কিশোরগঞ্জ সদর উপজেলায় শত বছরের পুরোনো খাল দখলে নিতে বাঁধ দিয়েছেন জিল্লুর রহমান নামে এক মৎস্য খামারি। নিজের মৎস্য খামার-সংলগ্ন খালে দুটি বাঁধ নির্মাণ করেছেন ওই মৎস্য খামারি। উপজেলার দানাপাটুলি ইউনিয়নের গাগলাইল এলাকায় এ ঘটনা ঘটে। এতে ক্ষোভ জানিয়ে খাল থেকে দ্রুত বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 
স্থানীয়দের অভিযোগ, খালের পাড় কেটে ব্যক্তিগত মৎস্য খামারের পরিধি বাড়াতেই জিল্লুর ওই খালের দুই মাথায় বাঁধ দিয়েছেন। এক পর্যায়ে খালের এক পাড় কেটে মৎস্য খামারের সঙ্গে মিলিয়ে ফেলার পরিকল্পনা করেছেন তিনি। ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী প্রতিবাদ জানালেও খাল থেকে বাঁধ অপসারণ করেননি জিল্লুর। 
গত বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, দানাপাটুলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গাগলাইল এলাকায় খালের মধ্যে দুটি বাঁধ দেওয়া হয়েছে। খালটির পূর্ব পাশেই রয়েছে এলাকার জিল্লুর রহমানের মৎস্য খামার। বাঁধ দেওয়ায় খালের একটি বড় অংশের সঙ্গে জিল্লুর রহমানের মৎস্য খামারের একটি সংযোগ তৈরি হয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, মৎস্য খামারটি সম্প্রসারণ করতে যে কোনো সময় খালের এক পাড় কেটে খামারের সঙ্গে মিলিয়ে ফেলবেন জিল্লুর।
স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভুঁইয়া, ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আকরাম হোসেন, সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবির উথান জানান, খালটি ব্রিটিশ আমলের। দেশে যতবার ভূমি জরিপ হয়েছে, ততবারই খালটি সরকারি সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত হয়েছে। একসময় এই খালে বর্ষাকালে শত শত মানুষ জাল নিয়ে মাছ শিকার করতেন। এই খালটি ছিল এই এলাকার বিল ও ফসলি মাঠের প্রাণ। খালে বাঁধ দেওয়া হলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা তৈরি হবে। তারা জিল্লুরকে খালে বাঁধ দেওয়ার সময় বারবার নিষেধ করলেও তিনি শোনেননি। বাঁধ অপসারণে এলাকাবাসী শিগগিরই জেলা প্রশাসক ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেবেন। 
দানাপাটুলি ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া জানান, তিনি জিল্লুর রহমানকে ইউনিয়ন পরিষদ ভবনে ডেকে খালে বাঁধ না দেওয়ার জন্য নিষেধ করেছেন। তিনি কিছুতেই নিষেধ শুনছেন না।
অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে চেষ্টা করেও জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠালেও সাড়া পাওয়া যায়নি।  
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.

এরশাদ মিয়া জানান, সরেজমিন বিষয়টি দেখতে ভূমি অফিসের নায়েবকে সেখানে পাঠাবেন তিনি। খাল দখলের সত্যতা পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ল ল র রহম ন মৎস য খ ম র এল ক ব স

এছাড়াও পড়ুন:

১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন ছিল। ছবি:শিল্পকলা একাডেমি

সম্পর্কিত নিবন্ধ