সারাবিশ্বে কোটি কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ভক্ত লাখো অ্যাপ ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরকে নিরাপদ প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বাস করেন। বিশেষজ্ঞরা নানা ধরনের ঝামেলা এড়াতে গুগল নিয়ন্ত্রিত অ্যাপ স্টোর ব্যবহারের পরামর্শ দিয়েছেন। প্রযুক্তি জায়ান্ট সংস্থাটি তার প্ল্যাটফর্মকে সব সময় সুরক্ষিত ও স্বচ্ছ রাখতে প্রচেষ্টা করে।
কিন্তু নিরাপত্তায় থেকেও অনেক সময় বিপজ্জনক ম্যালওয়্যার যুক্ত বা ভুয়া অ্যাপ প্লে স্টোরের সিকিউরিটি সিস্টেমকে পরোয়া না করে সেখানে অনুপ্রবেশ করে। আবার প্লে স্টোরে ম্যালওয়্যারের প্রবেশ মাঝেমধ্যেই বিভ্রান্ত করে।
সাইবার নিরাপত্তা গবেষকরা কিছুদিন আগে গুগল প্লে স্টোরের জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ও সিগন্যাল নিয়ে বিশেষ শঙ্কা প্রকাশ করেছেন। খুঁজে পেয়েছেন স্পাইওয়্যার-সংক্রমিত সংস্করণ। উল্লিখিত অ্যাপ দুটির মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইস ও তার গ্রাহকের ওপর গুপ্তচরবৃত্তি করা যাবে বলে সুস্পষ্ট লক্ষণ পাওয়া গেছে। বহুল আলোচিত টেলিগ্রাম অ্যাপকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে বলে জানানো হয়। গবেষকরা ভুয়া বা স্পাইওয়্যার অ্যাপের কার্যকলাপের নাম দিয়েছেন এভিল টেলিগ্রাম। বিপজ্জনক অ্যাপ হওয়ার পরও গুগল প্লে স্টোরে কীভাবে তালিকাভুক্ত হয়েছে, তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন, ঝুঁকিপূর্ণ সব অ্যাপ বিশেষ শ্রেণির আদলে গুগল প্লে স্টোরের অংশ হয়েছিল, যেখানে ছিল চীনের নজরদারি। আসলে এসব অ্যাপ এতটাই মুগ্ধতা ছড়ায় যে তাদের অবিশ্বাস করার সুযোগ থাকে না। প্রকৃত সব অ্যাপ্লিকেশনের তুলনায় আরও বেশি ফিচার দেওয়ার প্রত্যাশা থাকে। সতর্কতা ভুলে নিত্যনতুন অ্যাপের ওপর নির্ভরশীল না হওয়ার পরামর্শ অমান্য যারা করেছেন, তারাই আসলে ক্ষতির সম্মুখীন হয়ে ভুক্তভোগী হয়েছেন। তাই টেলিগ্রাম অ্যাপ
ব্যবহারে সব ধরনের সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন