নাটোরের লালপুর উপজেলায় মুখোমুখি সংঘর্ষে দুটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এ সময় দুই যানবাহনের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছে। বুধবার (২৮ মে) সকালে উপজেলার গোধরা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, নাটোর-পাবনা মহাসড়কের গোধরা ব্রিজ এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক ও ভুট্টাবোঝাই আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকই দুমড়ে-মুচড়ে যায়। এ সময় দুই ট্রাকের চালক ও সহকারী মিলে মোট চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক। 

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
 

আরো পড়ুন:

ঈদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ডাকাত আতঙ্ক

মোটরসাইকেল আরোহী নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

ঢাকা/আরিফুল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন আহত

এছাড়াও পড়ুন:

লিভারপুলে শিরোপা উৎসবে ট্র্যাজেডি, আহত ৪৭

প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আনন্দে লিভারপুল শহরের রাস্তায় জড়ো হয়েছিলেন হাজারো সমর্থক। উৎসবের সেই মুহূর্তে হঠাৎ একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ৪৭ জন, যাদের মধ্যে চারজন শিশু।

লিভারপুল পুলিশ জানিয়েছে, ৫৩ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিককে আটক করা হয়েছে, যিনি সন্দেহভাজন চালক। যদিও তারা নিশ্চিত করেছে, ঘটনাটি সন্ত্রাসী হামলা নয় এবং এটি ‘একটি বিচ্ছিন্ন ঘটনা’। তদন্তে এ পর্যন্ত পরিকল্পিত হামলার বা অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, গাড়িটি আচমকা জনতার ভিড়ে উঠে সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এরপর জনতা চালকের দিকে তেড়ে গেলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তাকে রক্ষা করে।

লিভারপুল পুলিশের অস্থায়ী ডেপুটি চিফ কনস্টেবল জেনি সিমস বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা আর কাউকে খুঁজছি না এবং এটি সন্ত্রাসী কার্যক্রম নয়।’

করোনাভাইরাস মহামারির পর এই প্রথম বড় কোনো শিরোপা উদ্‌যাপনের সুযোগ পেয়েছিল লিভারপুল সমর্থকরা। উচ্ছ্বাসে ভাসা সেই দিনটি ম্লান করে দেয় এ দুর্ঘটনা। তবে দুর্ঘটনার মাত্র ১০ মিনিট আগেই মূল বাসটি শহরের ওই রাস্তা অতিক্রম করে। 

সিটি কাউন্সিলের নেতা লিয়াম রবিনসন ‘এক্স’–এ এক পোস্টে লিখেছেন, ‘একটি আনন্দময় দিন গভীর দুঃখে রূপ নিয়েছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ঘটনাটিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে আহতদের প্রতি সহানুভূতি জানান।

এক বিবৃতিতে লিভারপুল ফুটবল ক্লাব জানায়, তারা পুলিশ প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে এবং আহতদের প্রতি তাদের গভীর সমবেদনা রইল।

সম্পর্কিত নিবন্ধ

  • চক্ষু বিজ্ঞানের কর্মচারীদের সঙ্গে জুলাইয়ের আহতদের ধাক্কাধাক্কি 
  • চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে চক্ষু হাসপাতাল পরিচালক অবরুদ্ধ
  • আহত জুলাই যোদ্ধাদের খোঁজ নিতে হাসপাতালে ডিএমপি কমিশনারের প্রতিনিধিদল
  • লিভারপুলে শিরোপা উৎসবে গাড়িচাপা, আহত ৪৭
  • লিভারপুলে শিরোপা উৎসবে ট্র্যাজেডি, আহত ৪৭