Samakal:
2025-07-30@14:58:55 GMT

অ্যাপে যখন ঝামেলা

Published: 31st, May 2025 GMT

অ্যাপে যখন ঝামেলা

সারাবিশ্বে কোটি কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ভক্ত লাখো অ্যাপ ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরকে নিরাপদ প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বাস করেন। বিশেষজ্ঞরা নানা ধরনের ঝামেলা এড়াতে গুগল নিয়ন্ত্রিত অ্যাপ স্টোর ব্যবহারের পরামর্শ দিয়েছেন। প্রযুক্তি জায়ান্ট সংস্থাটি তার প্ল্যাটফর্মকে সব সময় সুরক্ষিত ও স্বচ্ছ রাখতে প্রচেষ্টা করে।
কিন্তু নিরাপত্তায় থেকেও অনেক সময় বিপজ্জনক ম্যালওয়্যার যুক্ত বা ভুয়া অ্যাপ প্লে স্টোরের সিকিউরিটি সিস্টেমকে পরোয়া না করে সেখানে অনুপ্রবেশ করে। আবার প্লে স্টোরে ম্যালওয়্যারের প্রবেশ মাঝেমধ্যেই বিভ্রান্ত করে।
সাইবার নিরাপত্তা গবেষকরা কিছুদিন আগে গুগল প্লে স্টোরের জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ও সিগন্যাল নিয়ে বিশেষ শঙ্কা প্রকাশ করেছেন। খুঁজে পেয়েছেন স্পাইওয়্যার-সংক্রমিত সংস্করণ। উল্লিখিত অ্যাপ দুটির মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইস ও তার গ্রাহকের ওপর গুপ্তচরবৃত্তি করা যাবে বলে সুস্পষ্ট লক্ষণ পাওয়া গেছে। বহুল আলোচিত টেলিগ্রাম অ্যাপকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে বলে জানানো হয়। গবেষকরা ভুয়া বা স্পাইওয়্যার অ্যাপের কার্যকলাপের নাম দিয়েছেন এভিল টেলিগ্রাম। বিপজ্জনক অ্যাপ হওয়ার পরও গুগল প্লে স্টোরে কীভাবে তালিকাভুক্ত হয়েছে, তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন, ঝুঁকিপূর্ণ সব অ্যাপ বিশেষ শ্রেণির আদলে গুগল প্লে স্টোরের অংশ হয়েছিল, যেখানে ছিল চীনের নজরদারি। আসলে এসব অ্যাপ এতটাই মুগ্ধতা ছড়ায় যে তাদের অবিশ্বাস করার সুযোগ থাকে না। প্রকৃত সব অ্যাপ্লিকেশনের তুলনায় আরও বেশি ফিচার দেওয়ার প্রত্যাশা থাকে। সতর্কতা ভুলে নিত্যনতুন অ্যাপের ওপর নির্ভরশীল না হওয়ার পরামর্শ অমান্য যারা করেছেন, তারাই আসলে ক্ষতির সম্মুখীন হয়ে ভুক্তভোগী হয়েছেন। তাই টেলিগ্রাম অ্যাপ 
ব্যবহারে সব ধরনের সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে ‘বালিশ চাঁপা’ দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ 

সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বালিশ চাঁপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্বামী পলাতক রয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন থানা পুুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামের আলাউদ্দিনের মেয়ে শোভা আক্তার(১৯) সাথে একই উপজেলার সনমান্দি ইউনিয়নের মশুরাকান্দা গ্রামের উজ্জল মিয়ার ছেলে মোহাম্মদ রায়হানের ৪ বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয়।

রায়হান বেকার থাকার কারনে দাম্পত্য জিবনে বিভিন্ন সময়ে কলহ লেগেই থাকতো। তাদের দেড় বছর বয়সী সোয়াইব নামের এক পুত্র সন্তান রয়েছে। গত মঙ্গলবার রাতে ও বুধবার সকালেও তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়।

পরে বুধবার দুপুরে শোভার বাবার বাড়ি ফাঁকা থাকার সুযোগে রায়হান তার স্ত্রী শোভা আক্তারকে ঘুমন্ত অবস্থায় মুখে বালিশ চাঁপা দিয়ে শ্বাসরোধে হত্যার পর ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে পালিয়ে যায়।

শোভার মা মানছুরা বেগম শোভাকে ডেকে সাড়া না পেয়ে ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহত শোভার মা মানছুরা বেগমের অভিযোগ, তার মেয়ে শোভা রায়হানের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। রায়হান অলস হওয়ার কারনে কাজকর্ম করতো না। তাদের বাড়িতে এসে থাকতো। এ নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন সময়ে ঝগড়া হতো।

মঙ্গলবার ও বুধবার দু’ দফায় তাদের ঝগড়া হয়। কাজের প্রয়োজনে বাড়ির লোকজন দুপুরে বাইরে থাকার সুযোগে রায়হান তার মেয়েকে বালিশ চাঁপা দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। তার মেয়ের হত্যাকান্ডের সঠিক বিচার দাবি করেন।  

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত ছাড়া হত্যা না আত্মহত্যা কিছুই বলা সম্ভব না। তবে ডাক্তার শ্বাসরোধের হত্যার বিষয়টি জানিয়েছেন।
 

সম্পর্কিত নিবন্ধ