ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পশুর হাটের ইজারায় অনিয়মের অভিযোগ উঠেছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গার হাটটিতে সর্বোচ্চ দরদাতা দুই প্রতিষ্ঠানকে ইজারা না দিয়ে তৃতীয় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানকে ইজারা দেয়ার অভিযোগ উঠেছে। আর এসব অনিয়মের অভিযোগে সোমবার দুপুরে ডিএনসিসি নগর ভবনের সামনে মানববন্ধন করেছে হাটের সর্বোচ্চ দরদাতা ইজারাদার জায়ান এন্টারপ্রাইজ।

মানববন্ধনে তারা অভিযোগ করেন, ‘ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গায় পশুর হাটটিতে জায়ান এন্টারপ্রাইজ সর্বোচ্চ দর দেয়। তবে করপোরেশন পিপিআর আইন ভঙ্গ করে তাকে হাটের ইজারা না দিয়ে তৃতীয় দরদাতাকে ইজারার জন্য নির্ধারণ করেছে।

করপোরেশন সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ডিএনসিসি এলাকায় ১০টি পশুর হাটের ইজারা বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর মধ্যে ৯টি হাটের ইজারার দরপত্র বাক্স গত ১৮ মে উন্মুক্ত করে যাচাই-বাছাই শেষে গত শনিবার খিলক্ষেত মস্তুল সংলগ্ন হাটটি সর্বোচ্চ দরদাতা হিসেবে সুরমি এন্টারপ্রাইজকে ১ কোটি ৫১ টাকায় ইজারা দেওয়া হয়। তবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গায় পশুর হাটটি সর্বোচ্চ দুই দরদাতাকে না দিয়ে তৃতীয় সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেয় করপোরেশন।
 
সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গায় পশুর হাটটির উন্মুক্ত ইজারায় মোট এগারজন ইজারা দর দাখিল করেন। হাটটির সরকারি মূল্য ছিল ৬৪ লাখ টাকা। আর এতে জায়ান এন্টারপ্রাইজ ২ কোটি ১৭ লাখ টাকা সর্বোচ্চ দর দাখিল করেন। দ্বিতীয় সর্বোচ্চ দর দাখিল করেন মেসার্স বিএম এন্টারপ্রাইজ ১ কোটি ৫১ লাখ টাকা। তবে সিটি করপোরেশনের যাচাই-বাছাই কমিটি সর্বোচ্চ দুই দরদাতাকে ইজারা না দিয়ে এস এফ কর্পোরেশনকে ১ কোটি ৪০ লাখ টাকায় ইজারা দেয়। কারণ হিসেবে করপোরেশন উল্লেখ করেছে- প্রতিষ্ঠান দুইটির ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি, এছাড়া ভ্যাট ট্যাক্সও বাকি রয়েছে।
 
করপোরেশন সূত্র জানায়, ইজারা পাওয়া এস এফ কর্পোরেশনের বিরুদ্ধে চলতি মাসের শুরুতে মিরপুর গাবতলী পশুর হাটের ইজারায় পে-অর্ডার জালিয়াতির প্রমাণ পেয়েছিল ডিএনসিসি। ওই হাটের বিজ্ঞপ্তিতে অংশ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২১ কোটি ৬৫ লাখ টাকা ইজারা দর দেয় প্রতিষ্ঠানটি। তবে ইজারা যাচাই-বাছাইয়ের সময় অগ্রণী ব্যাংকের আগ্রাবাদ শাখা তাদের দুইটি পে–অর্ডারের মধ্যে একটির ৮ কোটি ৫০ লাখ টাকার পে-অর্ডার সঠিক নয় বলে করপোরেশনকে জানায়। কিন্তু পরবর্তী সময়ে পিপিআর অনুযায়ী প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি করপোরেশন। 

এদিকে জায়ান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মনিরুজ্জামান সমকালকে বলেন, ‘পিপিআর নিয়ম অনুযায়ী করপরোশেনর অস্থায়ী পশুর হাটে শুধু জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দিয়ে একজন ব্যক্তি ইজারায় অংশ নিতে পারেন। তবে আমি আমার প্রতিষ্ঠানের মাধ্যমে ইজারায় অংশগ্রহণ করেছি। আমার প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স নবায়নকৃত আর ভ্যাট ট্যাক্সও নিয়মিত পরিশোধ করা হয়েছে।
 
তিনি বলেন, যেখানে অস্থায়ী হাটের ইজারায় সর্বোচ্চ দরদাতার কাগজপত্র নিয়ে সংশয় থাকলে প্রতিষ্ঠানটির সঙ্গে করপোরেশনের যোগাযোগ করার কথা, সেখানে আমি কয়েকবার প্রশাসক, প্রধান নির্বাহী আর প্রধান সম্পত্তি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছি। তারা কাগজপত্রের বিষয়ে কখনই কিছু বলেনি। অথচ গাবতলী পশুর হাটে পে-অর্ডার জালিয়াতি করা প্রতিষ্ঠানটিকে নিয়ম অনুযায়ী ব্লাকলিস্ট না করে তাদেরকে ইজারা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী আবু সাঈদ মো.

