মাদকের বিরুদ্ধে সুহৃদের মানববব্ধন ও সমাবেশ
Published: 13th, May 2025 GMT
মাদকের ভয়াল থাবা থেকে সবাইকে দূরে রাখতে বিভিন্ন কর্মসূচি আয়োজন করে আসছে সমকাল সুহৃদ সমাবেশ। এর ধারাবাহিকতায় ১১ মে নওগাঁ সুহৃদের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘মাদকের বিরুদ্ধে আমরা’ স্লোগানে নওগাঁয় মাদকবিরোধী মানববন্ধন ও সুহৃদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ মে বিকেল ৫টায় সমকাল সুহৃদ সমাবেশ নওগাঁর আয়োজনে শহরের মাছবাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। সুহৃদ সদস্যদের সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত হন।
মানববন্ধনে বক্তারা বলেন, যে কোনো পরিবার ও সমাজের জন্য মাদক হুমকিস্বরূপ। মাদকাসক্ত ব্যক্তি অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড করতে কোনো দ্বিধা করে না এবং মাদকাসক্তি সমাজে অপরাধপ্রবণতা বাড়ানোসহ শৃঙ্খলা নষ্ট করে। পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ অলিগলি ও পাড়া-মহল্লায় আশঙ্কাজনক হারে বাড়ছে নারী ও কিশোর মাদকাসক্তের সংখ্যা। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক রয়েছে শিক্ষার্থী। মাদকাসক্তি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা না গেলে তা সমাজে ভয়ংকর রূপ ধারণ করবে।
সুহৃদরা বলেন, ‘সমকাল শুধু একটি সংবাদপত্রই নয়, একটি সামাজিক আন্দোলনও। এ সামাজিক আন্দোলনের অন্যতম হচ্ছে মাদকবিরোধী আন্দোলন। তাই সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে মাদকবিরোধী এ কর্মসূচি পালন করছে এবং আগামী দিনেও এ আন্দোলন অব্যাহত থাকবে।’
অতিথিরা বলেন, ‘মাদকের করাল গ্রাসে যুবসমাজ আজ ধ্বংসের পথে। প্রশাসন মাদককারবারিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।’ নওগাঁ শহরের মাছবাজার, নুনিয়াপট্টি, ঢাকা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক বিক্রি বন্ধে জেলা পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি মাছবাজার এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপন করে মাদক বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
সুহৃদ সদস্য সচিব প্রকৌশলী চন্দন কুমার দেবের সঞ্চালনায় যুগ্ম আহবায়ক মুরাদ হাসানের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন– বৈষম্যবিরোধী ছাত্রনেতা ফজলে রাব্বি, মিজানুর রহমান, সুহৃদ সুষমা সাথী, মাহবুবুল আলম আলো, ফারুক চৌধুরী, মহাসিন আলী রুবেল, শরিফ নেওয়াজ রনি প্রমুখ। উপস্থিত ছিলেন প্রশিকা বিদ্যানিকেতন নওগাঁর শিক্ষক মুনিরা আক্তার, মৌসুমী খাতুন, তনুকা পারভীন, খাইরুন, খুশিসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুহৃদরা।
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, নওগাঁ
উৎস: Samakal
কীওয়ার্ড: নওগ স হ দ সম ব শ সমক ল
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে বিদ্যালয়ের মালামাল বিক্রির ঘটনায় ঝাড়ু-জুতা মিছিল
সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের মালামাল রাতের আধাঁরে গোপনে বিক্রির ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবীতে ঝাড়ু ও জুতা মিছিল করেছেন বিদ্যালয়ের বর্তমান–সাবেক শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট স্কুলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযুক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান ভূইয়া, সাবেক সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম এবং একাধিক অভিযোগের মুখে থাকা প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।
মানববন্ধনে সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম বলেন, “এ ইউনিয়নকে যেন ব্যক্তিগত সম্পত্তি মনে করে মাসুম ও মনিরুজ্জামান নিজেদের ইচ্ছেমতো সব কিছু সিদ্ধান্ত নিচ্ছেন।
তাদের নেতৃত্বে বিদ্যালয়ের মালামাল রাতের আধাঁরে নিয়মবহির্ভূতভাবে বিক্রি করা হয়। পরে এলাকাবাসী মালামাল ভর্তি গাড়ি আটক করে। কিন্তু এখন উল্টো ভালো মানুষদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই।”
সাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান মাসুদ মোল্লা বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানের মালামাল চুরি করে বিক্রি করার মতো ন্যাক্কারজনক ঘটনা আমাদের ইউনিয়নের ভাবমূর্তি নষ্ট করেছে।
স্কুলের মতো পবিত্র জায়গায় দুর্নীতি ও অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, “এলাকাবাসী রাতেই মালামাল আটকে দিয়ে প্রমাণ করেছে—এ এলাকার মানুষ অন্যায়ের বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ। আমরা চাই প্রশাসন যেন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে।”
এলাকাবাসীরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের মালামাল বিক্রির মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজন কঠোর নজরদারি ও পরিচালনা কমিটিতে সৎ-নিষ্ঠাবান ব্যক্তিদের অন্তর্ভুক্তি।
মানববন্ধন শেষে এলাকাবাসী ঝাড়ু ও জুতা প্রদর্শন করে দুর্নীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম জানান, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণীত ভাবে আমাদের বিতর্কিত করতে বিক্রি করা মালামাল চুরির ঘটনা সাজিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে গতকাল মিটিং করেছি৷
অভিযুক্ত বর্তমান কমিটির সভাপতি মনিরুজ্জামান ভূইয়া জানান, আমরা স্কুলের একটি কমিটি করে বিক্রি করেছি। তবেমাধ্যমিক শিক্ষা অফিস থেকে কোনো অনুমতি নেই নি। বিক্রি করার পর গাড়িতে উঠাতে রাত হয়ে যায়। এখানে কোনো চুরির ঘটনা ঘটে নি।
উল্লেখ্য, গত (৯ সেপ্টেম্বর) শনিবার স্কুল বন্ধ থাকা সত্ত্বেও সভাপতি ও প্রধান শিক্ষককের নির্দেশে রাতের আধাঁরে নিয়মবহির্ভূতভাবে পঞ্চমীঘাট স্কুলের মালামাল বিক্রি করা হয়। যা স্থানীয় এক ভাঙ্গারীর পিক-আপ ভ্যানে নেয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।