হবে।

এই চুক্তি এমন একসময়ে হচ্ছে, যখন রুয়ান্ডাসমর্থিত এম২৩ বিদ্রোহীরা কঙ্গোতে নজিরবিহীন অগ্রগতি অর্জন করছে। অঞ্চলটি ট্যানটালাম, স্বর্ণসহ বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ এবং কয়েক দশক ধরে সংঘাতে জর্জরিত। রয়টার্স।
 

সম্পর্কিত নিবন্ধ