মাঠে না গিয়েও কীভাবে সব ফুটবলারের খবর রাখেন কাবরেরা
Published: 28th, May 2025 GMT
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার ছুটি কাটানো নিয়ে প্রায়ই সমালোচনা হয়। কদিন আগেও প্রায় চার সপ্তাহ ছুটি কাটিয়ে দেশে ফেরেন এই স্প্যানিশ। ঘন ঘন ছুটিতে থাকার কারণে মৌসুমের বেশির ভাগ লিগ ম্যাচই মাঠে গিয়ে দেখা হয় না তাঁর।
যদিও কাবরেরা বলছেন ভিন্ন কথা। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের প্রাথমিক দল নিয়ে আজ বাফুফে ভবনের সামনে সংবাদ সম্মেলনে ছুটির বিষয়ে তিনি বলেন, ‘আমি সাড়ে তিন বছর ধরে কোচ হিসেবে এখানে আছি। দায়িত্ব নেওয়ার পর থেকে (লিগের) প্রতিটি ম্যাচই দেখেছি। এমনকি টি স্পোর্টস সব ম্যাচ সম্প্রচার না করলেও বাফুফের কাছ থেকে আমি প্রতিটি ম্যাচের ক্লিপ (ভিডিও) সংগ্রহ করে দেখেছি।’
সরাসরি মাঠে না দেখে ভিডিও ক্লিপ দেখে খেলোয়াড়দের পারফরম্যান্স কতটা বিচার করা যায়—এমন জিজ্ঞাসায় কাবরেরা বলেন, ‘আমি ছুটিতে থাকলেও এখানে আমার স্টাফরা ছিলেন। আমি সব সময় তাঁদের সঙ্গে যোগাযোগ রেখেছি। ম্যাচ নিয়ে, খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়েও আমাদের আলোচনা হয়েছে। তাই আমি বলব এখানকার প্রত্যেক ফুটবলার আমার পর্যবেক্ষণে থাকে।’
আরও পড়ুনকেন যন্ত্রণা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না হামজা২৭ মে ২০২৫১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। সেই লক্ষ্যে ৩০ মে থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। সিঙ্গাপুর ম্যাচের আগে একই ভেন্যুতে ৪ জুন ভুটানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে কাবরেরার দল।
আজ জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন হাভিয়ের কাবরেরা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক বর র
এছাড়াও পড়ুন:
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম।
এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।
আরো পড়ুন:
ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে
রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা।
বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।
ঢাকা/শান্ত