বন্দরে চালককে  বেঁধে একটি পিকআপ ভ্যান ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় সংঘবদ্ধ  দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ লা মে) রাতে বন্দর উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জাঙ্গাল মালিবাগস্থ এস এইচ ক্যাসেল রিসোর্টের সামনে এ ডাকাতির ঘটনা ঘটে।

 গ্রেপ্তারকৃতরা হলেন, মদনপুর ইউপির দেওয়ানবাগ এলাকা মৃত শহিদুল ইসলামের ছেলে মাহবুব আলম শিশির (৩২),মদনপুর কলাবাড়ি এলাকা মোসলেম মিয়ার ছেলে রাকিব(২৬)। ওই সময় ইমন ওরফে সুমন (৩২) নামে আরো এক ডাকাত কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় পিকআপ ভ্যান মালিক আবু হানিফ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানাগেছে,  পিকআপ ভ্যানের মালিক আবু হানিফ তার চালক শহিদুল ইসলামকে গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা চৌদ্দগ্রাম মিয়া পুর থেকে   পিকআপ ভ্যানে বাসা বাড়ির  মালামাল তুলে  নারায়নগঞ্জ বন্দরের  উদ্দেশ্যে রওনা দেন।

রাত ৪ টার দিকে  ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের মালিবাগ এলাকায়  এসএইচ ক্যাসেল রিসোর্টের  সামনে পৌঁছালে একটি সংঘবদ্ধ ডাকাত দল গাড়ি গতিরোধ করে। এসময় চালককে মারধরের পর তার হাত পা বেঁধে  রাস্তায় ফেলে দিয়ে নগদ সাড়ে ৯ হাজার টাকা ও মোবাইল সেট পিকআপ নিয়ে যায় ডাকাত দল।

পরে জিপিএসের মাধ্যমে পিক-আপের লোকেশন সনাক্ত করে বন্দর পুলিশের সয়হাতায় বন্দরের কুশিয়ারা এলাকা থেকে পিকআপ সহ দুই ডাকাত গ্রেপ্তার করেছেন। এসময় পুলিশের উপস্থিতি টের ইমন ওরফে সুমন নামে এক ডাকাত পালিয়ে যায়।   

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ছ নত ই চ লক প কআপ ভ য ন

এছাড়াও পড়ুন:

বন্দরে চালককে বেঁধে পিকআপ ভ্যান ছিনতাই, গ্রেপ্তার ২

বন্দরে চালককে  বেঁধে একটি পিকআপ ভ্যান ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় সংঘবদ্ধ  দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ লা মে) রাতে বন্দর উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জাঙ্গাল মালিবাগস্থ এস এইচ ক্যাসেল রিসোর্টের সামনে এ ডাকাতির ঘটনা ঘটে।

 গ্রেপ্তারকৃতরা হলেন, মদনপুর ইউপির দেওয়ানবাগ এলাকা মৃত শহিদুল ইসলামের ছেলে মাহবুব আলম শিশির (৩২),মদনপুর কলাবাড়ি এলাকা মোসলেম মিয়ার ছেলে রাকিব(২৬)। ওই সময় ইমন ওরফে সুমন (৩২) নামে আরো এক ডাকাত কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় পিকআপ ভ্যান মালিক আবু হানিফ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানাগেছে,  পিকআপ ভ্যানের মালিক আবু হানিফ তার চালক শহিদুল ইসলামকে গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা চৌদ্দগ্রাম মিয়া পুর থেকে   পিকআপ ভ্যানে বাসা বাড়ির  মালামাল তুলে  নারায়নগঞ্জ বন্দরের  উদ্দেশ্যে রওনা দেন।

রাত ৪ টার দিকে  ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের মালিবাগ এলাকায়  এসএইচ ক্যাসেল রিসোর্টের  সামনে পৌঁছালে একটি সংঘবদ্ধ ডাকাত দল গাড়ি গতিরোধ করে। এসময় চালককে মারধরের পর তার হাত পা বেঁধে  রাস্তায় ফেলে দিয়ে নগদ সাড়ে ৯ হাজার টাকা ও মোবাইল সেট পিকআপ নিয়ে যায় ডাকাত দল।

পরে জিপিএসের মাধ্যমে পিক-আপের লোকেশন সনাক্ত করে বন্দর পুলিশের সয়হাতায় বন্দরের কুশিয়ারা এলাকা থেকে পিকআপ সহ দুই ডাকাত গ্রেপ্তার করেছেন। এসময় পুলিশের উপস্থিতি টের ইমন ওরফে সুমন নামে এক ডাকাত পালিয়ে যায়।   

সম্পর্কিত নিবন্ধ