Samakal:
2025-05-13@13:09:37 GMT

আমেলি বোনাঁর অন্যরকম উত্থান

Published: 13th, May 2025 GMT

আমেলি বোনাঁর অন্যরকম উত্থান

২০২৩ সালে একই নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য সিজার পুরস্কার করেছিলেন আমেলি বোনাঁ। এবার তিনি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র Partir un jour নিয়ে হাজির হয়েছেন কান উৎসবের উদ্বোধনী মঞ্চে।

ওয়েস অ্যান্ডারসন, জাফর পানাহি, কেলি রেইকার্ড, জোয়াকিম ত্রিয়ার, জুলিয়া দুকুর্নো, দার্দেনের মত বিশ্বখ্যাত  পরিচালকের সঙ্গে প্রতিযোগিতায় থাকা ২২টি ছবির পাশে এক নতুন নামই হচ্ছে আমেলি বোনাঁ। এবং তারই ছবি দিয়ে শুরু হচ্চে উৎসব। যদিও এটি প্রতিযোগিতার বাইরের একটি পার্ট। প্রতিযোগিতার বাইরের হলেও  এর গুরুত্ব কম নয়। 

সাধারণত কান উৎসবের উদ্বোধনী ছবি হয়ে থাকে বড় বাজেটের, তারকাসমৃদ্ধ, জনপ্রিয় কোনো চলচ্চিত্র। কিন্তু এবার সেই ধারা ভেঙে এক নবীন, অপরিচিত পরিচালকের প্রথম ছবি দিয়েই যাত্রা শুরু করছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই উৎসব।

আমেলি বলেন, “আমরা আশা করেছিলাম অন্তত কোনো পার্শ্ব নির্বাচন তালিকায় জায়গা পাবো। কিন্তু ৯ এপ্রিল, উৎসবের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগের দিন, সহ-প্রযোজক সিলভি পিয়ালা আমাদের ফোন করে বললেন, ‘তোমরা কি উৎসবের উদ্বোধনী ছবি হতে চাও?’ আমি ভাবলাম ওটা নিশ্চয়ই একটা রসিকতা। পরে দেখি না সত্যি সত্যিই”

স্বল্পদৈর্ঘ্য থেকে পূর্ণদৈর্ঘ্যে রূপ নেওয়া Partir un jour ছবিটি মূলত বিচ্ছেদ, পলায়ন এবং সম্পর্কের  টানাপড়েনের গল্প। আমেলি বলেন, “এই ছবি সেই মুহূর্তগুলোর কথা বলে, যখন মানুষ হঠাৎ সিদ্ধান্ত নেয় নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়ার, পুরোনো বন্ধন ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার।”

উদ্বোধনী আসরে সম্মানজনক পাম দ’র পুরস্কার প্রদান করা হবে অভিনেতা রবার্ট ডি নিরোকে। এই সম্মাননা গ্রহণ করতে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের প্রেক্ষাগৃহে হাজির থাকবেন তিনি। উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে আমেলি বোনাঁর ‘লিভ ওয়ান ডে’। এটি নির্মাতার প্রথম ছবি।

মঙ্গলবার (১৩ মে) ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসবের ৭৮ তম আসর।  এবারের উৎসবে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়বে ১২টি ছবি। আঁ সেঁর্তা রিগা শাখায় থাকছে ২০টি চলচ্চিত্র, প্রতিযোগিতার বাইরে ১২টি ছবি, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ১০টি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছে ৯টি ছবি। কান ক্লাসিক সেশনসে নির্বাচিত ৩০টি ছবি। লা সিনেফ শাখায় রয়েছে ১৬ টি। তবে এবার কোনো কোরীয় ছবি জায়গা করে নিতে পারেনি। গত এক যুগে এই প্রথম এমনটা ঘটল। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব র ঘ য চলচ চ ত র উৎসব র প রথম

এছাড়াও পড়ুন:

কান চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন অধ্যাপক ড. শরীফুল ইসলাম

আগামী ১৩-২৪মে ৭৮তম কান চলচ্চিত্র অনুষ্ঠিত হবে। শরীফুল ইসলাম এর আগে সাংবাদিক হিসেবে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন। সে সময় নয়াদিগন্তসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফিচার স্টোরি, ফটোগ্রাফিসহ বিভিন্ন রিপোর্ট তৈরি করেছিলেন। কিন্তু এবারে একজন একাডেমিক শিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন। বিশ্বের নানন দেশ থেকে আসা চলচ্চিত্রবিষয়ক অভিজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এছাড়াও, চলচ্চিত্রবিষয়ক কর্মশালায়ও অংশ নেবেন।

শরীফুল ইসলাম বলেন, ‘বিশ্বের অন্যতম মর্যদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পাওয়া খুবই সম্মানের। আর সেটা যদি হয় একাডেমিক শিক্ষক হিসেবে, তবে তা সত্যিই অনেক গর্বের। সেখানে একটি সেশনে আমার কথা বলার সুযোগ থাকবে। আমি চেষ্টা করব, আমার দেশের সংস্কৃতি তুলে ধরার। পাশাপাশি বাংলাদেশি সিনেমা নিয়েও কথা বলব।’

শরীফুল ইসলাম সময় পেলেই বিশ্বের বিভিন্ন আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে থাকেন। তিনি কান চলচ্চিত্র ছাড়াও কোরিয়ার বুসান চলচ্চিত্র, জাপানের টোকিও চলচ্চিত্র ও সৌদি আরবের রেড সি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন।

শরীফুল ইসলাম দীর্ঘ ১৫ বছর সাংবাদিকতা করেছেন। তিনি নয়াদিগন্ত, ইত্তেফাক, ইনকিলাব, বৈশাখী টেলিভিশন, সিনহুয়া নিউজ এজেন্সি ও উহান টেলিভিশনে কাজ করেছেন। ২০২০ সালে পিএইচডি ডিগ্রি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিউপিতে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • চবির সমাবর্তন বুধবার, উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা
  • কান: প্রতিযোগিতা বিভাগে লড়বে ২২ চলচ্চিত্র
  • কান চলচ্চিত্র উৎসবে আমেলি বোনাঁর অন্যরকম উত্থান
  • কার হাতে উঠবে স্বর্ণপাম
  • বুদ্ধপূর্ণিমার ছুটিতেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম
  • মা তোমাকে খুব ভালোবাসি
  • হাতিরঝিলে হবে দৌড় উৎসব, অংশ নিতে করতে হবে নিবন্ধন
  • গৌতম বুদ্ধের সৌন্দর্যমণ্ডিত উৎসব
  • কান চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন অধ্যাপক ড. শরীফুল ইসলাম