‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার ঝুলিতে ২২ আন্তর্জাতিক পুরস্কার
Published: 1st, June 2025 GMT
ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমা। এটি পরিচালনা করেছেন আব্দুস সামাদ খোকন। তামান্না সুলতানা প্রযোজিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, গাজী আব্দুন নূর, সুব্রত বড়ুয়া, বাপ্পা শান্তনু, মাসুম বাশার, মিলি বাশার, সাদিয়া শিমুল প্রমুখ।
সর্বশেষ ব্যাংকক মুভি অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ প্রযোজক, শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ‘আইকন অ্যাওয়ার্ড’ পেয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। তাছাড়া সুইজারল্যান্ডের আলপাইন ফ্রেমস ফিল্ম ফেস্টিভ্যাল, সুইডেন ফিল্ম অ্যাওয়ার্ডস, আইডিয়াল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আর্টোডি এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস, এশিয়ান ট্যালেন্ট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্দো-দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, স্টকহোম সিটি ফিল্ম ফেস্টিভ্যাল, রোশনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব শ্রীনগর, আন্তর্জাতিক আইকনিক এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-সহ মোট ২২টি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সিনেমাটি।
‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার প্রযোজক তামান্না সুলতানা
আরো পড়ুন:
খন্দকার’স ফ্যাশনে বুবলী-দীঘির সিনেমার প্রচারণা
দেখা গেল সিয়াম-দীঘির রোমান্স!
প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে প্রযোজক তামান্না সুলতানা বলেন, “শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার এই আন্তর্জাতিক স্বীকৃতি পুরো দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য অনুপ্রেরণামূলক। এটি প্রমাণ করে, মানসম্পন্ন গল্প, দক্ষ নির্মাণ ও নিখুঁত অভিনয় থাকলে বাংলা চলচ্চিত্রও বিশ্বজয় করতে পারে।”
প্রযোজক হিসেবে এই জার্নির গল্প জানিয়ে তামান্না সুলতানা বলেন, “সিনেমায় বিনিয়োগ আমার জন্য খুব ব্যয়বহুল একটি সিদ্ধান্ত ছিল। কিন্তু আমার বাবা মোহাম্মদ সামসুল হক মল্লিক যদি শুরু থেকেই পাশে না থাকতেন, তাহলে এই কাজ সম্ভব হতো না। আমার বাবা-মা দুজনই আমাকে সবসময় সাহস ও উৎসাহ দিয়ে গেছেন।”
জনপ্রিয় গায়ক মনির খানের গাওয়া ‘ভবপারে লও আমারে বাইয়া’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। এছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় ও গান গেয়েছেন কণ্ঠশিল্পী অনিমা রায়। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার ও বিনোদ রায় দাস। চিত্রগ্রহণে ছিলেন আসাদুজ্জামান মজনু, সম্পাদনায় মনিরুল ইসলাম।
প্রযোজক তামান্না সুলতানা পিরোজপুরের সন্তান। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত। ২০১০ সাল থেকে অডিও-ভিডিও প্রযোজনায় কাজ শুরু করেন। পাশাপাশি ইডেন মহিলা কলেজ থেকে দর্শনে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এরপর বাংলাদেশে এলএলবি ডিগ্রি নেন। কিছুদিন আগে ব্রিটিশ এলএলবি সম্পন্ন করেন তামান্না।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
শেষ হলো সপ্তম যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫
রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর আয়োজিত তিন দিনব্যাপী ‘যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫’ তরুণ শিক্ষার্থীদের মধে৵ অভূতপূর্ব সাড়া জাগিয়েছে। ‘ফার্ম ফ্রেশ’-এর পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর সহযোগিতায় আয়োজিত এই গণিত উৎসবে শিক্ষার্থীরা মেধা, যুক্তি ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার এক কঠিন লড়াইয়ে অংশ নেয়। এটি শুধু একটি প্রতিযোগিতা ছিল না; বরং গণিতকে নতুন করে আবিষ্কার করার এক আনন্দময় যাত্রা ছিল এটি।
প্রথম দিন: উৎসবের সূচনা ও নতুন অধ্যায়ের উন্মোচন
১১ সেপ্টেম্বর এই গণিত উৎসবের শুভসূচনা হয়। সকাল থেকেই স্কুল প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত। দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা নির্ধারিত কাউন্টারে রিপোর্ট ও রেজিস্ট্রেশন করতে ব্যস্ত ছিল। তাদের চোখেমুখে ছিল উত্তেজনা আর নতুন কিছু শেখার আগ্রহ। সব আনুষ্ঠানিকতা শেষে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহাযজ্ঞের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (আইআরই) অধ্যাপক আবদুল হালিম এবং বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক স্বাক্ষর শতাব্দ।
এরপর শুরু হয় দিনের প্রথম ইভেন্ট ‘জেনেসিস’, যেখানে শিক্ষার্থীদের গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হয়। মধ্যাহ্নভোজের পর সবচেয়ে আকর্ষণীয় ও মজার ইভেন্ট ছিল ‘ক্রিপ্টোম্যানিয়া’। এতে শিক্ষার্থীরা কোড ও সংকেত ব্যবহার করে গণিতবিষয়ক ধাঁধা সমাধান করে এবং প্রতিটি ধাঁধার সমাধান তাদের পরবর্তী ক্লু পর্যন্ত নিয়ে যায়। দিনের শেষ ইভেন্ট ছিল ‘টিক-ট্যাক-টো’, তবে গণিতের সমীকরণ ব্যবহার করে খেলাটিকে এক ভিন্নমাত্রা দেওয়া হয়। প্রথম দিনের প্রতিটি ইভেন্টই প্রমাণ করেছে যে গণিত শুধু ক্লাসের চারদেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি এক বিশাল উন্মুক্ত জগৎ।
আরও পড়ুনস্পোর্টস ফিজিওথেরাপিতে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে ফিজিওথেরাপিস্ট আফজাল ১৪ সেপ্টেম্বর ২০২৫তিন দিনব্যাপী ‘যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫’ তরুণ শিক্ষার্থীদের মধে৵ সাড়া জাগিয়েছে