ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের কাঠগড়ায় আজ বুধবার পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন আনিসুল হক ও সালমান এফ রহমান। তাঁরা দুজনই ধানমন্ডি থানার কিশোর রিয়াজ (১৩) হত্যা মামলার আসামি।

এই মামলায় দুজনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার সপক্ষে বক্তব্য তুলে ধরছিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী। তিনি আদালতকে বলেন, আনিসুল হক ও সালমান এফ রহমান দুজনই জুলাই ছাত্র-জনতার আন্দোলনের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের জন্য তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

পিপির বক্তব্য শেষ হওয়ার পর বিচারক জানতে চান, আসামি আনিসুল হক ও সালমান এফ রহমানের পক্ষে কেউ বক্তব্য দেবেন কি না।

এই দুজনের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা রিমান্ডের বিরোধিতা করে আদালতে কোনো বক্তব্য দেননি। আনিসুল হক ও সালমান এফ রহমানও কোনো কথা বলেননি।

তখন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সোহানুর রহমান নামের এক আসামির আইনজীবী আদালতে কথা বলতে শুরু করেন। তিনি বলেন, ‘মাননীয় আদালত, সোহানুর রহমানকে রিয়াজ হত্যা মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। আমরা এর বিরোধিতা করছি। কারণ, সোহানুর রহমান আওয়ামী লীগ কিংবা এর অঙ্গসংগঠনের কোনো নেতা নন। তিনি আমাদের জামায়াতে ইসলামীর নেতা।’

সোহানুর রহমানের আইনজীবীর এই বক্তব্যের পর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আনিসুল হক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহ্‌মেদ পলকসহ অন্য আসামিরা অবাক হন। সবাই তখন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সোহানুরকে দেখতে থাকেন।

এ পর্যায়ে সোহানুরের আইনজীবী আদালতকে বলেন, ‘আমার মক্কেল সোহানুর রহমান, কেবল জামায়াতের নেতা নন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সরাসরি অংশ নিয়েছিলেন। দিনের পর দিন আন্দোলন করেছেন। আর তিনি যে জামায়াতের নেতা, সেটার সপক্ষে কাগজপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। তাঁকে হয়রানি করার জন্য ১৩ মার্চ গ্রেপ্তার করে পুলিশ।’

সোহানুরের আইনজীবী আরও বলেন, ‘মাননীয় আদালত, সোহানুর রহমানের রিমান্ড শুনানি স্থগিত রাখা হোক। তিনি কোন দলের সমর্থক কিংবা তাঁর সম্পর্কে তদন্ত প্রতিবেদন আদালতে আসার পর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হোক।’

একপর্যায়ে সোহানুরের আইনজীবী আদালতকে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন তাঁর মক্কেল। অথচ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে খুনের মামলায় তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এখন রিমান্ড চাওয়া হচ্ছে। এটি দুঃখজনক।

তখন বিচারক ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপির বক্তব্য জানতে চান। পিপি ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, ‘সোহানুরের আইনজীবী যা-ই দাবি করুন না কেন, মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, তিনি বরিশালের মেহেন্দিগঞ্জের কৃষক লীগের নেতা।

পিপির বক্তব্য শোনার পর আদালতকক্ষে থাকা মামলার তদন্তকারী কর্মকর্তার বক্তব্য জানতে চান বিচারক। তখন তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান শিকদার আদালতকে বলেন, ‘সোহানুর রহমানের বিস্তারিত তথ্য জানানোর জন্য বরিশালের স্থানীয় পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। সেই প্রতিবেদন আসার পর সোহানুর রহমান কোন রাজনৈতিক দলের সমর্থক, সেটি নিশ্চিত করে বলা যাবে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, তিনি বরিশালের স্থানীয় আওয়ামী লীগের একজন এমপির ঘনিষ্ঠজন ছিলেন।’

আদালত সব পক্ষের বক্তব্য শোনার পর আনিসুল হক ও সালমান এফ রহমানের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে সোহানুর রহমানের রিমান্ড আবেদনের বিষয়টি স্থানীয় পুলিশের তদন্ত প্রতিবেদন আসার পর আদালত বিষয়টি নিষ্পত্তি করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।

জানতে চাইলে সোহানুর রহমানের আইনজীবী জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে সোহানুর রহমান জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি রাজধানীর বঙ্গবাজার উত্তর ওয়ার্ডের আওতাধীন এনেক্সকো টাওয়ার ইউনিটের সেক্রেটারি দায়িত্ব পালন করছেন। তাঁকে হয়রানির জন্য এ মামলার আসামি করা হয়েছে।’

সোহানুর জামায়াত, নাকি কৃষক লীগের নেতা

মামলার এজাহারের তথ্য অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর জিগাতলায় গুলিবিদ্ধ হয় কিশোর রিয়াজ। এর ১৪ দিন পর সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় তার মা শাফিয়া বেগম গত বছরের ৯ সেপ্টেম্বর ১৩৫ জনের নাম উল্লেখ করে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। ১৩২ নম্বরে সোহানুর রহমানের নাম রয়েছে।

এজাহারে দাবি করা হয়, সোহানুর কৃষক লীগের নেতা।

বরিশালের মেহেন্দিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম লিখিতভাবে পিবিআইকে জানিয়েছেন, সোহানুর বরিশালের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা পঙ্কজ দেবনাথের অনুসারী। তিনি স্থানীয় কৃষক লীগের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। তবে তাঁর কোনো পদ-পদবি নেই।

