তারকার ঝলকে পাঁচ দিনব্যাপী ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’-এর পর্দা নামলো।

মঙ্গলবার (১৩ মে) জমজমাট ফাইনালে ৯ উইকেটের দাপুটে জয় নিয়ে শিরোপা জিতেছে গিগাবাইট টাইটান্স।

ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হওয়া ফাইনাল ম্যাচে গিগাবাইট টাইটান্সের প্রতিপক্ষ ছিল স্বপ্নধরা স্পারটান্স। প্রথমে ব্যাট করে স্পারটান্স ১৩৮ রানের টার্গেট দেয়। জবাবে, নির্ধারিত ওভারের অনেক আগেই ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় গিগাবাইট টাইটান্স।

চ্যাম্পিয়ন দল গিগাবাইট টাইটান্সে ছিলেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদসহ আরও অনেকে। দলের মেন্টরের দায়িত্বে ছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অন্যদিকে রানার্সআপ স্বপ্নধরা স্পারটান্সের নেতৃত্বে ছিলেন গিয়াস উদ্দিন সেলিম।

তারকার মেলায় জমজমাট আয়োজন
পুরো টুর্নামেন্টেই ছিল তারকার ছড়াছড়ি। চারটি দল— গিগাবাইট টাইটান্স, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটান্স—এই আসরে অংশ নেয়। খেলোয়াড়দের মধ্যে ছিলেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, তানহা তাসনিয়া, সায়রা জাহান আক্তার, সিনথিয়া, আলিশা প্রমুখ।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেনসহ আরও অনেকেই।

ম্যাচের মধ্যেই দেখা মিলেছে ভিন্ন এক চমকের। বিরতিতে উন্মোচন করা হয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা ‘নাদান’-এর পোস্টার। ঘোষণা দেওয়া হয়, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ছবিটি।

সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ সরাসরি সম্প্রচার করে টি-স্পোর্টস। খেলার মাঠে তারকা, বিনোদন ও ক্রিকেট—এই তিনের সমন্বয়ে তৈরি হয়েছিল এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশ।

ঢাকা/রাহাত/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ গ ব ইট ট ইট ন স

এছাড়াও পড়ুন:

ঢাকা ক্লাবের নতুন সভাপতি শামীম হোসেন

রাজধানীর অভিজাত ও শতবর্ষী পুরোনো ঢাকা ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালনা পর্ষদের নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। তাতে অভিজাত ক্লাবটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শামীম হোসেন। ঢাকা ক্লাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাবের সভাপতি পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখান থেকে সদস্যদের ভোটে শামীম হোসেন সভাপতি নির্বাচিত হন। ঢাকা ক্লাবের নতুন সভাপতি একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি রবিন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের পরিচালক। এ ছাড়া তিনি উত্তরা ক্লাবেরও সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সভাপতি ছাড়াও সদস্যদের ভোটে ২০২৫–২৬ সালের জন্য ১০ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদও নির্বাচিত হয়। পর্ষদের নবনির্বাচিত সদস্যরা হলেন—তাজবির সালেহিন, মোহাম্মদ রবিউল ইসলাম আজাদ, তানভির আহমেদ মিকি, কুজেস্তা নুর–ই–নাহারিন, তুহিন রেজা, নাঈম মো. কাইয়ুম, ইসরাত হেলাল, মোজাহারুল হক শহিদ, মো. আমিনুর রেজা খান ও এহসানুল হক। নতুন কমিটি ২০২৫–২৬ মেয়াদে দায়িত্ব পালন করবে।

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (২ জুলাই ২০২৫)
  • মেসির ইন্টার মায়ামি ছাড়ার গুঞ্জন  
  • রাইট শেয়ার ইস্যুতে সম্মতি পায়নি কনফিডেন্স সিমেন্ট
  • আজ টিভিতে যা দেখবেন (১ জুলাই ২০২৫)
  • চাষাবাদে ৫৬% কৃষি জমির টেকসই ব্যবহার হচ্ছে না
  • সাহিত্য রিপোর্টাস ক্লাব নির্বাচনে প্রিন্স সভাপতি ডালিম সম্পাদক
  • সাধারণ জ্ঞান-১০: মে ২০২৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ জুন ২০২৫)
  • ইংরেজি ও জাপানি ভাষা জানলে বাড়তি সুবিধা
  • ঢাকা ক্লাবের নতুন সভাপতি শামীম হোসেন