খুলনায় হাত-পা বাঁধা অবস্থায় ক্ষতবিক্ষত অজ্ঞাত এক যুবকের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ মে) ভোরে খুলনা মহানগরীর শিপইয়ার্ড এলাকা থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, শিপইয়ার্ড মেইন গেটের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.
তিনি আরও বলেন, “হাত-পা বেঁধে তাকে প্রথমে তাকে জখম করা হয়। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা পলিথিনে মুড়িয়ে শ্বাসসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ঢাকা/নুরুজ্জামান/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র মরদ হ য বক র
এছাড়াও পড়ুন:
ডোবা থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
ভাণ্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামে শুক্রবার দুপুরে ডোবা থেকে রায়হান ইসলাম রাজ (১০) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজ স্থানীয় বাদল মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে বাকেরগঞ্জ উপজেলার দুদাল গ্রামের মো. আলীর ছেলে।
রাজ নানাবাড়িতে থেকে পড়ালেখা করত। তার বাবা মো. আলী ও মা নুসরাত জাহান রাজধানীর একটি পোশাক কারখানায় কাজ করেন। শুক্রবার সে বাড়ির আঙিনায় খেলা করছিল। দীর্ঘ সময় নানি তাকে না পেয়ে খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার কাছে তার জুতা দেখতে পান। পরে প্রতিবেশীর সহায়তায় ডোবা থেকে রাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহমেদ আনওয়ার জানান, রাজ পানিতে ডুবে মারা গেছে– এমনটাই জানিয়েছে পরিবার। পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে রয়েছে।