জানতে চাইলে পিবিআইয়ের পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান শিকদার প্রথম আলোকে বলেন, সোহানুর মামলার আসামি। তাঁকে গ্রেপ্তার করার পর কয়েকজন এসে তাঁর কাছে দাবি করেছিলেন, তিনি জামায়াতের একজন সক্রিয় কর্মী। পরে আদালতেও দাবি করা হয়েছে যে সোহানুর জামায়াতের নেতা। স্থানীয় পুলিশের প্রতিবেদন অনুযায়ী, সোহানুর কৃষক লীগের সক্রিয় কর্মী।

পিবিআইয়ের কর্মকর্তা কামরুজ্জামান বলেন, সোহানুর জামায়াতের নেতা বলে দাবি করছেন তাঁর আইনজীবীসহ জামায়াতের লোকজন। দাবিটি খতিয়ে দেখা হবে।

সোহানুর রহমানের পক্ষ থেকে লিখিতভাবে আদালতকে বলা হয়েছে, কেবল তিনি (সোহানুর) নন, তাঁর পরিবারও জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত।

আসামিপক্ষ থেকে আদালতে জমা দেওয়া কাগজপত্রের তথ্য অনুযায়ী, সোহানুর রহমান ঢাকার বঙ্গবাজারের আলম হোসিয়ারি স্টোরের জ্যেষ্ঠ সেলসম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আবদুল আহাদ প্রথম আলোকে বলেন, তাঁর জানামতে, সোহানুর জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পক্ষে আন্দোলন করেছিলেন। বরিশালের সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের সঙ্গে তোলা একটা ছবি তাঁর জন্য কাল হয়েছে।

সোহানুর রহমানের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কয়েকটি ছবি আদালতে জমা দেওয়া হয়েছে। এসব ছবিতে তিনি জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে আছেন, মিছিলে অংশ নিয়েছেন বলে তাঁর পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তার পিবিআইয়ের পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান শিকদার প্রথম আলোকে বলেন, এই মামলার সঙ্গে সোহানুরের সংশ্লিষ্টতা আছে কি না, সেটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স হ ন র র আইনজ ব স হ ন র রহম ন র প রথম আল ক বর শ ল র স কর মকর ত ক ঠগড় য় র একজন অন য য় ন র জন র জন য তদন ত

এছাড়াও পড়ুন:

মুক্তি পেয়ে শাহবাগে সমাবেশে যোগ দিলেন আজহারুল ইসলাম

মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়ে কারামুক্ত হয়ে শাহবাগে সমাবেশে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।

বুধবার (২৮ মে) সকাল সোয়া ৯টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আজহারুল ইসলাম মুক্তি পেয়ে তাকে বরণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা তাকে বরণ করে নেন। 

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস দেন জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে। 

আরো পড়ুন:

জামায়াতে ইসলামী ভয়ংকর জুলুমের শিকার হয়েছিল: সংবাদ সম্মেলনে আমির

আসিফ নজরুলের পোস্ট
‘নির্দোষ প্রমাণ হওয়ায় খালাস পেয়েছেন আজহারুল ইসলাম’

রায়ের অনুলিপি মঙ্গলবার রাতেই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। 

এর আগে গত ২২ এপ্রিল আজহারুলের করা আপিল পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৬ মে দিন ধার্য করা হয়। ধার্য তারিখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। ৬ মে আপিলকারীর পক্ষে আইনজীবী শুনানি করেন। শুনানি নিয়ে সেদিন আপিল বিভাগ ৮ মে দিন রাখেন। এর ধারাবাহিকতায় সেদিন শুনানি নিয়ে আপিল বিভাগে রায়ের জন্য ২৭ মে দিন রাখেন।

আদালতে আপিলকারীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দ মো. রায়হান উদ্দিন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম শুনানিতে অংশ নেন।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন তিনি।

এই আপিলের ওপর শুনানি শেষে আজহারুলের মৃত্যুদণ্ড বহাল রেখে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ রায় দেন। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। 

পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল। এই পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে গত ২৬ ফেব্রুয়ারি লিভ মঞ্জুর করে আদেশ দেন আপিল বিভাগ। সেই সঙ্গে পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার জমা দিতে বলা হয়। পরে আপিলের সংক্ষিপ্তসার জমা দেওয়া হয়। এই আপিলের ওপর শুনানি শেষে গতকাল তাকে খালস দেন আপিল বিভাগ।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • এ টি এম আজহারের মামলায় ‘স্বার্থের সংঘাত’ নিয়ে দেওয়া কিছু বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: চিফ প্রসিকিউটর কার্যালয়
  • রায়ের কপি পেলে আইন দেখে সিদ্ধান্ত
  • রংপুরে কৃষক সলিম হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
  • সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন
  • আমি পাওয়ারকে সিজদা করি: সুব্রত বাইন
  • ইশরাকের মেয়র পদ নিয়ে আপিল বিভাগে শুনানি বৃহস্পতিবার
  • আনিস-সালমান রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার ৯
  • মুক্তি পেয়ে শাহবাগে সমাবেশে যোগ দিলেন আজহারুল ইসলাম
  • জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির প্রতিবাদে বামপন্থি ছাত্রসংগঠনের বিক্ষোভ