কামরুজ্জামান সমকালকে বলেন, ‘ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গায় উন্মুক্ত ইজারায় অংশগ্রহনকারী দু্‌ইটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়নকৃত না, আবার ভ্যাট ট্যাক্সও বাকি আছে। তাই তাদেরকে ইজারা না দিয়ে এসএফ কর্পোরেশনকে ইজারা দেওয়া হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ড এনস স ইজ র য় অ ড এনস স দরদ ত ক অর ড র

এছাড়াও পড়ুন:

ছুটিতে হল খোলা রাখার দাবি ইবি শিক্ষার্থীদের

পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। এ দীর্ঘ ছুটিতে আগামী ৪ জুন থেকে ১৪ জুন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ রাখার বিষয়ে ভাবছে প্রাধ্যক্ষ পরিষদ। তবে ছুটিতে হল খোলা রাখার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৮ মে) সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা।

এ সময় ‘ছুটির নামে হল বন্ধের প্রহসন মানি না’, ‘শিক্ষার্থীদের বিড়ম্বনা আর না’, ‘ঢাবি, রাবি, জাবি পারলে ইবি কেন নয়?’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যা-কার্ড প্রদর্শন করতে দেখা যায় শিক্ষার্থীদের। 

আরো পড়ুন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০-এ পা

লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রতি বছর ঈদে ইবির সব হল দীর্ঘদিন বন্ধ করে দেওয়া হয়। যা শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির। ছুটিতে একটি বিশ্ববিদ্যালয়ের হল কেনো বন্ধ করা হবে? বহু ধর্মাবলম্বী শিক্ষার্থী আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যারা ঈদুল আজহা উদযাপন করেন না। ছুটির সময় হলে বন্ধ থাকলে তাঁদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে।

তারা বলেন, ছুটির পরপরই ৪৭তম বিসিএসসহ একাধিক সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেক শিক্ষার্থী হলে থেকে এসব পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হল বন্ধ হলে তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে এবং মানসিক চাপ সৃষ্টি হবে। এছাড়া স্নাতকোত্তর ও গবেষণামূলক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চলমান থিসিস, গবেষণা প্রকল্প এবং ল্যাবরেটরি কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। হল বন্ধ হলে এসব কাজ অনিশ্চয়তায় পড়বে।

তারা আরও বলেন, ঈদের পরপরই বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল, মধ্যবর্তী মূল্যায়ন ও প্রেজেন্টেশন থাকায় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসেই সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাদের পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য হল খোলা রাখা প্রয়োজন। দূরবর্তী অনেক শিক্ষার্থী বন্ধে ক্যাম্পাসে থাকেন। কিন্তু হল বন্ধ করে দিলে তাদের থাকার জন্য কোনো ব্যবস্থা নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে বিভিন্ন সময়ে হল খোলা রাখার বিষয়ে আমাদের বলেছেন। কিন্তু এখন তারাই হল বন্ধ করে দিচ্ছেন। আমরা বন্ধে বিশ্ববিদ্যালয়ের সব হল খোলা রাখার দাবি জানাই।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্যের অনুপস্থিতিতে স্মারকলিপি নিয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের দাবি তুলে ধরেন। 

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে কোষাধ্যক্ষ বলেন, “তোমরা যারা হলে থাকতে চাও, তারা তোমাদের হলের প্রধ্যক্ষকে চাহিদার কথা জানাও। তারা প্রাধ্যক্ষ পরিষদকে জানাবে এবং প্রাধ্যক্ষ পরিষদ আমাদের সঙ্গে বসবে। হল খোলা রাখার বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদ ইতিবাচক হলে আমরাও ইতিবাচক।” 

এ বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল গফুর গাজী বলেন, “হল খোলা রাখার বিষয়ে আমরা পজিটিভ। ছুটিতে যারা হলে থাকতে চায়, তাদের লিখিতভাবে স্ব-স্ব হল প্রাধ্যক্ষের কাছে আবেদন দিতে বলেছি। উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষার্থী যদি থাকতে চায়, তাহলে আমরা হল খোলা রাখব।”

ঢাকা/তানিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ছুটিতে হল খোলা রাখার দাবি ইবি শিক্ষার্থীদের
  • জবি ডিবেটিং সোসাইটির সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • বিএনপি নেতা কামরুলের হত্যাকারীদের গ্রেপ্তারে আলটিমেটাম
  • পাবিপ্রবিতে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে শিক্ষকদের মানববন্ধন
  • সিদ্ধিরগঞ্জে কিশোর আব্দুল্লার হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের ও বিচারের দাবিতে মানববন্ধন
  • মাদরাসার অ্যাডহক কমিটি গঠনে দুর্নীতি, এলাকাবাসীর মানববন্ধন
  • আওয়ামী দোসরদের বাদ দিয়ে বিএনপির কমিটি করার দাবি
  • টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
  • আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে নতুন কমিটি গঠনের দাবি বিএনপির একাংশের