২৪ মে শনিবার। দিনটি ছিল হামজা চৌধুরীর পরিবারের কাছে একটু ব্যতিক্রম। সেদিন হামজার মা–বাবা ও তাঁদের নিকটাত্মীয়রা লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে যান শেফিল্ড ইউনাইটেড ও সান্ডারল্যান্ডের চ্যাম্পিয়নশিপ প্লে–অফ ফাইনাল দেখতে।

কিন্তু সেই ম্যাচে হামজার দল শেফিল্ড ২–১ গোলে হারার পর মন খারাপ করে বাসায় ফিরেছিলেন সবাই। ম্যাচটার দিকে চোখ ছিল বাংলাদেশের বহু ফুটবলপ্রেমীরও। কারণ, শেফিল্ড জিতলে আবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারতেন হামজা। শেষ পর্যন্ত তেমনটা আর হয়নি।

গতকাল ইংল্যান্ড থেকে সেই বিশেষ দিনের বিশেষ ম্যাচটি নিয়ে হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা ২০ থেকে ২৫ জন সেদিন মাঠে গিয়েছিলাম। হামজার কাছের আত্মীয়রাও ম্যাচ দেখতে ওয়েম্বলিতে হাজির হয়। আসলে ফুটবল তো ১১ জনের খেলা। ও ম্যাচটা জেতার চেষ্টা করেছে; কিন্তু পারেনি। এ জন্য আমাদেরও মন খারাপ ছিল।’

বাবা ও মায়ের সঙ্গে হামজা চৌধুরী.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