ভলগা নদীর তীরে পুরস্কার জিতল ‘মাস্তুল’
Published: 28th, May 2025 GMT
রাশিয়ার ভলগা নদীর তীরে অবস্থিত শহর চেবোক্সারিতে আয়োজিত ‘অষ্টাদশ চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ পুরস্কৃত হয়েছে ঢাকার চলচ্চিত্র ‘মাস্তুল’। মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ছবিটি পেয়েছে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার।
এ উৎসব অনুষ্ঠিত হয় ২২ থেকে ২৮ মে পর্যন্ত। সেখানে মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় ‘মাস্তুল’। রুশ নির্মাতা আন্দ্রেই জায়তসেভের ‘টু ইন ওয়ান লাইফ, আই ডোন্ট কাউন্ট ডগস’ হয় সেরা চলচ্চিত্র আর ‘ইয়ার অব দ্য ক্যাট’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ইরানি নির্মাতা মোস্তফা তাহিজাদে।
নির্মাতা নূরুজ্জামান ফেসবুক পোস্টে লেখেন, ‘আহামরি বড় কোনো ফেস্টিভ্যাল না হলেও আমার অভিজ্ঞতায় এযাবৎ সবচেয়ে আন্তরিক চলচ্চিত্র উৎসব ছিল চেবোক্সারি। ২০২৩ সালে “আম কাঁঠালের ছুটি” নিয়ে গিয়েছিলাম, সেবারও জুরি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। ভলগা নদীর তীরের এ উৎসবের সঙ্গে আমার অনেক প্রথমের স্মৃতি জড়িয়ে আছে।’
আরও পড়ুন‘মাস্তুল’ স্পেনে ‘সেরা মানবিক চলচ্চিত্র’ হিসেবে মনোনীত০৩ মে ২০২৫‘মাস্তুল’ একটি মানবিক গল্প। এতে উঠে এসেছে জলে ভাসমান জাহাজিদের জীবনযাপন, সংগ্রাম ও অন্তর্দ্বন্দ্ব। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত ও সিফাত বন্যা।
চেবোক্সারির আগেও সিনেমাটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এপ্রিল মাসে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘প্রাত্যহিক জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য’ স্পেশাল মেনশন (জুরি) অ্যাওয়ার্ড অর্জন করে ‘মাস্তুল’। এ ছাড়া স্পেনের ‘ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ ’-এ সেরা মানবিক ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি। উৎসবটি হবে ১ থেকে ১৬ সেপ্টেম্বর, মাদ্রিদে। পরিচালক জানিয়েছেন, তিনি আমন্ত্রণ পেয়েছেন এবং সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেন সফরে যাবেন।
দেশে মুক্তি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘ইমাজিনইন্ডিয়া উৎসবে যাওয়ার আগেই দেশে সিনেমাটি মুক্তি দিতে চাই। সে অনুযায়ী পরিকল্পনা চলছে। বাকিটা সময় বলবে।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক চলচ চ ত র উৎসব প রস ক
এছাড়াও পড়ুন:
ডাইনির সাজে শাবনূর!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।
আরো পড়ুন:
পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ
বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক
সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”
পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”
ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”
ঢাকা/রাহাত/লিপি