শিক্ষা ব্যাবস্থার উন্নতমান, অফুরন্ত গবেষণা কর্মের সুযোগ, স্কলারশিপ, ক্রমবর্ধমান ভবিষ্যৎ কর্মক্ষেত্রের চাহিদার কারণে উত্তর ইউরোপের দেশ সুইডেন বাংলাদেশি শিক্ষার্থীদের গন্তব্য হতে পারে। পরিবেশ বিজ্ঞান, ভাষা শিক্ষা , কৃষি গবেষণা ও ইঞ্জিনিয়ারিং– এসব বিষয়ে উচ্চশিক্ষার জন্য সুইডেনকে আদর্শ বলা হয়। তবে এর পাশাপাশি আরও কিছু বিষয় উল্লেখযোগ্য। বিষয়গুলো হলো– এমবিএ, টেলিকমিউনিকেশন, আইন, ম্যাথমেটিক্স, জনস্বাস্থ্য, আর্ট অ্যান্ড ডিজাইন, মেডিকেল, অর্থনীতি, ভূগোল, হিউম্যান রিসোর্স, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, ফিল্ম ও মিডিয়া, লাইফ সায়েন্স ইত্যাদি সুইডেনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেশ কিছু জনপ্রিয় স্কলারশিপ রয়েছে।
Swedish Institute Scholarships for Global Professionals (SISGP): এটি সুইডেনের সবচেয়ে পরিচিত এবং মর্যাদাপূর্ণ স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম। এটি সুইডিশ ফরেন অ্যাফেয়ার্স মন্ত্রণালয় দ্বারা অর্থায়ন করা হয় এবং মূলত EU/EEA-এর বাইরের দেশগুলোর শিক্ষার্থীদের জন্য মাস্টার্স প্রোগ্রামের জন্য ডিজাইন করা হয়েছে। এই স্কলারশিপ টিউশন ফি, জীবনযাত্রার খরচ (মাসিক ভাতা), ভ্রমণ অনুদান এবং স্বাস্থ্য বীমা কভার করে। এটি সাধারণত ‘ফিউচার গ্লোবাল প্রফেশনালস’ তৈরি করার লক্ষ্যে দেওয়া হয়।
Lund University Global Scholarship : লুন্ড ইউনিভার্সিটি সুইডেনের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। তাদের গ্লোবাল স্কলারশিপ প্রোগ্রাম মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের (EU/EEA-এর বাইরের) জন্য ডিজাইন করা হয়েছে। এটি টিউশন ফির সম্পূর্ণ বা আংশিক অংশ কভার করে। স্কলারশিপের পরিমাণ শিক্ষার্থীর একাডেমিক যোগ্যতা এবং প্রোগ্রাম ভেদে পরিবর্তিত হয়।
Chalmers IPOET Scholarships: চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি আন্তর্জাতিক মাস্টার্স প্রোগ্রামের জন্য IPOET (International Programme Office for Education and Training) স্কলারশিপ প্রদান করে। এটিও EU/EEA-এর বাইরের শিক্ষার্থীদের জন্য। এই স্কলারশিপ সাধারণত টিউশন ফির ৭৫% পর্যন্ত মওকুফ করে।
Uppsala University Scholarships : উপসালা ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপ অফার করে, বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামে আবেদনকারীদের জন্য। এই স্কলারশিপগুলো সাধারণত EU/EEA-এর বাইরের শিক্ষার্থীদের জন্য এবং প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং মানবিকতার মতো বিভিন্ন ক্ষেত্রে উপলব্ধ। এটি টিউশন ফি কভার করতে সাহায্য করে। এই স্কলারশিপগুলোর পাশাপাশি সুইডেনের অন্য বিশ্ববিদ্যালয়গুলোও তাদের নিজস্ব স্কলারশিপ প্রোগ্রাম অফার করে। যে কোনো স্কলারশিপের জন্য আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং স্কলারশিপের অফিসিয়াল পেজ দেখে যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া এবং সময়সীমা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ্রন্থনা :: রাজিয়া আক্তার
.উৎস: Samakal
কীওয়ার্ড: শ ক ষ র থ দ র জন য ট উশন ফ
