Samakal:
2025-08-02@12:25:23 GMT

তুমি নদীর মতো বয়ে যাও...

Published: 12th, May 2025 GMT

তুমি নদীর মতো বয়ে যাও...

আমার গন্তব্য তুমি
আব্দুল্লাহ নেওয়াজ

স্বাধীন তো আমি সবসময় ছিলাম,
পরাধীন তো হয়েছি তোমার জন্য
ভালো তো তোমায় সবাই বাসে,
আমি তো বাসি পাওয়ার জন্য
ক্লান্ত তো আমিও হই কিন্তু 
হাঁটি তোমার দেওয়া সুখের জন্য
গন্তব্য তো সবারই আছে,
আমার গন্তব্য তুমি…।

 

নিরাপদ আকাশ
শারমিন নাহার ঝর্ণা

উত্তপ্ত রোদ ছুঁয়ে দিচ্ছে সজীব পাতার শরীর
পাখিদের মিষ্টি মধুর গান
থেমে যাচ্ছে মিসাইলের বিকট শব্দে
আতঙ্কিত চোখ খুঁজে বেড়ায় ঘন সবুজ,
শুভ্রনীল আকাশের বুকে বেদনার অনল
কোথায় হারালো নিরীহ পাখির ঝাঁক?
নিরানন্দ শহরজুড়ে হিংস্রতার মহাউৎসব।
আমিও উড়তে চাই পাখিদের সঙ্গে
নিরাপদ একটা নীল আকাশ পেলে,
সমস্ত কোলাহল ছেড়ে সুখে ডানা মেলে।

 

বৃষ্টি নামুক 
তুহীন বিশ্বাস 

আমার শহরটাতে বৃষ্টি নামুক মুষলধারে 
নকল ধুয়ে বেরিয়ে আনুক আসলটারে,
যেমনি করে শুদ্ধ মানুষ সব বেঁচে থাকে 
সুগন্ধি তাই ছড়িয়ে পড়ুক জীবন বাঁকে।

আসুক তবে বৃষ্টির ফোঁটা চৌচির মাঠে 
পুণ্যের ফসল জমিয়ে থাকুক কর্ম পাঠে, 
অন্তর পোড়া দুর্গন্ধে সমাজ নষ্ট করে 
ছাইগুলো তাই উড়ে যাক হঠাৎ ঝড়ে। 

তোমার শহর আমার মতো সাজাও যদি 
সুখের আমেজে ভাসবে তুমিও নিরবধি, 
বিষের বাঁশিটা ছাড় এবার তওবা করে 
নইলে কিন্তু পচতে হবে সারা জনম ভরে।

 

নদী ও নারী
জহিরুল হক বিদ্যুৎ

নারী, এক প্রবহমান নদী,
উৎস এক প্রবহমান নীরবতা থেকে।
জন্ম নেয়, বয়ে চলে আকাশের নীলে,
পৃথিবীর বুকে, মানুষের ভেতরে।
কখনও পবিত্র, তীর্থ, শুদ্ধি
আবার কখনও বিরাট, খরস্রোতা, ক্ষুধার্ত।
নিজেই সৃষ্টির বুকে সংগীত বাজায়,
আবার বুকে লুকিয়ে রাখে কান্না।
তুমি নদীর মতো বয়ে যাও
সীমারেখা ভেঙে পথ তৈরি কর।
তোমার প্রেম জলের মতো ঠান্ডা,
আবার আগুনের মতো জ্বলন্ত।
তোমার দুঃখ বৃষ্টির মতো ঝরে 
তুমি কেবল স্রোত নও, তুমি তীরও
যেখানে দাঁড়িয়ে স্বপ্ন দেখে কেউ,
আবার কেউ হারায় সবকিছু।

 

কেন আড়ালে থাক
মহসিন আলম মুহিন

আশা দিয়ে তুমি আড়ালে চলে গেলে,
কীসের ছুতায়, কী দোষ খুঁজে পেলে।
ভরা ভাদরে বল কেন আছ দূরে সরে,
নদী যৌবনা, তবুও মিশে না কেন সাগরে।
নয়নের জলে বেদনারা ভিজে ভিজে সিক্ত–
ফল নাহি মেলে, সবই লাগে যেন রিক্ত।
ফুল আসে, কেন ফল নাই গাছের ডালে,
ঘুংঘুর পরা পাখিরা বসে না কেন চালে।
কেন আড়ালে থেকে বিরহের দাও জ্বালা,
তোমারই বিহনে অন্তর পুড়ে হলো কালা।
মেঘে ঢাকা চাঁদ যায় না দেখা চোখ ভরে,
বিষাদ লাগে, সারাক্ষণ মনটা শুধুই পোড়ে।
 

 

আমি আর নৈঃশব্দ্য
রবিন ইসলাম 

আমি আর নৈঃশব্দ্য—
চুপচাপ হই মুখোমুখি।
জাগে না কোনো সুর, বাজে না কোনো বাঁশি,
শুধু শূন্যতা বয়ে আনে বাতাস—
তাতে নেই শব্দ, নেই ছন্দ, নেই অনুরণন।

আমি আর নৈঃশব্দ্য—
এই ধূসর বিকেলে কেউ ফেরে না পেছনে,
কেউ রাখে না হাত, কেউ ডাকে না নামে।
সব শব্দ গেছে পলায়ন করে,
রয়ে গেছে শুধু এক অদৃশ্য স্তব্ধতা।

তবু দাঁড়িয়ে থাকি আমি—
নৈঃশব্দ্যের চোখে চোখ রেখে।
আমার ভেতরে তার আশ্রয়,
তার ভেতরে আমার অস্তিত্ব।

শুধু আমরা—
আমি আর নৈঃশব্দ্য।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

আজ শ্রাবণের ১৬ তারিখ। প্রকৃতির নিয়মে এ মাসে বৃষ্টি বেশি ঝরে। আজও ঢাকার আকাশ মেঘলা। বুধবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও ঝুম বৃষ্টি কখনও গুঁড়ি গুঁড়ি। তবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় ও পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রয়েছে ভূমিধসের ঝুঁকি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ফলে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অতিভারী বৃষ্টির কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়াসহ বাস, রিকশা ও সাধারণ চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

বঙ্গোপসাগরে উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদী ও সমুদ্রবন্দর এলাকায় অবস্থানরত নৌযানগুলোকে সাবধানতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবারও সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ এলাকায় এবং অন্যান্য বিভাগে অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রবিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বৃষ্টিপাত।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। 

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজার ৬৮ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • কর্মীদের মতের মূল্য নাই, জিএম কা‌দের দল চালান স্ত্রীর কথায় 
  • ব্রেন হ্যাক: স্বাভাবিক হওয়ার পাঁচ উপায় জেনে নিন
  • অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা