রাশিয়ার ভলগা নদীর তীরে অবস্থিত শহর চেবোক্সারিতে আয়োজিত ‘অষ্টাদশ চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ পুরস্কৃত হয়েছে ঢাকার চলচ্চিত্র ‘মাস্তুল’। মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ছবিটি পেয়েছে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার।

এ উৎসব অনুষ্ঠিত হয় ২২ থেকে ২৮ মে পর্যন্ত। সেখানে মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় ‘মাস্তুল’। রুশ নির্মাতা আন্দ্রেই জায়তসেভের ‘টু ইন ওয়ান লাইফ, আই ডোন্ট কাউন্ট ডগস’ হয় সেরা চলচ্চিত্র আর ‘ইয়ার অব দ্য ক্যাট’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ইরানি নির্মাতা মোস্তফা তাহিজাদে।

নির্মাতা নূরুজ্জামান ফেসবুক পোস্টে লেখেন, ‘আহামরি বড় কোনো ফেস্টিভ্যাল না হলেও আমার অভিজ্ঞতায় এযাবৎ সবচেয়ে আন্তরিক চলচ্চিত্র উৎসব ছিল চেবোক্সারি। ২০২৩ সালে “আম কাঁঠালের ছুটি” নিয়ে গিয়েছিলাম, সেবারও জুরি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। ভলগা নদীর তীরের এ উৎসবের সঙ্গে আমার অনেক প্রথমের স্মৃতি জড়িয়ে আছে।’

আরও পড়ুন‘মাস্তুল’ স্পেনে ‘সেরা মানবিক চলচ্চিত্র’ হিসেবে মনোনীত০৩ মে ২০২৫

‘মাস্তুল’ একটি মানবিক গল্প। এতে উঠে এসেছে জলে ভাসমান জাহাজিদের জীবনযাপন, সংগ্রাম ও অন্তর্দ্বন্দ্ব। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত ও সিফাত বন্যা।

চেবোক্সারির আগেও সিনেমাটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এপ্রিল মাসে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘প্রাত্যহিক জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য’ স্পেশাল মেনশন (জুরি) অ্যাওয়ার্ড অর্জন করে ‘মাস্তুল’। এ ছাড়া স্পেনের ‘ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ ’-এ সেরা মানবিক ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি। উৎসবটি হবে ১ থেকে ১৬ সেপ্টেম্বর, মাদ্রিদে। পরিচালক জানিয়েছেন, তিনি আমন্ত্রণ পেয়েছেন এবং সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেন সফরে যাবেন।
দেশে মুক্তি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘ইমাজিনইন্ডিয়া উৎসবে যাওয়ার আগেই দেশে সিনেমাটি মুক্তি দিতে চাই। সে অনুযায়ী পরিকল্পনা চলছে। বাকিটা সময় বলবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক চলচ চ ত র উৎসব প রস ক

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। যুব ওয়ানডেতে আছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের ম্যাচ। ওভাল টেস্টের দ্বিতীয় দিন আজ।ত্রিদেশীয় যুব ওয়ানডে

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯–জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯
দুপুর ১–১৫ মি., জিম্বাবুয়ে ক্রিকেট ইউটিউব চ্যানেল

১ম টি–টোয়েন্টি

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
সকাল ৬টা, পিটিভি স্পোর্টস

বুলাওয়ে টেস্ট–৩য় দিন

জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস

ওভাল টেস্ট–২য় দিন

ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১

টেনিস

কানাডিয়ান ওপেন
রাত ৯–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)
  • জুলাইয়ের ১১ নাটক নিয়ে শিল্পকলায় উৎসব
  • ১৬ কোটি টাকায় সারা দেশে ফুটবলের তিন টুর্নামেন্ট
  • দুদিনের সফরে কলকাতায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
  • ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ
  • তাহলে তো স্পন্সর নিয়ে প্রোগ্রাম করলেই চাঁদাবাজি: সালাউদ্দিন
  • সিডনিতে ড্র অনুষ্ঠানে বাংলাদেশের কেউ না থাকায় হতাশ প্রবাসীরা
  • ‘মুক্তির উৎসব’ করতে সহযোগিতা চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সাবেক সমন্বয়কের আবেদন
  • এবার পরিবার নিয়ে ঘরে বসেই ‘উৎসব’
  • খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ১৬০ দিন পর শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা, উৎসবের আমেজ