রাশিয়ার ভলগা নদীর তীরে অবস্থিত শহর চেবোক্সারিতে আয়োজিত ‘অষ্টাদশ চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ পুরস্কৃত হয়েছে ঢাকার চলচ্চিত্র ‘মাস্তুল’। মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ছবিটি পেয়েছে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার।

এ উৎসব অনুষ্ঠিত হয় ২২ থেকে ২৮ মে পর্যন্ত। সেখানে মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় ‘মাস্তুল’। রুশ নির্মাতা আন্দ্রেই জায়তসেভের ‘টু ইন ওয়ান লাইফ, আই ডোন্ট কাউন্ট ডগস’ হয় সেরা চলচ্চিত্র আর ‘ইয়ার অব দ্য ক্যাট’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ইরানি নির্মাতা মোস্তফা তাহিজাদে।

নির্মাতা নূরুজ্জামান ফেসবুক পোস্টে লেখেন, ‘আহামরি বড় কোনো ফেস্টিভ্যাল না হলেও আমার অভিজ্ঞতায় এযাবৎ সবচেয়ে আন্তরিক চলচ্চিত্র উৎসব ছিল চেবোক্সারি। ২০২৩ সালে “আম কাঁঠালের ছুটি” নিয়ে গিয়েছিলাম, সেবারও জুরি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। ভলগা নদীর তীরের এ উৎসবের সঙ্গে আমার অনেক প্রথমের স্মৃতি জড়িয়ে আছে।’

আরও পড়ুন‘মাস্তুল’ স্পেনে ‘সেরা মানবিক চলচ্চিত্র’ হিসেবে মনোনীত০৩ মে ২০২৫

‘মাস্তুল’ একটি মানবিক গল্প। এতে উঠে এসেছে জলে ভাসমান জাহাজিদের জীবনযাপন, সংগ্রাম ও অন্তর্দ্বন্দ্ব। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত ও সিফাত বন্যা।

চেবোক্সারির আগেও সিনেমাটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এপ্রিল মাসে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘প্রাত্যহিক জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য’ স্পেশাল মেনশন (জুরি) অ্যাওয়ার্ড অর্জন করে ‘মাস্তুল’। এ ছাড়া স্পেনের ‘ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ ’-এ সেরা মানবিক ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি। উৎসবটি হবে ১ থেকে ১৬ সেপ্টেম্বর, মাদ্রিদে। পরিচালক জানিয়েছেন, তিনি আমন্ত্রণ পেয়েছেন এবং সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেন সফরে যাবেন।
দেশে মুক্তি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘ইমাজিনইন্ডিয়া উৎসবে যাওয়ার আগেই দেশে সিনেমাটি মুক্তি দিতে চাই। সে অনুযায়ী পরিকল্পনা চলছে। বাকিটা সময় বলবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক চলচ চ ত র উৎসব প রস ক

এছাড়াও পড়ুন:

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ২৫ থেকে বেড়ে ৫০ শতাংশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা (বোনাস) বাড়ানো হয়েছে। এতদিন তারা মূল বেতনের ২৫ শতাংশ বোনাস পেতেন, এখন পাবেন ৫০ শতাংশ।

স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা আসন্ন ঈদুল আজহার আগেই বাড়তি বোনাস পাবেন।

সোমবার (২৬ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ চারটি শর্তজুড়ে দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বাড়িয়েছে।

সারাদেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আছেন প্রায় পাঁচ লাখ। তারা সরকার থেকে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা পান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্তের ফলে এক ঈদে সরকারের বাড়তি ব্যয় হবে ২২৯ কোটি টাকা।

এতে নতুন যেসব শর্ত যুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে- এ ভাতা দেওয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ ভাতাসংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ অনিয়মের জন্য দায়ী থাকবে, প্রশাসনিক মন্ত্রণালয় যেদিন আদেশ জারি (জিও) করবে, সেদিন থেকে এ ভাতা কার্যকর হবে। প্রশাসনিক মন্ত্রণালয়ের জারি করা জিও অর্থ বিভাগে পাঠাতে হবে।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত মাসে ফেসবুকে এক পোস্টে ঈদুল আজহার বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার কথা জানিয়েছিলেন।

এর আগে গত ৫ মার্চ শিক্ষা উপদেষ্টার দায়িত্ব ছাড়ার দিন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ অবশ্য জানিয়েছিলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • ৮ বিভাগীয় শহরে চলছে চলচ্চিত্র উৎসব, প্রথম পুরস্কার দেড় লাখ টাকা
  • কানে প্রশংসিত রাজীবের ‘আলী’, হঠাৎ কেন ইরফানের ‘আলী’ সিনেমার ঘোষণা
  • নতুন জামায় ঈদ
  • মেহজাবীনকে কেন ‘চার্লি চ্যাপলিন’ বলছেন?
  • উৎসবে শাড়ি
  • ছেলেদের ট্রফি জয়ের আনন্দ, উৎসবে যোগ দিলেন মেসিও
  • মা হওয়ার পর কতটা বদলেছেন আলিয়া
  • লিভারপুলের শিরোপা–উৎসবে গাড়িচাপায় আহত ৪৭: পুলিশ বলছে ‘সন্ত্রাসবাদ নয়, বিচ্ছিন্ন ঘটনা’
  • এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ২৫ থেকে বেড়ে ৫০ শতাংশ