এছাড়াও পড়ুন:
সুইডেনের তিনটি বৃত্তি
শিক্ষা ব্যাবস্থার উন্নতমান, অফুরন্ত গবেষণা কর্মের সুযোগ, স্কলারশিপ, ক্রমবর্ধমান ভবিষ্যৎ কর্মক্ষেত্রের চাহিদার কারণে উত্তর ইউরোপের দেশ সুইডেন বাংলাদেশি শিক্ষার্থীদের গন্তব্য হতে পারে। পরিবেশ বিজ্ঞান, ভাষা শিক্ষা , কৃষি গবেষণা ও ইঞ্জিনিয়ারিং– এসব বিষয়ে উচ্চশিক্ষার জন্য সুইডেনকে আদর্শ বলা হয়। তবে এর পাশাপাশি আরও কিছু বিষয় উল্লেখযোগ্য। বিষয়গুলো হলো– এমবিএ, টেলিকমিউনিকেশন, আইন, ম্যাথমেটিক্স, জনস্বাস্থ্য, আর্ট অ্যান্ড ডিজাইন, মেডিকেল, অর্থনীতি, ভূগোল, হিউম্যান রিসোর্স, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, ফিল্ম ও মিডিয়া, লাইফ সায়েন্স ইত্যাদি সুইডেনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেশ কিছু জনপ্রিয় স্কলারশিপ রয়েছে।
Swedish Institute Scholarships for Global Professionals (SISGP): এটি সুইডেনের সবচেয়ে পরিচিত এবং মর্যাদাপূর্ণ স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম। এটি সুইডিশ ফরেন অ্যাফেয়ার্স মন্ত্রণালয় দ্বারা অর্থায়ন করা হয় এবং মূলত EU/EEA-এর বাইরের দেশগুলোর শিক্ষার্থীদের জন্য মাস্টার্স প্রোগ্রামের জন্য ডিজাইন করা হয়েছে। এই স্কলারশিপ টিউশন ফি, জীবনযাত্রার খরচ (মাসিক ভাতা), ভ্রমণ অনুদান এবং স্বাস্থ্য বীমা কভার করে। এটি সাধারণত ‘ফিউচার গ্লোবাল প্রফেশনালস’ তৈরি করার লক্ষ্যে দেওয়া হয়।
Lund University Global Scholarship : লুন্ড ইউনিভার্সিটি সুইডেনের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। তাদের গ্লোবাল স্কলারশিপ প্রোগ্রাম মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের (EU/EEA-এর বাইরের) জন্য ডিজাইন করা হয়েছে। এটি টিউশন ফির সম্পূর্ণ বা আংশিক অংশ কভার করে। স্কলারশিপের পরিমাণ শিক্ষার্থীর একাডেমিক যোগ্যতা এবং প্রোগ্রাম ভেদে পরিবর্তিত হয়।
Chalmers IPOET Scholarships: চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি আন্তর্জাতিক মাস্টার্স প্রোগ্রামের জন্য IPOET (International Programme Office for Education and Training) স্কলারশিপ প্রদান করে। এটিও EU/EEA-এর বাইরের শিক্ষার্থীদের জন্য। এই স্কলারশিপ সাধারণত টিউশন ফির ৭৫% পর্যন্ত মওকুফ করে।
Uppsala University Scholarships : উপসালা ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপ অফার করে, বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামে আবেদনকারীদের জন্য। এই স্কলারশিপগুলো সাধারণত EU/EEA-এর বাইরের শিক্ষার্থীদের জন্য এবং প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং মানবিকতার মতো বিভিন্ন ক্ষেত্রে উপলব্ধ। এটি টিউশন ফি কভার করতে সাহায্য করে। এই স্কলারশিপগুলোর পাশাপাশি সুইডেনের অন্য বিশ্ববিদ্যালয়গুলোও তাদের নিজস্ব স্কলারশিপ প্রোগ্রাম অফার করে। যে কোনো স্কলারশিপের জন্য আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং স্কলারশিপের অফিসিয়াল পেজ দেখে যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া এবং সময়সীমা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ্রন্থনা :: রাজিয়া আক্তার